Ajker Patrika

মঙ্গোলিয়ায় দুই গাড়ির সংঘর্ষের পর গ্যাস বিস্ফোরণ, নিহত ৬

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১০: ৪২
Thumbnail image

মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারে দুই গাড়ির সংঘর্ষের পর গ্যাস বিস্ফোরণে ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

মঙ্গোলিয়ান ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (নেমা) তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার ভোরে ৬০ টন তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী একটি গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে এই বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। এ ছাড়া, তিন অগ্নি নির্বাপনকর্মীর নিহত হওয়ার কথাও জানিয়েছে নেমা।

আহত ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জনই আগুনে পুড়েছে। বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে এক শিশু। আহত অন্য তিনজন শিশু।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। নেমার প্রকাশিত ছবিতে রাস্তায় আগুনের বিশাল কুণ্ডলী দেখা গেছে। উদ্ধারকর্মীরা তখন আগুন নেভানোর চেষ্টা করছিলেন। এ ছাড়া, রাস্তায় ব্যাপক ক্ষতি হয়েছে। পাশেই একটা স্কুলের জানালা উড়ে গেছে।

মঙ্গোলিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড বুয়ানগান এই দুর্ঘটনার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘আমি এই বিধ্বংসী ঘটনায় প্রাণ হারানো নেমার সদস্যদের পরিবার এবং সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত