Ajker Patrika

ঘানায় ট্রাক বিস্ফোরণে বিধ্বস্ত পুরো শহর, নিহত ১৩ 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ঘানায় ট্রাক বিস্ফোরণে পুরো একটি শহর বিধ্বস্ত হয়ে গেছে। গত বৃহস্পতিবার সংঘটিত ওই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন আরও অন্তত ৫৯ জন। বিস্ফোরকবাহী একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর সিএনএন। 

বিস্ফোরণের ফলে পশ্চিম ঘানার আপিয়াতে নামে ওই শহরটির অধিকাংশই মাটির সঙ্গে মিশে গেছে। কওয়াদো বেমপাহ নামে ঘটনাস্থলের পাশেই কর্মরত এক শ্রমিক সিএনএনকে বলেন, ‘সেখানকার সব ঘরবাড়িই প্রায় ধ্বংস হয়ে গেছে। মানুষজন এবং গৃহপালিত প্রাণী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।’ তিনি আরও বলেন, চারদিকেই কেবল মরদেহ। 

প্রথমে ধারণা করা হয়েছিল, মৃতের সংখ্যা ১৭ কিন্তু পরে তা ১৩ জনে নেমে আসে। ঘানার তথ্যমন্ত্রী কোজো অপং নক্রুমা মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। 

কোজো নক্রুমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বিষয়ে বলেন, ‘প্রথমে মৃতের সংখ্যা ১৭ জন গণনা করা হয়। স্থানীয় বিভিন্ন পক্ষ ভিন্ন ভিন্ন সংখ্যা দিচ্ছিল। পরে আমরা পরামর্শ করে সব হিসাব আমলে এনে মৃতের সংখ্যা ১৩ জন হিসাব করা হয়।’ 

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অধিকাংশ আহতকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁরা আর কোনো তথ্য জানায়নি।

বিস্ফোরণের ফলে প্রায় ১০ হাজার অধিবাসীর ওই শহরটির অধিকাংশই গৃহহীন হয়ে পড়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত