উত্তর আফ্রিকার দেশ মরক্কোর শিশাওয়েন এলাকায় গভীর কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু রায়ানকে উদ্ধার করার কাছাকাছি পৌঁছে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। কূপের একেবারে তলদেশে শিশুটি আটকে পড়ায় অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে উদ্ধারকারী দলকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩২ মিটার গভীর কূপটির উপরিভাগের ব্যাস ১৮ ইঞ্চি (৪৫ সেন্টিমিটার)৷ ধীরে ধীরে তলদেশের দিকে কূপটি একেবারে সংকীর্ণ হয়ে গেছে। সেখানে চার দিন ধরে শিশুটি আটকে রয়েছে।
হাড় হিম করা ঠান্ডায় গভীর কূপে রয়েছে শিশুটি। তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাবার। কিন্তু সেই খাবার আদৌ খেতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়। নলের মাধ্যমে তার কাছে অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে অনুভূমিকভাবে খনন শুরু হবে।
রায়ানকে উদ্ধারের জন্য নেতৃত্ব দেওয়াদের একজন আবদেসালাম মাকৌদি। তিনি গতকাল শুক্রবার বিকেলে বলেন, ‘আমরা প্রায় চলে এসেছি। আমরা তিন দিন ধরে অবিরাম কাজ করছি এবং ক্লান্তি নেমে আসছে, কিন্তু পুরো উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।
রায়ানের দুর্ঘটনার সময় তাঁর বাবা ওই কুয়া মেরামত করছিলেন। তিনি জানান, চরম দুশ্চিন্তায় রয়েছেন শিশুটির মা।
মরক্কোর সংবাদমাধ্যম এলই৩৬০-এর প্রতিবেদনে বলা হয়, ‘এক মুহূর্তে সে কূপের মধ্যে পড়ে গেল। তখন থেকে আমি এক পলক ঘুমাইনি।’
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর শিশাওয়েন এলাকায় গভীর কূপে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু রায়ানকে উদ্ধার করার কাছাকাছি পৌঁছে গেছে দেশটির উদ্ধারকারী বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। কূপের একেবারে তলদেশে শিশুটি আটকে পড়ায় অত্যন্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হচ্ছে উদ্ধারকারী দলকে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৩২ মিটার গভীর কূপটির উপরিভাগের ব্যাস ১৮ ইঞ্চি (৪৫ সেন্টিমিটার)৷ ধীরে ধীরে তলদেশের দিকে কূপটি একেবারে সংকীর্ণ হয়ে গেছে। সেখানে চার দিন ধরে শিশুটি আটকে রয়েছে।
হাড় হিম করা ঠান্ডায় গভীর কূপে রয়েছে শিশুটি। তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাবার। কিন্তু সেই খাবার আদৌ খেতে পেরেছে কি না, তা স্পষ্ট নয়। নলের মাধ্যমে তার কাছে অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানিয়েছেন, শিশুটিকে বাঁচাতে অনুভূমিকভাবে খনন শুরু হবে।
রায়ানকে উদ্ধারের জন্য নেতৃত্ব দেওয়াদের একজন আবদেসালাম মাকৌদি। তিনি গতকাল শুক্রবার বিকেলে বলেন, ‘আমরা প্রায় চলে এসেছি। আমরা তিন দিন ধরে অবিরাম কাজ করছি এবং ক্লান্তি নেমে আসছে, কিন্তু পুরো উদ্ধারকারী দল কাজ চালিয়ে যাচ্ছে।
রায়ানের দুর্ঘটনার সময় তাঁর বাবা ওই কুয়া মেরামত করছিলেন। তিনি জানান, চরম দুশ্চিন্তায় রয়েছেন শিশুটির মা।
মরক্কোর সংবাদমাধ্যম এলই৩৬০-এর প্রতিবেদনে বলা হয়, ‘এক মুহূর্তে সে কূপের মধ্যে পড়ে গেল। তখন থেকে আমি এক পলক ঘুমাইনি।’
নিজেদের এক্স হ্যান্ডেলে সংবাদপত্রের স্বাধীনতা লঙ্ঘনের সুস্পষ্ট অভিযোগ এনে ‘দ্য ওয়্যার’ দাবি করেছে, ভারত সরকার সারা দেশে তাদের ওয়েবসাইটের অ্যাকসেস ব্লক করে দিয়েছে। এটিকে তারা ‘প্রকাশ্য সেন্সরশিপ’ হিসেবে অভিহিত করেছে।
১ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ক্যাথলিক চার্চের ১৪০ কোটি অনুসারীর নেতা হিসেবে প্রথমবারের মতো আমেরিকা থেকে নতুন পোপ বেছে নিয়েছে ভ্যাটিকান। ৬৯ বছর বয়সী নতুন পোপ রবার্ট প্রেভোস্ট এখন থেকে পরিচিত হবেন ‘পোপ লিও চতুর্দশ’ নামে।
২ ঘণ্টা আগেগাজায় ইসরায়েলের ফেলে যাওয়া অবিস্ফোরিত গোলার সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। কখনো কখনো ইসরায়েলের ছোড়া ২০ শতাংশ পর্যন্ত বোমা বিস্ফোরিত না হওয়ার নজির পাওয়া গেছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো বহুবার গাজাজুড়ে ছড়িয়ে থাকা এসব গোলার ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
৩ ঘণ্টা আগেকৌশলগত অংশীদারত্ব জোরদারে চুক্তি স্বাক্ষর করেছে দুই পরাশক্তি রাশিয়া ও চীন। গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে চার ঘণ্টাব্যাপী বৈঠকের পর স্বাক্ষরিত হয় চুক্তিটি। এটিকে দুই দেশের আরও ঘনিষ্ঠ হওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে আখ্যা দিয়েছে উভয় পক্ষ।
৩ ঘণ্টা আগে