Ajker Patrika

সুদানের সহিংস পরিস্থিতির চরম অবনতি, জাতিসংঘের সতর্কতা

সুদানের সহিংস পরিস্থিতির চরম অবনতি, জাতিসংঘের সতর্কতা

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ সুদানে বেসামরিক নাগরিকদের ওপর চলমান সহিংসতা চরম অবনতির দ্বারপ্রান্তে গিয়ে পৌঁছেছে। পশ্চিম দারফুরে জাতিগত সহিংসতা বেড়ে যাওয়ায় সুদানে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে গত শুক্রবার জাতিসংঘ এক সতর্কবার্তায় বলেছে।

সামরিক শাসন থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের অংশ হিসেবে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) একীভূত করার পরিকল্পনা নেওয়া হয়। এরপর দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহের ব্যবধানে বেড়ে যায় উত্তেজনা। গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে শুরু হয় যুদ্ধ।

সুদানে জাতিসংঘের ত্রাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা ক্লেমেন্টাইন এনকোয়েটা-সালামি বলেন, ‘আমরা যৌন নিপীড়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা, জোরপূর্বক গুম, নির্বিচারে আটক এবং মানব ও শিশুদের অধিকারের গুরুতর লঙ্ঘনের নির্মম ও আতঙ্কজনক সব প্রতিবেদন পাচ্ছি।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘যা ঘটছে, তা সম্পূর্ণভাবে খারাপের দিকেই যাচ্ছে। বেসামরিক নাগরিকদের সুরক্ষা এখনো উদ্বেগের প্রধান বিষয়। সুদানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি, প্রায় আড়াই কোটি মানুষের এখন মানবিক সাহায্য এবং সুরক্ষার প্রয়োজন। ৬০ লাখেরও বেশি নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে সুদানের অন্যত্র বা প্রতিবেশী দেশগুলিতে বাস্তুচ্যুত হয়েছে।’

তিনি আরও বলেন, সংঘাতপূর্ণ এলাকায় ৭০ শতাংশেরও বেশি মানুষ স্বাস্থ্য সুবিধাগুলোর বাইরে রয়েছে। এর ফলে কলেরা, ডেঙ্গু, ম্যালেরিয়া ও হামের প্রাদুর্ভাব এবং শিশুদের মধ্যে উচ্চ মাত্রার অপুষ্টি দেখা দিয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে ১ কোটি ২০ লাখ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়ার লক্ষ্য নির্ধারণের কথাও জানান তিনি। পাশাপাশি, আরও ২৬০ কোটি ডলার সহায়তা দেওয়ার আবেদনও করা হয়েছে বলে তিনি জানান।

এনকোয়েটা-সালামি বলেন, দারফুরে জাতিগত সহিংসতার ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। বেসামরিকদের ওপর ক্রমবর্ধমান সহিংসতা এবং আক্রমণ সম্পর্কে উদ্বেগজনক প্রতিবেদন পেয়েছি।

পশ্চিম দারফুরে জাতিগত সহিংসতা ও হত্যাকাণ্ড নতুন করে মাথাচাড়া দিয়েছে বলে জানিয়েছে মধ্য আফ্রিকার দেশ শাদে পালিয়ে যাওয়া সুদানের নাগরিকেরা। তারা জানিয়েছে, পশ্চিম দারফুরের আল জুনায়নায় অবস্থিত সুদানের সেনাবাহিনীর প্রধান সেনা ঘাঁটি দখল করেছে আরএসএফ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত