Ajker Patrika

ব্লাড ক্যানসারে লাগবে না কেমোথেরাপি, দাবি ভারতীয় বিজ্ঞানীদের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১: ০৫
ব্লাড ক্যানসারে লাগবে না কেমোথেরাপি, দাবি ভারতীয় বিজ্ঞানীদের

ব্লাড ক্যানসার নির্মূলে বিকল্প ও কার্যকর একটি চিকিৎসা পদ্ধতি খুঁজে পাওয়ার দাবি করেছেন ভারতীয় চিকিৎসকেরা। তাঁদের দাবি, এই পদ্ধতিতে কেমোথেরাপি ছাড়াই অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকোমিয়া (এপিএল) পুরোপুরিভাবে সারিয়ে তোলা সম্ভব। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের চিকিৎসক দল এ দাবি করেছে। প্রায় ১৫ বছর ধরে এ বিষয়ে গবেষণা করেছেন তাঁরা। এ বিষয়ে ব্রিটিশ জার্নাল অব হেমাটোলজিতে তাঁদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। 

গবেষণায় দাবি করা হয়, বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতে এ ধরনের ক্যানসারের ক্ষেত্রে কোনো কেমোথেরাপি ছাড়াই চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যেসব রোগী অনেক বেশি ঝুঁকিপূর্ণ, তাঁদের ক্ষেত্রে কেমোথেরাপির পাশাপাশি এই পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। 

গবেষণাটিতে ২৫৬ জন এপিএল ক্যানসার রোগী অংশ নেন। অংশ নেওয়ার সাত দিনের মধ্যে ২৫ রোগীর মৃত্যু হলে তাঁদের গবেষণা থেকে বাদ দেওয়া হয়। বাকি সবাই এই পদ্ধতির চিকিৎসায় পুরোপুরি সেরে ওঠেন। বর্তমানে এপিএল ধরনের ক্যানসারের চিকিৎসায় শুধু কেমোথেরাপি ব্যবহার করা হয়। কিন্তু এর পার্শ্বপ্রতিক্রিয়া রোগীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

ব্রিটিশ জার্নাল অব হেমাটোলজিতে প্রকাশিত গবেষণা নিবন্ধে বলা হয়েছে, ‘আমাদের সমীক্ষা দেখায় যে, এটিও বা আর্সেনিক ট্রাইঅক্সাইড এবং এটিআরএ বা অল-ট্রান্স রেটিনোয়িক এডিসের (ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত এক ধরনে ওষুধ) সংমিশ্রণটি অতিরিক্ত কেমোথেরাপি ছাড়াই এর সব ধরনের ঝুঁকির চিকিৎসার জন্য কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত