ডা. মো. মাজহারুল হক তানিম
মেয়েদের শরীরে লোম থাকতে পারে। কিন্তু তা অতি দ্রুত ও মোটা হয়ে পুরুষের লোমের মতো মুখ, পিঠ, বুক এবং শরীরের বিভিন্ন জায়গায় উঠলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের লোমকেই হারসুটিজম বা অবাঞ্ছিত লোম বলে।
কী কী কারণে হতে পারে
মেয়েদের শরীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরন বেড়ে যাওয়া এর অন্যতম কারণ। এ ছাড়া আরও যেসব কারণে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হতে পারে, সেগুলোর মধ্যে আছে, পিসিও এস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি সাধারণত বয়ঃসন্ধিকালে মেয়েদের হতে থাকে। এটি হলে মুখসহ শরীরের অন্য জায়গায়ও অবাঞ্ছিত লোম, অনিয়মিত মাসিক, ব্রণ, অতিরিক্ত ওজন, ওভারিতে সিস্ট এবং গর্ভধারণে সমস্যা হয়ে থাকে।
টিউমারের মতো এড্রেনাল গ্রন্থির কিছু রোগের কারণে বেশি পরিমাণে এড্রোজেন হরমোন নিঃসরণ হলে মেয়েদের শরীরে ছেলেদের মতো লোম গজাতে পারে। এ ছাড়া আরও কিছু বিরল রোগেও এমন হতে পারে।
কুসিং সিনড্রোম নামক রোগে শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায়। এতে এ রোগ হতে পারে।
এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন রং ফরসাকারী ক্রিম অথবা ইনজেকশনের মতো স্টেরয়েডজাতীয় ওষুধ গ্রহণেও মুখে ও শরীরে অতিরিক্ত লোম গজাতে পারে। এই রোগের আরও একটি লক্ষণ হচ্ছে মুখ অথবা শরীর ফুলে যাওয়া, শরীরে লাল দাগ দেখা দেওয়া।
বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অবাঞ্ছিত লোম উঠতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া মিনক্সিডিল, ডানাজল, টেস্টোস্টেরন সেবন করলেও লোম গজাতে পারে।
এ ছাড়া থাইরয়েড হরমোনের তারতম্য, প্রোলাক্টিন হরমোন বেশি থাকার কারণেও অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে মেয়েদের শরীরের বিভিন্ন জায়গায়।
কাদের বেশি হয়
» যাদের এ রোগের পারিবারিক ইতিহাস আছে।
» যাদের ওজন বেশি, তাদের শরীরে ইনসুলিন কাজ করতে পারে না।
কোন ধরনের সমস্যা হতে পারে
» এ লোমের জন্য সামাজিকভাবে হেয় হওয়ায় মানসিক দুশ্চিন্তা হতে পারে।
» এর সঙ্গে যাদের পিসিওডি থাকে, তাদের পরবর্তী সময়ে গর্ভধারণে সমস্যা হতে পারে।
» অতিরিক্ত ওজন থাকলে পরে ডায়বেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে।
প্রতিকার ও চিকিৎসা
অবাঞ্ছিত লোম সাধারণত প্রতিরোধ করা যায় না। তবে ওজন কমালে এটা হওয়ার আশঙ্কা
কমে যায়।
» যে কারণে অবাঞ্ছিত লোম হচ্ছে, তার চিকিৎসা করলে লোম স্থায়ীভাবে ওঠা বন্ধ হতে পারে।
» পুরুষ হরমোন নিঃসরণ বন্ধ করার জন্য বিশেষ কিছু ওষুধ দেওয়া হয়।
» লেজার প্রযুক্তিও সাময়িক মুক্তি দিতে পারে অবাঞ্ছিত লোম থেকে।
লেখক: হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
মেয়েদের শরীরে লোম থাকতে পারে। কিন্তু তা অতি দ্রুত ও মোটা হয়ে পুরুষের লোমের মতো মুখ, পিঠ, বুক এবং শরীরের বিভিন্ন জায়গায় উঠলে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এ ধরনের লোমকেই হারসুটিজম বা অবাঞ্ছিত লোম বলে।
কী কী কারণে হতে পারে
মেয়েদের শরীরে পুরুষ হরমোন টেস্টোস্টেরন বেড়ে যাওয়া এর অন্যতম কারণ। এ ছাড়া আরও যেসব কারণে মেয়েদের মুখে অবাঞ্ছিত লোম হতে পারে, সেগুলোর মধ্যে আছে, পিসিও এস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটি সাধারণত বয়ঃসন্ধিকালে মেয়েদের হতে থাকে। এটি হলে মুখসহ শরীরের অন্য জায়গায়ও অবাঞ্ছিত লোম, অনিয়মিত মাসিক, ব্রণ, অতিরিক্ত ওজন, ওভারিতে সিস্ট এবং গর্ভধারণে সমস্যা হয়ে থাকে।
টিউমারের মতো এড্রেনাল গ্রন্থির কিছু রোগের কারণে বেশি পরিমাণে এড্রোজেন হরমোন নিঃসরণ হলে মেয়েদের শরীরে ছেলেদের মতো লোম গজাতে পারে। এ ছাড়া আরও কিছু বিরল রোগেও এমন হতে পারে।
কুসিং সিনড্রোম নামক রোগে শরীরের কর্টিসল হরমোন বেড়ে যায়। এতে এ রোগ হতে পারে।
এ ছাড়া চিকিৎসকের পরামর্শ ছাড়া বিভিন্ন রং ফরসাকারী ক্রিম অথবা ইনজেকশনের মতো স্টেরয়েডজাতীয় ওষুধ গ্রহণেও মুখে ও শরীরে অতিরিক্ত লোম গজাতে পারে। এই রোগের আরও একটি লক্ষণ হচ্ছে মুখ অথবা শরীর ফুলে যাওয়া, শরীরে লাল দাগ দেখা দেওয়া।
বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অবাঞ্ছিত লোম উঠতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া মিনক্সিডিল, ডানাজল, টেস্টোস্টেরন সেবন করলেও লোম গজাতে পারে।
এ ছাড়া থাইরয়েড হরমোনের তারতম্য, প্রোলাক্টিন হরমোন বেশি থাকার কারণেও অবাঞ্ছিত লোম দেখা দিতে পারে মেয়েদের শরীরের বিভিন্ন জায়গায়।
কাদের বেশি হয়
» যাদের এ রোগের পারিবারিক ইতিহাস আছে।
» যাদের ওজন বেশি, তাদের শরীরে ইনসুলিন কাজ করতে পারে না।
কোন ধরনের সমস্যা হতে পারে
» এ লোমের জন্য সামাজিকভাবে হেয় হওয়ায় মানসিক দুশ্চিন্তা হতে পারে।
» এর সঙ্গে যাদের পিসিওডি থাকে, তাদের পরবর্তী সময়ে গর্ভধারণে সমস্যা হতে পারে।
» অতিরিক্ত ওজন থাকলে পরে ডায়বেটিস, উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে।
প্রতিকার ও চিকিৎসা
অবাঞ্ছিত লোম সাধারণত প্রতিরোধ করা যায় না। তবে ওজন কমালে এটা হওয়ার আশঙ্কা
কমে যায়।
» যে কারণে অবাঞ্ছিত লোম হচ্ছে, তার চিকিৎসা করলে লোম স্থায়ীভাবে ওঠা বন্ধ হতে পারে।
» পুরুষ হরমোন নিঃসরণ বন্ধ করার জন্য বিশেষ কিছু ওষুধ দেওয়া হয়।
» লেজার প্রযুক্তিও সাময়িক মুক্তি দিতে পারে অবাঞ্ছিত লোম থেকে।
লেখক: হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
সারা দেশের সরকারি হাসপাতালগুলোয় আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান পরীক্ষা বিনা মূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগেঅ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে দেশে প্রথমবারের মতো গতকাল বুধবার (১৫ অক্টোবর) পালিত হয়েছে বিশ্ব অ্যানাটমি দিবস বা ‘ওয়ার্ল্ড অ্যানাটমি ডে’।
১৯ ঘণ্টা আগেমুগদার ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সিঁড়িতেই গা ছেড়ে দিয়েছিলেন ডেঙ্গু আক্রান্ত অশীতিপর নবারুণ দাস। সঙ্গে থাকা পুত্রবধূ রমা দাসকে জিজ্ঞেস করে জানা গেল, তাঁরা এসেছেন মুন্সিগঞ্জ থেকে। সেখানকার চিকিৎসক পাঠিয়েছেন ঢাকায়। সিট খালি না থাকায় তাঁদের অপেক্ষা করতে হচ্ছে।
১ দিন আগেএশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিকেল ফিজিকস (এএফওএমপি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মেডিকেল ফিজিকস বিশেষজ্ঞ প্রফেসর ড. হাসিন অনুপমা আজহারি। এই নির্বাচনের মাধ্যমে তিনি এএফওএমপির ইতিহাসে প্রথম বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী হিসেবে মর্যাদাপূর্
৪ দিন আগে