Ajker Patrika

সাইনোসাইটিসে ধুলাবালি ও ধোঁয়া এড়িয়ে চলবেন

ডা. তাহমিদা খানম
সাইনোসাইটিসে ধুলাবালি ও ধোঁয়া এড়িয়ে চলবেন

প্রশ্ন: আমার ডান হাতের তর্জনী ও মধ্যমায় কয়েক মাস ধরে সমস্যা অনুভব করছি। পেশাগত কারণে দিনের বেশির ভাগ সময় কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করতে হয়।

এই দুই আঙুলের ডগার অনুভূতি এখন খুব একটা নেই। আঙুল দিয়ে জোরে চাপ দিলে বুঝতে পারি, কোনো একটা চাপ অনুভব হচ্ছে। কিন্তু এর বাইরে এখানে স্পর্শ করলে টের পাচ্ছি না। কী কারণে হতে পারে? এর সমাধান জানালে ভালো হয়।
জবা রায়, রংপুর

আপনার ডান হাতের তর্জনী ও মধ্যমার অনুভূতি সঞ্চালনকারী স্নায়ু সম্ভবত আঘাতপ্রাপ্ত হয়েছে। এটি কবজিতে হওয়ার আশঙ্কা বেশি। পেশাগত কাজ এ ক্ষেত্রে দায়ী হতে পারে। এ ছাড়া আপনার সাম্প্রতিক সময়ে ওজন বেড়েছে কি না, সেটা লক্ষ করুন। ডায়াবেটিস আছে কি না, সেটি উল্লেখ করেননি। কোনো অস্থিসন্ধি (জয়েন্ট) অতিরিক্ত ব্যবহার করলে সেখানে অবস্থিত স্নায়ু চাপ খেতে পারে এবং এ ধরনের সমস্যা হয়। এ ছাড়া ওজন বৃদ্ধি, ডায়াবেটিস 
ও থাইরয়েড হরমোন কম থাকলেও এ ধরনের সমস্যা হয়। আপনি একজন মেডিসিন বিশেষজ্ঞ অথবা নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারেন। 

ডা. তাহমিদা খানমপ্রশ্ন: আমার বয়স ২৭ বছর। বেশির ভাগ সময় জুতা পরায় পায়ের আঙুলগুলোতে কালো দাগ পড়েছে; বিশেষ করে অনামিকা ও কনিষ্ঠ আঙুলে কড়া পড়ে গেছে। চাকরি করার কারণে যত্ন নিতে পারি না ঠিকমতো। এমন অবস্থায় দাগ মুছে ফেলতে করণীয় কী?
জিন্নাত আরা ঋতু, ঢাকা

আপনি আরামদায়ক ও নরম জুতা ব্যবহার করুন। ত্বক যেন শুষ্ক না থাকে, সে জন্য গ্লিসারিন বা পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন। কোনো বিশেষ চর্মরোগের কারণে যদি এই পরিবর্তন হয়, তাহলে সেই অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

প্রশ্ন: শীতের আগে ও বসন্তের সময়টায় মাথা খুব ব্যথা করে। আমার ধারণা, ধুলা এর কারণ। এ সময় মাথা খুব ভারী হয়ে থাকে। মাথা নাড়ালে মনে হয় যেন ভেতরে কিছু নড়ছে। আমি এখন কী করতে পারি। প্যারাসিটামল ছাড়া তেমন কোনো ওষুধ খাই না।
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

আপনি সম্ভবত ক্রনিক বা দীর্ঘমেয়াদি সাইনোসাইটিস রোগে ভুগছেন। ধুলাবালি ও ধোঁয়া এড়িয়ে চলবেন। ঠান্ডা যেন না লাগে, সেদিকে লক্ষ রাখতে হবে। ৫০০ মিলি গরম পানিতে ২ থেকে ৩ টুকরো মেনথল দিয়ে দিনে তিনবার ভাপ নেবেন। উন্নতি না হলে একজন নাক কান গলাবিশেষজ্ঞ দেখাতে হবে।

পরামর্শ দিয়েছেন, ডা. তাহমিদা খানম, মেডিসিন বিশেষজ্ঞ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত