Ajker Patrika

প্রি-ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে যা করবেন

লিনা আক্তার
আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৯: ২৬
প্রি-ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে যা করবেন

সুষম খাবার ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে প্রি-ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

প্রি-ডায়াবেটিস প্রতিরোধ যেভাবে

ঝুঁকিপূর্ণ কারণ বের করুন
চিকিৎসকের সহায়তায় প্রি-ডায়াবেটিস হওয়ার ঝুঁকিপূর্ণ কারণ যেমন বিএমআই, পারিবারিক ইতিহাস, কম শারীরিক পরিশ্রম, ধূমপান, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বির মাত্রা বেশি, পিসিওস, বেশি ওজনের সন্তান প্রসব, জিডিএম খুঁজে বের করুন। 

খাদ্য নিয়ন্ত্রণ

  • শর্করাবহুল খাবার যেমন চাল ও আটা দিয়ে তৈরি খাবার, মিষ্টি ফল ইত্যাদি হিসাব করে খেতে হবে।
  • আঁশবহুল খাবার যেমন ডাল, শাকসবজি, টক ফল ইত্যাদি বেশি খেতে শুরু করুন।
  • স্যাচুরেটেড ফ্যাট যেমন ঘি, মাখন, ডালডা কম ব্যবহার করে এর পরিবর্তে সয়াবিন, ক্যানোলা, সূর্যমুখী তেল ইত্যাদি ব্যবহার করুন।
  • বেশি পরিমাণে মাছ, চামড়া ছাড়া মুরগির মাংস খান এবং লাল মাংস কম খাওয়ার অভ্যাস করুন। এ ছাড়া ডিম সেদ্ধ ও পরিমাণমতো দুধ খাবেন।
  • চিনি ও মিষ্টিজাতীয় খাবার বাদ দিন।
  • প্রতিদিন একটি করে ভিটামিন ‘সি’জাতীয় ফল খান যেমন লেবু, আমড়া, আমলকী, জাম্বুরা ইত্যাদি।
  • সব ধরনের শাক খান।
  • কম ক্যালরি ও কম গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত খাবার বেছে নিন যেমন লাউ, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙে ইত্যাদি।
  • বর্জন করুন ফাস্ট ফুড, কোমল পানীয়, বেশি তেলে ভাজা খাবার। এগুলোর পরিবর্তে সেদ্ধ, ঝোল, ভাপা, গ্রিল করে খাবার খান।  
  • রান্নায় খুব বেশি লবণ বা পাতে লবণ খাবেন না। 

শারীরিক পরিশ্রম ও ব্যায়াম
সপ্তাহে পাঁচ দিন ৩০ মিনিট করে দ্রুত হাঁটুন। একসঙ্গে ৩০ মিনিট না পারলে ১০ মিনিট করে দিনে তিনবার হাঁটুন। 

ওজন কমান
ওজন ঠিক রাখা প্রি-ডায়াবেটিসের একটি গুরুত্বপূর্ণ বিষয়। শরীরে ওজন বেশি থাকলে ন্যূনতম ৫ থেকে ১০ শতাংশ প্রি-ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও সাহায্য করে। 

ধূমপান-তামাক সেবন বন্ধ করুন 
ধূমপান প্রি-ডায়াবেটিসের জটিলতা বাড়িয়ে তুলবে। তামাক এড়ানোর মাধ্যমে প্রি-ডায়াবেটিস হওয়ার জটিলতা প্রায় ৩০ শতাংশ কমিয়ে আনা সম্ভব। 

টিপস

  • প্রি-ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তিকে সুষম খাবার, নিয়মিত ব্যায়াম ও শৃঙ্খলা মেনে চলতে হবে।
  • ঘুমকে অগ্রাধিকার দিন।
  • অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত