Ajker Patrika

বিভিন্ন কারণে হাত-পা ঠান্ডা হতে পারে

লে. কর্নেল ডা. নাসির উদ্দিন আহমদ
বিভিন্ন কারণে হাত-পা ঠান্ডা হতে পারে

অনেকের হাত-পা বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। ঠান্ডা হাওয়ার সংস্পর্শে এলে পা শীতল হবে, এটা স্বাভাবিক বিষয়। শীতের প্রকোপ ছাড়াও অনেক রোগব্যাধিতে এমনটি হতে পারে।

ডায়াবেটিস, হৃদ্‌রোগ, রক্তশূন্যতা, হাইপোথাইরয়েডিজম, রেনোডস সিনড্রোম, প্রান্তীয় স্নায়বিক রোগ, প্রান্তীয় রক্তনালির রোগ থাকলে এমনটি হতে পারে। এ ছাড়া ভয়, আতঙ্ক, মানসিক আঘাত থাকলে রক্তে বেড়ে যায় অ্যাড্রেনালিন নামক হরমোন।

এটি রক্তনালি সাময়িক সময়ের জন্য সরু করে দেয় বলে পায়ে রক্তপ্রবাহ কমে যায়। ফলে পা ঠান্ডা হয়ে আসে।

হৃদ্‌রোগে রক্তসঞ্চালনের ক্ষমতা কমে যায়। শরীরে রক্ত সরবরাহ কম হলে পায়ে এর প্রভাব পড়ে বেশি। রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে রক্তনালি সরু হয়ে যায়। এ ছাড়া এতে রক্তনালির স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায়। ডায়াবেটিসে প্রান্তীয় স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়। এগুলো সবই ঠান্ডা করে দিতে পারে পা।

হিমোগ্লোবিনের অন্যতম প্রধান কাজ হচ্ছে অক্সিজেন বহন করা। রক্তশূন্যতার কারণে শরীরে পর্যাপ্ত অক্সিজেন বাহিত হতে না পারলেও হাত-পা ঠান্ডা হতে পারে।

হাইপোথাইরয়েডিজমের ফলে শরীরে বিপাকীয় কার্যক্রম ব্যাহত হয়। শরীরে ক্যালরি কম উৎপন্ন হয়। ফলে শরীরে অসংখ্য লক্ষণ প্রকাশ পায়। ঠান্ডা সহ্য করার ক্ষমতা হ্রাস পাওয়া এই রোগের অন্যতম প্রধান লক্ষণ।

রেনোডস সিনড্রোমে রক্তনালি খুব বেশি আক্রান্ত হয়। শীতের কনকনে ঠান্ডা হাওয়ায় সাময়িকভাবে এমনকি রক্তচলাচল বন্ধ হয়ে যেতে পারে। হাত-পায়ের আঙুল ফ্যাকাশে কিংবা নীলাভ বর্ণ ধারণ করে। এ রোগে অনেক ক্ষেত্রে আঙুলের প্রান্তভাগে আলসার দেখা দেয়। এমনকি গ্যাংগ্রিন সৃষ্টি হতে পারে।

কিছু কিছু রোগে প্রান্তীয় রক্তনালি সরু হয়ে যায়। এগুলোকে বলে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ। ধূমপায়ী পুরুষের এ রোগ বেশি হয়ে থাকে। এতে পা ঠান্ডা হয়ে যায়। হাঁটলে পায়ের মাংসপেশিতে ব্যথা অনুভূত হয়। গ্যাংগ্রিন হওয়ার কারণে পা কেটে ফেলতে হয়।

যেসব লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, সেগুলো হলো:

» অস্থিসন্ধিতে ব্যথা
» আঁটসাঁট চামড়া 
» ত্বকের রং বদল 
» অনুভূতি শক্তি হ্রাস 
» আলসার 
» স্নায়বিক দুর্বলতা 
» ওপরে বর্ণিত যেকোনো রোগের উপস্থিতি

করণীয়
» রক্তচলাচল বাড়াতে হাঁটুন এবং শরীরচর্চা করুন। এতে শরীর গরম হবে, উত্তাপ ছড়িয়ে পড়বে পায়ে। 
» শীতের সময় মোজা পরুন হাতে-পায়ে। 
» অজু কিংবা গোসলের সময় গরম পানি ব্যবহার করুন। 
» পা ঠান্ডা হলে গরম পানিতে পা ডুবিয়ে রাখুন ১০ থেকে ১৫ মিনিট। এতে রক্তসঞ্চালন বেড়ে যাবে। 
» গরম পানির ব্যাগ ব্যবহার করা যেতে পারে। 
» ধূমপান, অ্যালকোহল, অতিরিক্ত কফি থেকে নিজেকে দূরে রাখুন। 
» কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখুন। 
» মানসিক সমস্যা মুক্ত থাকুন। 
» আয়রন, ভিটামিন, ফলিক অ্যাসিড রক্তসঞ্চালনে সাহায্য করে। এগুলো যোগ করুন খাদ্যতালিকায়।

পরামর্শ দিয়েছেন: লে. কর্নেল ডা. নাসির উদ্দিন আহমদ, মেডিসিন স্পেশালিস্ট ও এন্ডোক্রাইনোলজিস্ট, সিএমএইচ, বরিশাল 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত