Ajker Patrika

৪ মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল!

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৩
৪ মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল!

করোনাভাইরাস শনাক্তের জন্য নতুন একটি পদ্ধতি বের করেছেন চীনের বিজ্ঞানীরা। এর মাধ্যমে চার মিনিটে পাওয়া যাবে করোনা পরীক্ষার ফল। আর এই ফলাফল পিসিআর টেস্টের মতোই সঠিক। 

পিসিআর পরীক্ষা করোনা পরীক্ষার জন্য সবচেয়ে নির্ভুল এবং সংবেদনশীল পদ্ধতি হিসেবে বিবেচিত হয়। তবে এটির ফল পেতে সাধারণত কয়েক ঘণ্টা সময় লাগে।

করোনার অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে বেড়েছে করোনা পরীক্ষার হার। চীনের সাংহাইয়ের ফুদান ইউনিভার্সিটির বিজ্ঞানীরা জানিয়েছেন যে তাঁরা দ্রুত করোনাভাইরাস শনাক্তের জন্য একটি উপায় বের করেছেন। 

গতকাল সোমবার পিয়ার রিভিউ হওয়া একটি গবেষণা নেচার বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত হয়। ওই গবেষণায় বলা হয়, এই পদ্ধতিতে নমুনার জেনেটিক উপাদান বিশ্লেষণ করতে মাইক্রোইলেক্ট্রনিক্স ব্যবহার করা হয়। এটির মাধ্যমে কম সময়ে করোনা শনাক্ত করা যেতে পারে। 

গবেষকেরা বলেন, ‘করোনা শনাক্তকরণের জন্য প্রচলিত ডিভাইসে একটি ইলেক্ট্রোমেকানিক্যাল বায়োসেন্সর প্রয়োগ করেছি। এটি চার মিনিটেরও কম সময়ে করোনা শনাক্ত করে।’ 

গবেষকেরা বলেছেন যে তাঁদের পদ্ধতিটি পরিচালনায় সহজ। এটি সহজে বহনযোগ্য ও দ্রুত ফল প্রদান করে। 

সাংহাইয়ের ৩৩টি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে এই নতুন পদ্ধতিতে। পাশাপাশি তাঁদের নমুনার পিসিআর ল্যাবে পরীক্ষা করা হয়। এই দুটি পরীক্ষার ফল এক রকমই এসেছে। 

এ ছাড়া গবেষণায় আরও ৫৪ ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে, যাদের করোনা না থাকলেও জ্বর ও ইনফ্লুয়েঞ্জা ছিল। এদের ক্ষেত্রেও কোনো মিথ্যা ফল আসেনি। 

গবেষকেরা বলেছেন, তাঁদের টেস্টিং ডিভাইসটি বিমানবন্দর, হাসপাতাল, এমনকি বাড়িতেও দ্রুত পরীক্ষার জন্য ব্যবহার করা যেতে পারে। 

পিসিআর পরীক্ষা শুধু ধীরগতির নয়, এর জন্য ল্যাব অবকাঠামোরও প্রয়োজন, যা অনেক দেশেরই কম রয়েছে। 

উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে বেশি করোনা পরীক্ষার কিট তৈরি করে চীন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সোশ্যাল মিডিয়ায় বিবাদে জড়ালেন বাঁধন ও সাবা

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত