Ajker Patrika

ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৫৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীরা। ছবি: হাসান রাজা
রাজধানী মুগদা জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি রোগীরা। ছবি: হাসান রাজা

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে। সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। একই সময় ডেঙ্গু নিয়ে আরও ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের। এই বিভাগের হাসপাতালে ১২৮ জন রোগী ভর্তি হয়েছে। এ ছাড়া রাজধানীর ১৮ সরকারি ও ৫৯ বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ জন, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৩৯, ময়মনসিংহে ১১, চট্টগ্রামে ৪১, খুলনায় ৩০, রাজশাহীতে ৫৭ ও রংপুরে ২ জন।

গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। চলতি বছরের এ যাবৎ ১৩ হাজার ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয় ১৪ হাজার ৪৬০ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী। আর মারা গেছে ৫৫ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগী।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে। ওই মাসে ১৯ জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আর জুলাইয়ের ১২ দিনে মারা গেছে ১৩ জন ডেঙ্গু রোগী। জুলাইয়ের ১২ দিনে ৪ হাজার ১৬৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

গত জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১ হাজার ৭৭৩ ও জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ এবং মে মাসে ৩ জনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পারটেক্স এমডি রুবেল আজিজের ১১৬ কোটি টাকার সম্পত্তি নিলামে তুলছে ব্যাংক এশিয়া

মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার আসামি দুই ভাই নেত্রকোনায় গ্রেপ্তার

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধরের পর বললেন, ‘আমি যুবদলের সভাপতি, জানস?’

যশোরে কেন্দ্রের ভুলে বিজ্ঞানের ৪৮ জন ফেল, সংশোধনে জিপিএ-৫ পেল সবাই

গণভবনকে বাস্তিল দুর্গের সঙ্গে তুলনা করলেন ফরাসি রাষ্ট্রদূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত