ভক্তরা এমন দাবি প্রায়ই করেন যে, টেলর সুইফটের গান তাদের মাঝে প্রাণের সঞ্চার করে। এবার বিজ্ঞানও তাদের মতের পক্ষে রায় দিয়েছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুইফটের ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে যে গতির বিট ব্যবহার করা হয়েছে তা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিকে সিপিআর দেওয়ার গতির সঙ্গে মিলে যায়।
এ বিষয়ে সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে প্রতি মিনিটে ১১০ বার বিট বাজে। আর এটাই হলো হৃদ্যন্ত্রের সঠিক মাত্রার কম্পন।
একটি ইনস্টাগ্রাম পোস্টে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যদি কেউ হৃদ্রোগে আক্রান্ত হন তবে তার প্রাথমিক চিকিৎসায় যেন সুইফটের গানটিকে ব্যবহার করা হয়।
বলা হয়েছে, ‘যদি আপনি দেখেন যে, কোনো কিশোর কিংবা কোনো যুবা হৃদ্রোগে আক্রান্ত হয়েছে তবে কল করুন ৯১১-এ। তারপর বুকের মাঝখানে দ্রুত এবং সজোরে চাপ দিতে থাকুন। এ ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার বিট বাজে এমন গান-বিশেষ করে সুইফটের দ্য ম্যান গানটি আপনাকে সঠিক তাল দিতে সহযোগিতা করবে।’
সুইফটের গানটি ছাড়াও ১০০ থেকে ১২০ বিটের মধ্যে বি-গিস এর ‘স্টে-ইন অ্যালাইভ’, বিয়োন্সের ‘ক্রেজি লাভ’ এবং অ্যাবার ‘ডেন্সিং কুইন’ গানগুলোও রয়েছে।
টেলর সুইফট বর্তমানে তার বহুল আলোচিত ‘ইরাস ট্যুর’ এর মাঝামাঝি পর্যায়ে আছেন। এই ট্যুরের অংশ হিসেবে আমেরিকার বিভিন্ন শহরে এক সপ্তাহ পর পর মোট ছয়টি কনসার্টে অংশ নেবেন সুইফট। প্রত্যেকটি কনসার্টেই ভক্তরা উপচে পড়ছেন স্টেডিয়ামগুলোতে। অগ্রিম টিকিট চেয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই।
গুঞ্জন চলছে, অভিনেতা জো অ্যালবিনের সঙ্গে ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ৩৩ বছরের সুইফট বর্তমানে ব্রিটিশ গায়ক মেট হিলির সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন।
ভক্তরা এমন দাবি প্রায়ই করেন যে, টেলর সুইফটের গান তাদের মাঝে প্রাণের সঞ্চার করে। এবার বিজ্ঞানও তাদের মতের পক্ষে রায় দিয়েছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, সুইফটের ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে যে গতির বিট ব্যবহার করা হয়েছে তা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিকে সিপিআর দেওয়ার গতির সঙ্গে মিলে যায়।
এ বিষয়ে সোমবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ম্যান’ শিরোনামের গানটিতে প্রতি মিনিটে ১১০ বার বিট বাজে। আর এটাই হলো হৃদ্যন্ত্রের সঠিক মাত্রার কম্পন।
একটি ইনস্টাগ্রাম পোস্টে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যদি কেউ হৃদ্রোগে আক্রান্ত হন তবে তার প্রাথমিক চিকিৎসায় যেন সুইফটের গানটিকে ব্যবহার করা হয়।
বলা হয়েছে, ‘যদি আপনি দেখেন যে, কোনো কিশোর কিংবা কোনো যুবা হৃদ্রোগে আক্রান্ত হয়েছে তবে কল করুন ৯১১-এ। তারপর বুকের মাঝখানে দ্রুত এবং সজোরে চাপ দিতে থাকুন। এ ক্ষেত্রে প্রতি মিনিটে ১০০ থেকে ১২০ বার বিট বাজে এমন গান-বিশেষ করে সুইফটের দ্য ম্যান গানটি আপনাকে সঠিক তাল দিতে সহযোগিতা করবে।’
সুইফটের গানটি ছাড়াও ১০০ থেকে ১২০ বিটের মধ্যে বি-গিস এর ‘স্টে-ইন অ্যালাইভ’, বিয়োন্সের ‘ক্রেজি লাভ’ এবং অ্যাবার ‘ডেন্সিং কুইন’ গানগুলোও রয়েছে।
টেলর সুইফট বর্তমানে তার বহুল আলোচিত ‘ইরাস ট্যুর’ এর মাঝামাঝি পর্যায়ে আছেন। এই ট্যুরের অংশ হিসেবে আমেরিকার বিভিন্ন শহরে এক সপ্তাহ পর পর মোট ছয়টি কনসার্টে অংশ নেবেন সুইফট। প্রত্যেকটি কনসার্টেই ভক্তরা উপচে পড়ছেন স্টেডিয়ামগুলোতে। অগ্রিম টিকিট চেয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই।
গুঞ্জন চলছে, অভিনেতা জো অ্যালবিনের সঙ্গে ছয় বছরের সম্পর্ক চুকিয়ে ৩৩ বছরের সুইফট বর্তমানে ব্রিটিশ গায়ক মেট হিলির সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন।
পুরুষদের জন্য নিরাপদ, কার্যকর ও হরমোনবিহীন জন্মনিয়ন্ত্রণ বড়ির পরীক্ষায় মিলেছে বড় সাফল্য। এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৬ জন পুরুষ। এই ধাপে ওষুধটি শরীরে যথাযথ মাত্রায় পৌঁছায় কি না এবং এটি হৃদস্পন্দন, হরমোন, প্রদাহ, মেজাজ কিংবা যৌনক্ষমতার ওপর কোনো গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টি করে কি না—তা পর্যবেক্ষণ
২ ঘণ্টা আগেবাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চার দেশ—শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের মানুষদের আল্ট্রাপ্রসেসড ফুড বা অতি-প্রক্রিয়াজাত খাবার গ্রহণের প্রবণতা অনেক বেশি। এই অঞ্চলের বেশির ভাগ মানুষ, দিনের কোনো না কোনো পর্যায়ে এ ধরনের খাবার গ্রহণ করেন। গবেষণায় উঠে এসেছে যে, এই চার দেশের মানুষের একটা বড় অংশই তাদের...
৭ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারা দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
২০ ঘণ্টা আগেদেশে ডেঙ্গুর প্রকোপ ও করোনার নতুন উপধরনের সংক্রমণের মধ্যে দুটি রোগের চিকিৎসায় নতুন নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ‘ডেঙ্গু ও কোভিড চিকিৎসায় নির্দেশনাবলি’ আজ রোববার (২০ জুলাই) প্রকাশ করা হয়েছে।
৩ দিন আগে