ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ সাফল্যকে কেন্দ্র করে ফেসবুকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ভালো খেলেছেন। তিনি তাঁদের ২০ লাখ টাকা দেবেন।
১৭ ডিসেম্বর মোহাম্মদ আবু বকর নামের ফেসবুক পেজ থেকে দেওয়া এমন এক পোস্টে আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে কমেন্ট পড়েছে প্রায় ১৮০টি। এসব কমেন্টে নেটিজেনরা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেওয়ার পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের জন্য কোনো অর্থ পুরস্কার ঘোষণা দেননি।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, অন্তত ১৭ ডিসেম্বর থেকে নাজমুল হাসান পাপনের ঘোষণা দাবিতে প্রচারিত মন্তব্যটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়। তবে ওই দিন বিসিবি সভাপতি পাপনের এমন কোনো ঘোষণার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতেও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
বরং সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল শেষে ১৮ ডিসেম্বর বিকেলে দেশে ফিরেন যুবারা। বিসিবি সূত্রে সংবাদমাধ্যমগুলো জানায়, তাঁদের নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিনার করবেন।
এ নিয়ে আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখুন
পরে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের নিয়ে ডিনারের আয়োজন করেন নাজমুল হাসান পাপন। ডিনার শেষে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। এ সময় যুবাদের বোনাস দেওয়া নিয়ে পাপন বলেন, ‘ওরা মাত্র খেলা শুরু করেছে। শিখছে। এ সময়ে ওদের মাথায় টাকাপয়সা আসা উচিত না। যখন সময় হবে বিসিবি ওদের দেখবে।’
সাংবাদিকদের সঙ্গে নাজমুল হাসান পাপনের এ কথোপকথন ফেসবুকে লাইভও প্রচার করে আজকের পত্রিকা। এই লাইভেও যুবাদের জন্য পাপনের অর্থ পুরস্কার ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি।
উপরোক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট যে নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য ২০ লাখ টাকা বা কোনো আর্থিক পুরস্কার ঘোষণা দেননি।
সিদ্ধান্ত
১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশি যুবাদের এ অর্জনকে কেন্দ্র করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে, নাজমুল হাসান পাপন এমন কোনো ঘোষণা দেননি।
সম্প্রতি আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এ সাফল্যকে কেন্দ্র করে ফেসবুকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরা ভালো খেলেছেন। তিনি তাঁদের ২০ লাখ টাকা দেবেন।
১৭ ডিসেম্বর মোহাম্মদ আবু বকর নামের ফেসবুক পেজ থেকে দেওয়া এমন এক পোস্টে আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত প্রায় সাড়ে ৮ হাজার রিঅ্যাকশন পড়েছে। এতে কমেন্ট পড়েছে প্রায় ১৮০টি। এসব কমেন্টে নেটিজেনরা অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের অর্থ পুরস্কার দেওয়ার পক্ষে-বিপক্ষে মন্তব্য করতে দেখা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের জন্য কোনো অর্থ পুরস্কার ঘোষণা দেননি।
দাবিটির সত্যতা যাচাইয়ে দেখা যায়, অন্তত ১৭ ডিসেম্বর থেকে নাজমুল হাসান পাপনের ঘোষণা দাবিতে প্রচারিত মন্তব্যটি ফেসবুকে খুঁজে পাওয়া যায়। তবে ওই দিন বিসিবি সভাপতি পাপনের এমন কোনো ঘোষণার ব্যাপারে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া ফেসবুকে প্রচারিত পোস্টগুলোতেও কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
বরং সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল শেষে ১৮ ডিসেম্বর বিকেলে দেশে ফিরেন যুবারা। বিসিবি সূত্রে সংবাদমাধ্যমগুলো জানায়, তাঁদের নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ডিনার করবেন।
এ নিয়ে আজকের পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখুন
পরে গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের নিয়ে ডিনারের আয়োজন করেন নাজমুল হাসান পাপন। ডিনার শেষে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পাপন। এ সময় যুবাদের বোনাস দেওয়া নিয়ে পাপন বলেন, ‘ওরা মাত্র খেলা শুরু করেছে। শিখছে। এ সময়ে ওদের মাথায় টাকাপয়সা আসা উচিত না। যখন সময় হবে বিসিবি ওদের দেখবে।’
সাংবাদিকদের সঙ্গে নাজমুল হাসান পাপনের এ কথোপকথন ফেসবুকে লাইভও প্রচার করে আজকের পত্রিকা। এই লাইভেও যুবাদের জন্য পাপনের অর্থ পুরস্কার ঘোষণার কোনো তথ্য পাওয়া যায়নি।
উপরোক্ত বিষয়গুলো থেকে স্পষ্ট যে নাজমুল হাসান পাপন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য ২০ লাখ টাকা বা কোনো আর্থিক পুরস্কার ঘোষণা দেননি।
সিদ্ধান্ত
১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বাংলাদেশি যুবাদের এ অর্জনকে কেন্দ্র করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের একটি মন্তব্য প্রচার করে দাবি করা হচ্ছে, তিনি অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। অনুসন্ধানে দেখা গেছে, নাজমুল হাসান পাপন এমন কোনো ঘোষণা দেননি।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১০ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫