Ajker Patrika

প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নতুন ৫০ টাকার নোট আসার দাবিটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৫: ৫৮
প্রধানমন্ত্রীর ছবিযুক্ত নতুন ৫০ টাকার নোট আসার দাবিটি সঠিক নয়

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ৫০ টাকার একটি নোটের ছবি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘৫০ টাকার নতুন নোট।’ আজ মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের প্রায় ৬ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘জাগ্রত রাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। নোটটির এক পৃষ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর পৃষ্ঠে মেট্রো রেলের ছবি রয়েছে। 

বিজ্ঞান ও বিস্ময় গ্রুপের পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ৭৮ টি। এটি ছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে একই দাবিতে নোটের ছবিটি পোস্ট করা হয়েছে। 

ভাইরাল নোটটির সত্যতা অনুসন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত অংশটিতে ‘স্মারক নোট, বিনিময়যোগ্য নয়’— এমন লেখা রয়েছে।

পরে ভাইরাল নোটটি রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকনোটস অ্যান্ড কয়েনস বিভাগে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে ভাইরাল নোটটির অনুরূপ একটি নোট সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন। 

নতুন ৫০ টাকার নোটটি দেশে প্রথম মেট্রোরেল চালুর সময় অবমুক্ত হওয়া স্মারক নোট। ছবি: বাংলাদেশ ব্যাংক প্রসঙ্গত, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। ৫০ টাকার নতুন নোট দাবিতে ভাইরাল নোটটিও এমন একটি স্মারক নোট। এই নোট দিয়ে কোনো বাণিজ্যিক লেনদেন করা যায় না।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত