ফ্যাক্টচেক ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ৫০ টাকার একটি নোটের ছবি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘৫০ টাকার নতুন নোট।’ আজ মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের প্রায় ৬ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘জাগ্রত রাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। নোটটির এক পৃষ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর পৃষ্ঠে মেট্রো রেলের ছবি রয়েছে।
বিজ্ঞান ও বিস্ময় গ্রুপের পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ৭৮ টি। এটি ছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে একই দাবিতে নোটের ছবিটি পোস্ট করা হয়েছে।
ভাইরাল নোটটির সত্যতা অনুসন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত অংশটিতে ‘স্মারক নোট, বিনিময়যোগ্য নয়’— এমন লেখা রয়েছে।
পরে ভাইরাল নোটটি রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকনোটস অ্যান্ড কয়েনস বিভাগে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে ভাইরাল নোটটির অনুরূপ একটি নোট সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
প্রসঙ্গত, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। ৫০ টাকার নতুন নোট দাবিতে ভাইরাল নোটটিও এমন একটি স্মারক নোট। এই নোট দিয়ে কোনো বাণিজ্যিক লেনদেন করা যায় না।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত ৫০ টাকার একটি নোটের ছবি ভাইরাল হয়েছে। ছবিটির ক্যাপশনে লেখা আছে, ‘৫০ টাকার নতুন নোট।’ আজ মঙ্গলবার (১২ মার্চ) ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের প্রায় ৬ লাখ সদস্যের একটি ফেসবুক গ্রুপে ‘জাগ্রত রাকিব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। নোটটির এক পৃষ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অপর পৃষ্ঠে মেট্রো রেলের ছবি রয়েছে।
বিজ্ঞান ও বিস্ময় গ্রুপের পোস্টটিতে রিয়েকশন পড়েছে ১ হাজারের বেশি, মন্তব্য পড়েছে ৭৮ টি। এটি ছাড়াও বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ ও অ্যাকাউন্ট থেকে একই দাবিতে নোটের ছবিটি পোস্ট করা হয়েছে।
ভাইরাল নোটটির সত্যতা অনুসন্ধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত অংশটিতে ‘স্মারক নোট, বিনিময়যোগ্য নয়’— এমন লেখা রয়েছে।
পরে ভাইরাল নোটটি রিভার্স ইমেজ অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ব্যাংকনোটস অ্যান্ড কয়েনস বিভাগে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওয়েবসাইটে ভাইরাল নোটটির অনুরূপ একটি নোট সম্পর্কে বলা হয়েছে, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকা মূল্যমানের একটি স্মারক নোট মুদ্রণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওইদিন স্মারক নোটটি আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করেন।
প্রসঙ্গত, কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, স্থান ও ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য কোনো প্রতীকী ধাতব মুদ্রা বা কাগজের নোট ছাপে, সেটিকেই স্মারক মুদ্রা বা নোট বলে। ৫০ টাকার নতুন নোট দাবিতে ভাইরাল নোটটিও এমন একটি স্মারক নোট। এই নোট দিয়ে কোনো বাণিজ্যিক লেনদেন করা যায় না।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
২০ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫