Ajker Patrika

ফ্যাক্টচেক /সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

ফ্যাক্টচেক  ডেস্ক
সেলুনে বডি ম্যাসাজ করার সময় ঘাড়ের রগ ছিঁড়ে মৃত্যুর দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট
সেলুনে বডি ম্যাসাজ করার সময় ঘাড়ের রগ ছিঁড়ে মৃত্যুর দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

সেলুন ঘাড় ম্যাসাজ করার সময় ঘাড়ের রগ ছিঁড়ে মৃত্যু হয়েছে—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। তাতে দেখ যাচ্ছে, সেলুনের ভেতর এক যুবক চেয়ারে বসা আরেকজনের মাথা ম্যাসাজ করছেন। আর মাঝবয়সী ব্যক্তি পেছনে বসে সংবাদপত্র পড়ছিলেন। হঠাৎই চেয়ারে বসা ব্যক্তি নিস্তেজ হয়ে যান।

‘Md Razu Talukdar Razu’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৮ মার্চ বেলা ২টা ১৫ মিনিটে প্রকাশিত পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘চুল কাটতে গেলে সবাই এই মেসেজ থেকে বিরত থাকবেন।’ (বানান অপরিবর্তিত)

আজ শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত ভিডিওটি ৩৫ লাখ বার দেখা হয়েছে এবং রিঅ্যাকশন পড়েছে ২ হাজার ৪০০। পোস্টটিতে ১০৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ১৬ হাজার। এসব কমেন্টে একজন এটিকে অভিনয় বলে উল্লেখ করেছেন। এ ছাড়া অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছেন।

MD AL Amin নামে একটি অ্যাকাউন্ট লিখেছে, ‘দুঃখজনক ব্যাপার।’ (বানান অপরিবর্তিত) Reyaz Kazi লিখেছে, ‘ইনার মৃত্যু ছিল তাই হইছে।’

এ ছাড়া ‘আবাসন ব্যবসা চট্টগ্রাম’, ‘মোঃ ওমর ফারুক কুমিল্লা’, ও ‘Susanta Kumar Das’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ‘3 RD EYE’ নামে একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৯ নভেম্বর প্রকাশিত। এই ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর সেলুনের দৃশ্য, চেয়ারে বসা ও মাথা ম্যাসেজ করা ব্যক্তি, তাঁদের পোশাকের সাদৃশ্য পাওয়া যায়।

ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে 3 RD EYE নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে 3 RD EYE নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ভিডিওর ডেসক্রিপশন থেকে জানা যায়, এই ইউটিউব চ্যানেল বিভিন্ন পরিস্থিতিতে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে কাল্পনিক ও অনুকরণের মাধ্যমে নাটিকা তৈরি করে থাকে। এসব ছোট নাটিকা শুধু বিনোদনের উদ্দেশ্যে তৈরি হয়।

এ ছাড়া 3 RD EYE নামের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২০ নভেম্বরে প্রকাশিত ভিন্ন ভিডিওতেও ছড়িয়ে পড়া ভিডিওতে থাকা ব্যক্তিকে দেখা যায়।

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি একটি সাজানো নাটিকা। তবে সেলুনে মাথা বা ঘাড় ম্যাসাজ কিন্তু সত্যিই বিপদ ডেকে আনতে পারে।

এই বিষয়ে ভারতের অ্যাস্টার হাসপাতালের ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে হাসপাতালটির নিউরোলজির প্রধান সিনিয়র কনসালট্যান্ট ড. শ্রীকান্ত স্বামীর একটি বক্তব্য পাওয়া যায়। তিনি জানান, দ্রুত ও অনিয়মিত ঘাড়ের নড়াচড়া মানুষের রক্তনালি ছিন্নভিন্ন করে দিতে পারে, যার ফলে স্ট্রোক হতে পারে। অবৈজ্ঞানিক কৌশলে ঘাড়ের এলোমেলো মোচড় এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা নাপিত, ট্যাক্সি ড্রাইভার বা অনেকে নিজে নিজেই করে থাকে। এই ব্যাপারটি একজন মানুষের জীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

মাথা বা ঘাড় ম্যাসাজের কাজটি শুধু প্রশিক্ষিত পেশাদার ব্যক্তিদের দিয়ে করানোর পরামর্শ দেন ড. শ্রীকান্ত।

সুতরাং, সেলুনে বডি ম্যাসাজ করার সময় ঘাড়ের রগ ছিঁড়ে মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সত্য নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি একটি নাটিকা।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত