ফ্যাক্টচেক
ফুল নয় এ যেন জোড়া পাখি!—এমন ক্যাপশনে পাখির মতো দেখতে চারটি ফুলের কোলাজ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের ৭ লাখ ৮৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২২ মার্চ সুমাইয়া সিমু নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি গত ২২ মার্চ পোস্ট করে লেখা হয়, ‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল।’ অ্যাকাউন্টটি গ্রুপের মডারেটর।
পোস্টটি আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১৩ হাজারের বেশি। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভাইরাল ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এমন ফুলের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এমন ফুল কি আছে?
ফুলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফেসবুকে ‘Nature of universe’ নামের একটি পেজে ২০২৩ সালের ১৯ মে ‘Beautiful Cranes orchid’ বা ‘সুন্দর বক অর্কিড’ ক্যাপশনে ভাইরাল ফুলের ছবিগুলোর একটি খুঁজে পাওয়া যায়। এই সূত্রে পরে খুঁজে উদ্ভিদ বিষয়ক ওয়েবসাইট গার্ডেনিয়া ডট নেটে ক্রেন অর্কিড নামে সাদা রঙের কিছু ফুলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ফুলটির আরেকটি নাম উল্লেখ করা হয়েছে— হোয়াইট ইগ্রেট অর্কিড। ফুলটির বৈজ্ঞানিক নাম হাবেনারিয়া রেডিয়াটা (Habenaria radiata)। ফুলটি সাধারণত জাপান ও চীনে পাওয়া যায়। এই ফুল দেখতে দুই ডানা প্রসারিত বকের মতোই।
ফুলটির একই ধরনের ছবি পাওয়া যায় চীনের রাষ্ট্রীয় ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল সিজিটিএনের একটি প্রতিবেদনেও।
তবে এই ছবিগুলোর সঙ্গে পাখির মতো দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইগ্রেট ফুল দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়নি। এই অমিলের কারণে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। এমন ধারণা থেকে ছবিগুলো এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিগুলো সম্পর্কে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৪ শতাংশ। এআই কনটেন্ট শনাক্তকারী আরেক ওয়েবসাইট এআই অর নট ছবিটি যাচাই শেষে জানায়, ইগ্রেট ফুলের ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিগুলো সম্পর্কে একই ফল পাওয়া যায় এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাগিং ফেইসের বিশ্লেষণ থেকেও। ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইগ্রেট ফুলের দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ।
ফুল নয় এ যেন জোড়া পাখি!—এমন ক্যাপশনে পাখির মতো দেখতে চারটি ফুলের কোলাজ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ‘বিজ্ঞান ও বিস্ময়’ নামের ৭ লাখ ৮৩ হাজার সদস্যের একটি ফেসবুক গ্রুপে গত ২২ মার্চ সুমাইয়া সিমু নামের একটি অ্যাকাউন্ট থেকে ছবিটি গত ২২ মার্চ পোস্ট করে লেখা হয়, ‘পাখির মতো দেখতে এই ফুলটির নাম ইগ্রেট ফুল।’ অ্যাকাউন্টটি গ্রুপের মডারেটর।
পোস্টটি আজ শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ হাজারের বেশি শেয়ার হয়েছে, রিয়েকশন পড়েছে ১৩ হাজারের বেশি। কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীরা ভাইরাল ছবিটি দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ এমন ফুলের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।
এমন ফুল কি আছে?
ফুলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ফেসবুকে ‘Nature of universe’ নামের একটি পেজে ২০২৩ সালের ১৯ মে ‘Beautiful Cranes orchid’ বা ‘সুন্দর বক অর্কিড’ ক্যাপশনে ভাইরাল ফুলের ছবিগুলোর একটি খুঁজে পাওয়া যায়। এই সূত্রে পরে খুঁজে উদ্ভিদ বিষয়ক ওয়েবসাইট গার্ডেনিয়া ডট নেটে ক্রেন অর্কিড নামে সাদা রঙের কিছু ফুলের ছবি পাওয়া যায়। ওয়েবসাইটে ফুলটির আরেকটি নাম উল্লেখ করা হয়েছে— হোয়াইট ইগ্রেট অর্কিড। ফুলটির বৈজ্ঞানিক নাম হাবেনারিয়া রেডিয়াটা (Habenaria radiata)। ফুলটি সাধারণত জাপান ও চীনে পাওয়া যায়। এই ফুল দেখতে দুই ডানা প্রসারিত বকের মতোই।
ফুলটির একই ধরনের ছবি পাওয়া যায় চীনের রাষ্ট্রীয় ইংরেজি ভাষার সংবাদ চ্যানেল সিজিটিএনের একটি প্রতিবেদনেও।
তবে এই ছবিগুলোর সঙ্গে পাখির মতো দেখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ইগ্রেট ফুল দাবিতে প্রচারিত ছবিগুলোর মিল পাওয়া যায়নি। এই অমিলের কারণে ভাইরাল ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হতে পারে। এমন ধারণা থেকে ছবিগুলো এআই শনাক্তকারী একাধিক ওয়েবসাইট দিয়ে যাচাই করে দেখে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাইভ ছবিগুলো সম্পর্কে জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৫১ দশমিক ৪ শতাংশ। এআই কনটেন্ট শনাক্তকারী আরেক ওয়েবসাইট এআই অর নট ছবিটি যাচাই শেষে জানায়, ইগ্রেট ফুলের ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি।
ছবিগুলো সম্পর্কে একই ফল পাওয়া যায় এআই কনটেন্ট শনাক্তকারী ওয়েবসাইট হাগিং ফেইসের বিশ্লেষণ থেকেও। ওয়েবসাইটটি থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ইগ্রেট ফুলের দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩ শতাংশ।
ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
১০ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগে