ফ্যাক্টচেক ডেস্ক
পৃথিবীর সব থেকে বড় রাস্তা এটি! পৃথিবীর সবচেয়ে প্রশস্ত হাইওয়ে টেক্সাসের ক্যাথি ফ্রিওয়ে। যেটির কিছু জায়গায় একাধারে ২৬টি লেন রয়েছে—এমন ক্যাপশন দিয়ে একটি রাস্তার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ১ লাখ ৫৪ হাজার সদস্যের ‘বিশ্ব ও মহাকাশ’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ১৫ মার্চ আয়ান মিহো নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টটি ভাইরাল হয়েছে।
পোস্টটি আজ রোববার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ শেয়ার হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১৭ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যাথি ফ্রি ওয়েই পৃথিবীর সবচেয়ে প্রশস্ত মহাসড়ক কি না তা যাচাই করে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
কি–ওয়ার্ড অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হিউস্টন ক্রনিকলে ২০২৩ সালের ২০ জুলাই ক্যাথি ফ্রিওয়ে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, ইন্টারনেটে যা কিছুই দেখেন না কেন, বিশ্বাস করা যাবে না। ক্যাথি ফ্রি ওয়ে অবশ্যই বড়, তবে এটি অতো বড় নয়। ক্যাথি ফ্রিওয়ে যুক্তরাষ্ট্রের আন্তঃরাজ্য হাইওয়ে সিস্টেম ইন্টারস্টেট–১০–এর একটি অংশ। সড়কটিতে ফিডার সড়ক বাদে ১৩টি প্রশস্ত লেন রয়েছে।
প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের এ সম্পর্কিত একটি প্রতিবেদনের লিংকও যুক্ত করে দেওয়া হয়েছে।
২০১৬ সালে প্রকাশিত পলিটিফ্যাক্টের এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ডগ হেকক্সের বরাত দিয়ে বলা হয়, ক্যাথি ফ্রিওয়েটি ১৩ লেনের। তবে সড়কটির বেশির ভাগ অংশ ১০ থেকে ১২ লেন নিয়ে গঠিত। দেশটিতে ক্যাথি ফ্রিওয়ের চেয়ে প্রশস্ত সড়ক আছে অন্তত ছয়টি অঙ্গরাজ্যে। মূলত সড়কটি ফিডার সড়কসহ কোথাও কোথাও সর্বোচ্চ ২৬ লেনের। তবে এটি পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক নয়।
একই তথ্য পাওয়া যায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডেতে ২০২৩ সালে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন সূত্রে। প্রতিবেদনটিতে বলা হয়, ক্যাথি ফ্রিওয়ে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। সড়কটিতে স্থানভেদে ১২ থেকে ২৬টি লেন রয়েছে।
তাহলে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক কোনটি?
ইউএসএ টুডে জানায়, চীনের জি৪ বেইজিং–হংকং–ম্যাকাও এক্সপ্রেসওয়েকে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক হিসেবে দাবি করা যেতে পারে। এটি যেকোনো হিসাবেই ক্যাথি ফ্রিওয়ের চেয়ে অনেক বেশি প্রশস্ত। একই তথ্য জানিয়েছে পলিটিফ্যাক্ট। প্রতিষ্ঠানটি জানায়, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চীনের জি৪ বেইজিং–হংকং–ম্যাকাও এক্সপ্রেসওয়ে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক। যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম ব্লুমবার্গে ২০১৫ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সড়কটিতে ৫০টি লেন রয়েছে।
প্রসঙ্গত, ‘বিশ্ব ও মহাকাশ’ গ্রুপটি থেকে এর আগেও ছড়িয়ে পড়া একাধিক ভুল তথ্য শনাক্ত করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এমন কিছু প্রতিবেদন পড়ুন:
পৃথিবীর সব থেকে বড় রাস্তা এটি! পৃথিবীর সবচেয়ে প্রশস্ত হাইওয়ে টেক্সাসের ক্যাথি ফ্রিওয়ে। যেটির কিছু জায়গায় একাধারে ২৬টি লেন রয়েছে—এমন ক্যাপশন দিয়ে একটি রাস্তার ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। ১ লাখ ৫৪ হাজার সদস্যের ‘বিশ্ব ও মহাকাশ’ নামের একটি ফেসবুক গ্রুপে গত ১৫ মার্চ আয়ান মিহো নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টটি ভাইরাল হয়েছে।
পোস্টটি আজ রোববার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় সাড়ে ৩০০ শেয়ার হয়েছে। এতে রিয়েকশন পড়েছে ১৭ হাজারের বেশি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ক্যাথি ফ্রি ওয়েই পৃথিবীর সবচেয়ে প্রশস্ত মহাসড়ক কি না তা যাচাই করে দেখেছে আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগ।
কি–ওয়ার্ড অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম হিউস্টন ক্রনিকলে ২০২৩ সালের ২০ জুলাই ক্যাথি ফ্রিওয়ে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে বলা হয়, ইন্টারনেটে যা কিছুই দেখেন না কেন, বিশ্বাস করা যাবে না। ক্যাথি ফ্রি ওয়ে অবশ্যই বড়, তবে এটি অতো বড় নয়। ক্যাথি ফ্রিওয়ে যুক্তরাষ্ট্রের আন্তঃরাজ্য হাইওয়ে সিস্টেম ইন্টারস্টেট–১০–এর একটি অংশ। সড়কটিতে ফিডার সড়ক বাদে ১৩টি প্রশস্ত লেন রয়েছে।
প্রতিবেদনটিতে যুক্তরাষ্ট্রের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান পলিটিফ্যাক্টের এ সম্পর্কিত একটি প্রতিবেদনের লিংকও যুক্ত করে দেওয়া হয়েছে।
২০১৬ সালে প্রকাশিত পলিটিফ্যাক্টের এ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাইওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের পাবলিক অ্যাফেয়ার্স স্পেশালিস্ট ডগ হেকক্সের বরাত দিয়ে বলা হয়, ক্যাথি ফ্রিওয়েটি ১৩ লেনের। তবে সড়কটির বেশির ভাগ অংশ ১০ থেকে ১২ লেন নিয়ে গঠিত। দেশটিতে ক্যাথি ফ্রিওয়ের চেয়ে প্রশস্ত সড়ক আছে অন্তত ছয়টি অঙ্গরাজ্যে। মূলত সড়কটি ফিডার সড়কসহ কোথাও কোথাও সর্বোচ্চ ২৬ লেনের। তবে এটি পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক নয়।
একই তথ্য পাওয়া যায় যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ইউএসএ টুডেতে ২০২৩ সালে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন সূত্রে। প্রতিবেদনটিতে বলা হয়, ক্যাথি ফ্রিওয়ে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক দাবিতে প্রচারিত তথ্যটি সঠিক নয়। সড়কটিতে স্থানভেদে ১২ থেকে ২৬টি লেন রয়েছে।
তাহলে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক কোনটি?
ইউএসএ টুডে জানায়, চীনের জি৪ বেইজিং–হংকং–ম্যাকাও এক্সপ্রেসওয়েকে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক হিসেবে দাবি করা যেতে পারে। এটি যেকোনো হিসাবেই ক্যাথি ফ্রিওয়ের চেয়ে অনেক বেশি প্রশস্ত। একই তথ্য জানিয়েছে পলিটিফ্যাক্ট। প্রতিষ্ঠানটি জানায়, সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চীনের জি৪ বেইজিং–হংকং–ম্যাকাও এক্সপ্রেসওয়ে পৃথিবীর সবচেয়ে প্রশস্ত সড়ক। যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম ব্লুমবার্গে ২০১৫ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সড়কটিতে ৫০টি লেন রয়েছে।
প্রসঙ্গত, ‘বিশ্ব ও মহাকাশ’ গ্রুপটি থেকে এর আগেও ছড়িয়ে পড়া একাধিক ভুল তথ্য শনাক্ত করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এমন কিছু প্রতিবেদন পড়ুন:
সারজিস আলমের বিয়ে উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকেই বিয়ের ছবি প্রকাশ করে তাঁকে শুভেচ্ছা জানান। এরই মধ্যে, সারজিস আলমের বিয়ের দৃশ্য—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগেভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
১ দিন আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
১ দিন আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে