ফ্যাক্টচেক ডেস্ক
চলমান কোটা আন্দোলনের মধ্যে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগকে পুঁজি করে ফায়দা নিতে চায় বিএনপি। এ জন্য আমীর খসরু মাহমুদ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নওমি নামের এক সমন্বয়কের সঙ্গে ফোনে কথা বলছেন। সেই কথোপকথনের একটি কথিত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বাহান্ন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৭ জুলাই) কথিত অডিওটি পোস্ট করা হয়।
কথিত অডিওটিতে এক ব্যক্তিকে আমীর খসরু মাহমুদকে বলতে শোনা যায়, তোমরা কি এগুলোতে জড়িত হচ্ছ নাকি? তোমাদের মানুষজন সব নামাইয়া দাও। কুমিল্লা, ঢাকা সব জায়গায় দাও। মানুষজনকে নামাইয়া দাও ভালো করে।
ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদেরকেও তো চিনে না। বন্ধু-বান্ধব নিয়ে নেমে যাও এদের সঙ্গে। ঢাকায় হলে সারা দেশে এমনিতেই হবে। ... আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আমির খসরু চৌধুরীর কথিত অডিওটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে বর্তমান কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও কথিত অডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেখানেও তাঁকে নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২০১৮ সালের ৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অডিওটি শেয়ার করেছিলেন। অডিওটি ওই দিন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে।
প্রসঙ্গত, এটি আসলেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথন কি না তা নিশ্চিত করতে পারেনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
চলমান কোটা আন্দোলনের মধ্যে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগকে পুঁজি করে ফায়দা নিতে চায় বিএনপি। এ জন্য আমীর খসরু মাহমুদ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নওমি নামের এক সমন্বয়কের সঙ্গে ফোনে কথা বলছেন। সেই কথোপকথনের একটি কথিত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বাহান্ন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৭ জুলাই) কথিত অডিওটি পোস্ট করা হয়।
কথিত অডিওটিতে এক ব্যক্তিকে আমীর খসরু মাহমুদকে বলতে শোনা যায়, তোমরা কি এগুলোতে জড়িত হচ্ছ নাকি? তোমাদের মানুষজন সব নামাইয়া দাও। কুমিল্লা, ঢাকা সব জায়গায় দাও। মানুষজনকে নামাইয়া দাও ভালো করে।
ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদেরকেও তো চিনে না। বন্ধু-বান্ধব নিয়ে নেমে যাও এদের সঙ্গে। ঢাকায় হলে সারা দেশে এমনিতেই হবে। ... আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আমির খসরু চৌধুরীর কথিত অডিওটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে বর্তমান কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও কথিত অডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেখানেও তাঁকে নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২০১৮ সালের ৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অডিওটি শেয়ার করেছিলেন। অডিওটি ওই দিন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে।
প্রসঙ্গত, এটি আসলেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথন কি না তা নিশ্চিত করতে পারেনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
ভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগেছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে মাঝে মাঝে তাকে নিয়ে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তেমনি একটি তথ্য...
৩ দিন আগেকক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটির ক্যাপশনে দাবি করা হচ্ছে, ভিডিওতে থাকা তরুণী পর্যটক ছিলেন। তাঁর গাড়ি থামিয়ে ছিনতাই...
৪ দিন আগে