ফ্যাক্টচেক ডেস্ক
ব্রাজিলের অন্যতম বড় শহর রিও ডি জেনেরিওর তাপমাত্রা ৬২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে দাবিতে একটি তথ্য দেশীয় সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। দেশীয় সংবাদ মাধ্যম জনকন্ঠ, যুগান্তর, এনটিভি, কালবেলাসহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গত রোববার ব্রাজিলের অন্যতম বৃহত্তম শহর রিও ডি জেনিরোর তাপমাত্রা পৌঁছেছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
তথ্যটি ফেসবুকে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজ থেকেও প্রচার হতে দেখা গেছে। বিজ্ঞানপ্রিয় নামের ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের জনপ্রিয় একটি বিজ্ঞানভিত্তিক পেজে গতকাল বুধবার (২০ মার্চ) বিকাল ৪টায় এমন তথ্য শেয়ার করে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১টা পর্যন্ত প্রায় ৭ হাজার রিয়েকশন পড়েছে, মন্তব্য ও শেয়ার হয়েছে ১৫০ এর কাছাকাছি। এসব সংবাদ ও ফেসবুক পোস্টে সূত্র হিসেবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে উল্লেখ করা হয়েছে।
গত ১৮ মার্চ আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার (১৭ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে পশ্চিম রিও ডি জেনিরোতে হিট ইনডেক্স ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস (১৪৪ দশমিক ১ ডিগ্রী ফারেনহাইট) ছুঁয়েছে। ২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ। এরপরের দিন সোমবার দেশটির প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস।
হিট ইনডেক্স সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, হিট ইনডেক্স হলো বাতাসের আর্দ্রতা বিবেচনায় কোনো এলাকার তাপমাত্রা কেমন অনুভূত হয় তার পরিমাপ।
আল জাজিরার প্রতিবেদন থেকে আরও জানা যায়, এর আগে গত বছরের নভেম্বরে দেশটিতে হিট ইনডেক্স রেকর্ড করা হয়েছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস বা ১৩৯ দশমিক ৫ ডিগ্রী ফারেনহাইট।
একই বিষয়ে সংবাদ মাধ্যম সিএনএনের ব্রাজিল সংস্করণ সিএনএন ব্রাজিলে গত ১৭ মার্চ (রোববার) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, একদিনের ব্যবধানে ব্রাজিলের শহর রিও ডি জেনেরিওতে নতুন থার্মাল সেনসেশান রেকর্ড হয়েছে। শহরটির গুয়ারাতিবা স্টেশন এলাকায় রোববার (১৭ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার এই থার্মাল সেনসেশান রেকর্ড করা হয়। এর আগে শনিবার একই এলাকায় (১৬ মার্চ) ৬০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস থার্মাল সেনসেশান রেকর্ড করা হয়েছিল।
রিও অপারেনশন্স সেন্টারের বরাত দিয়ে সিএনএন ব্রাজিল জানায়, ২০১৪ সালের পর ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস হলো এই শহরে রেকর্ড করা সর্বোচ্চ থার্মাল সেনসেশান।
থার্মাল সেনসেশানের সংজ্ঞায় সিএনএন জানায়, থার্মাল সেনসেশান হলো হিট ইনডেক্স। এটি কোনো অঞ্চলের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতার ডেটা থেকে গণনা করা হয়। বাতাসের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, সেই অঞ্চলে থার্মাল সেনসেশান বা হিট ইনডেক্স তত বেশি হবে।
রিও ডি জেনিরোর পশ্চিমে অবস্থিত গুয়ারাতিবা অঞ্চলের কিছু ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এটি উচ্চ তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য বেশ উপযোগী। সমুদ্রের কাছাকাছি থাকার কারণে অঞ্চলটি আর্দ্র এবং সাধারণত সকালে অঞ্চলটিতে উত্তর থেকে উষ্ণ বায়ু বয়ে আসে। অর্থাৎ এটি ‘ফিলস লাইক তাপমাত্রা’।
প্রতিবেদনটি থেকে গুয়ারাতিবা অঞ্চলের হিট ইনডেক্স বা ‘ফিলস লাইক তাপমাত্রা’র একটি তালিকাও পাওয়া যায়।
ওইদিন রিও ডি জেনিরোর প্রকৃত তাপমাত্রা কত ছিল তা নিয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান আকুওয়েদার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ (রোববার) শহরটির প্রকৃত তাপমাত্রার ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস।
অ্যাকুওয়েদারের এই তথ্যের সত্যতা পাওয়া যায় ব্রাজিলের সংবাদ মাধ্যম ও টেম্পোতে গত ১৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদন থেকে। এ প্রতিবেদনেও ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াসকে হিট ইনডেক্স বা ‘ফিলস লাইক তাপমাত্রা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। রিও ডি জেনিরোর বৃষ্টি ও ভূমিধ্বস সম্পর্কিত এলার্ট সিস্টেম অ্যালের্টা রিও সিস্টেমের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, সোমবারেও (১৮ মার্চ) শহরটির ওপর দিয়ে তাপদাহ বয়ে যাবে। ওই সময় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রীর আশেপাশে এবং থার্মাল সেনসেশান বা হিট ইনডেক্স হবে ৫০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে।
অর্থাৎ গত ১৭ মার্চ (রোববার) রিও ডি জেনিরোর প্রকৃত তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস। তবে অঞ্চলটির মানুষ যে উত্তাপ অনুভব করছে তার বিচারে ফিলস লাইক তাপমাত্রা ছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই ফিলস লাইক তাপমাত্রাকেই সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বে স্বীকৃত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস (১৩৪ ফারেনহাইট)। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আফ্রিকার সবচেয়ে উষ্ণতম তাপমাত্রা হল ৫৫ ডিগ্রী সেলসিয়াস (১৩১ ফারেনহাইট), যা ১৯৩১ সালে তিউনিসিয়ার কেবিলিতে রেকর্ড করা হয়েছিল। এশিয়ার সবচেয়ে উষ্ণতম স্বীকৃত তাপমাত্রার রেকর্ড ইরানের কাছে। ২০১৭ সালে দেশটিতে ৫৪ ডিগ্রী সেলসিয়াস (১২৯ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করেছিল।
ব্রাজিলের অন্যতম বড় শহর রিও ডি জেনেরিওর তাপমাত্রা ৬২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে দাবিতে একটি তথ্য দেশীয় সংবাদ মাধ্যমসহ সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। দেশীয় সংবাদ মাধ্যম জনকন্ঠ, যুগান্তর, এনটিভি, কালবেলাসহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, গত রোববার ব্রাজিলের অন্যতম বৃহত্তম শহর রিও ডি জেনিরোর তাপমাত্রা পৌঁছেছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।
তথ্যটি ফেসবুকে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন গ্রুপ ও পেজ থেকেও প্রচার হতে দেখা গেছে। বিজ্ঞানপ্রিয় নামের ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের জনপ্রিয় একটি বিজ্ঞানভিত্তিক পেজে গতকাল বুধবার (২০ মার্চ) বিকাল ৪টায় এমন তথ্য শেয়ার করে পোস্ট করা হয়। পোস্টটিতে আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর ১টা পর্যন্ত প্রায় ৭ হাজার রিয়েকশন পড়েছে, মন্তব্য ও শেয়ার হয়েছে ১৫০ এর কাছাকাছি। এসব সংবাদ ও ফেসবুক পোস্টে সূত্র হিসেবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে উল্লেখ করা হয়েছে।
গত ১৮ মার্চ আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত রোববার (১৭ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে পশ্চিম রিও ডি জেনিরোতে হিট ইনডেক্স ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস (১৪৪ দশমিক ১ ডিগ্রী ফারেনহাইট) ছুঁয়েছে। ২০১৪ সালের পর এটিই সর্বোচ্চ। এরপরের দিন সোমবার দেশটির প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রী সেলসিয়াস।
হিট ইনডেক্স সম্পর্কে প্রতিবেদনে বলা হয়, হিট ইনডেক্স হলো বাতাসের আর্দ্রতা বিবেচনায় কোনো এলাকার তাপমাত্রা কেমন অনুভূত হয় তার পরিমাপ।
আল জাজিরার প্রতিবেদন থেকে আরও জানা যায়, এর আগে গত বছরের নভেম্বরে দেশটিতে হিট ইনডেক্স রেকর্ড করা হয়েছিল ৫৯ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস বা ১৩৯ দশমিক ৫ ডিগ্রী ফারেনহাইট।
একই বিষয়ে সংবাদ মাধ্যম সিএনএনের ব্রাজিল সংস্করণ সিএনএন ব্রাজিলে গত ১৭ মার্চ (রোববার) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, একদিনের ব্যবধানে ব্রাজিলের শহর রিও ডি জেনেরিওতে নতুন থার্মাল সেনসেশান রেকর্ড হয়েছে। শহরটির গুয়ারাতিবা স্টেশন এলাকায় রোববার (১৭ মার্চ) সকাল ৯টা ৫৫ মিনিটে ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার এই থার্মাল সেনসেশান রেকর্ড করা হয়। এর আগে শনিবার একই এলাকায় (১৬ মার্চ) ৬০ দশমিক ১ ডিগ্রী সেলসিয়াস থার্মাল সেনসেশান রেকর্ড করা হয়েছিল।
রিও অপারেনশন্স সেন্টারের বরাত দিয়ে সিএনএন ব্রাজিল জানায়, ২০১৪ সালের পর ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস হলো এই শহরে রেকর্ড করা সর্বোচ্চ থার্মাল সেনসেশান।
থার্মাল সেনসেশানের সংজ্ঞায় সিএনএন জানায়, থার্মাল সেনসেশান হলো হিট ইনডেক্স। এটি কোনো অঞ্চলের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতার ডেটা থেকে গণনা করা হয়। বাতাসের তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, সেই অঞ্চলে থার্মাল সেনসেশান বা হিট ইনডেক্স তত বেশি হবে।
রিও ডি জেনিরোর পশ্চিমে অবস্থিত গুয়ারাতিবা অঞ্চলের কিছু ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এটি উচ্চ তাপমাত্রা এবং আপেক্ষিক আর্দ্রতার জন্য বেশ উপযোগী। সমুদ্রের কাছাকাছি থাকার কারণে অঞ্চলটি আর্দ্র এবং সাধারণত সকালে অঞ্চলটিতে উত্তর থেকে উষ্ণ বায়ু বয়ে আসে। অর্থাৎ এটি ‘ফিলস লাইক তাপমাত্রা’।
প্রতিবেদনটি থেকে গুয়ারাতিবা অঞ্চলের হিট ইনডেক্স বা ‘ফিলস লাইক তাপমাত্রা’র একটি তালিকাও পাওয়া যায়।
ওইদিন রিও ডি জেনিরোর প্রকৃত তাপমাত্রা কত ছিল তা নিয়ে অনুসন্ধানে যুক্তরাষ্ট্র ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান আকুওয়েদার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ (রোববার) শহরটির প্রকৃত তাপমাত্রার ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস।
অ্যাকুওয়েদারের এই তথ্যের সত্যতা পাওয়া যায় ব্রাজিলের সংবাদ মাধ্যম ও টেম্পোতে গত ১৮ মার্চ প্রকাশিত এক প্রতিবেদন থেকে। এ প্রতিবেদনেও ৬২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াসকে হিট ইনডেক্স বা ‘ফিলস লাইক তাপমাত্রা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। রিও ডি জেনিরোর বৃষ্টি ও ভূমিধ্বস সম্পর্কিত এলার্ট সিস্টেম অ্যালের্টা রিও সিস্টেমের বরাত দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়, সোমবারেও (১৮ মার্চ) শহরটির ওপর দিয়ে তাপদাহ বয়ে যাবে। ওই সময় সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৯ ডিগ্রীর আশেপাশে এবং থার্মাল সেনসেশান বা হিট ইনডেক্স হবে ৫০ ডিগ্রী সেলসিয়াসের ওপরে।
অর্থাৎ গত ১৭ মার্চ (রোববার) রিও ডি জেনিরোর প্রকৃত তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস। তবে অঞ্চলটির মানুষ যে উত্তাপ অনুভব করছে তার বিচারে ফিলস লাইক তাপমাত্রা ছিল ৬২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই ফিলস লাইক তাপমাত্রাকেই সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ব্রাজিলে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে দাবিতে প্রচার করা হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বে স্বীকৃত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৫৬ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস (১৩৪ ফারেনহাইট)। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালিতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আফ্রিকার সবচেয়ে উষ্ণতম তাপমাত্রা হল ৫৫ ডিগ্রী সেলসিয়াস (১৩১ ফারেনহাইট), যা ১৯৩১ সালে তিউনিসিয়ার কেবিলিতে রেকর্ড করা হয়েছিল। এশিয়ার সবচেয়ে উষ্ণতম স্বীকৃত তাপমাত্রার রেকর্ড ইরানের কাছে। ২০১৭ সালে দেশটিতে ৫৪ ডিগ্রী সেলসিয়াস (১২৯ ফারেনহাইট) তাপমাত্রা রেকর্ড করেছিল।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১০ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫