Ajker Patrika

শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ১০
শিক্ষাপ্রতিষ্ঠানে শনিবারের সাপ্তাহিক ছুটি কি বাতিল, যা জানা গেল

তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনি ২০২২ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে জানিয়েছিলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সাপ্তাহিক ছুটি থাকবে। এরপর ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সপ্তাহে শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি কাটিয়ে আসছে।

তবে সম্প্রতি ফেসবুক ও শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দাবিতে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। টিকটকে নতুন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ছবি যুক্ত করে প্রচারিত এমন কিছু ভিডিও হাজারের বেশি ভিউ হতে দেখা গেছে। এ ছাড়া ফেসবুকে সরাসরি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে উদ্ধৃত করেও তথ্যটি প্রচার করা হচ্ছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট খুঁজে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে জানা যায়নি। পরে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাম্প্রতিক সময়ে দেওয়া বিভিন্ন বক্তব্য যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের সিদ্ধান্তগুলো শিক্ষাবিদদের সঙ্গে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়েছে। শুধু সমালোচিত হওয়ার ভয়ে যে সিদ্ধান্ত যথার্থ ও সঠিক, সেটা নেব না, তা হতে দেওয়া যায় না। দৃঢ়ভাবে কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন আমাদের অবশ্যই করতে হবে। এটার কোনো বিকল্প নেই।’

নতুন কারিকুলাম নিয়ে ১৪ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘নতুন কারিকুলাম হঠাৎ করে আসেনি। এটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। এসব আলোচনা-সমালোচনা মাথায় রেখেই সেখানে দুর্বলতা থাকলে, সমস্যা থাকলে সেটা সমাধান করা হবে। শিক্ষায় একটা ধারাবাহিকতা থাকে। এখানে নতুন করে কিছু করার অবকাশ নেই। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে রূপান্তর ও স্মার্ট বাংলাদেশ গড়তে হবে। স্মার্ট সিটিজেন তৈরির জন্য স্মার্ট এডুকেশন সিস্টেম আমাদের প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করব।’

এর আগের দিন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, ‘২০১০-এর শিক্ষানীতির আলোকে নিম্নমাধ্যমিক স্তরের শিক্ষাকে অবৈতনিক অথবা স্বল্পমূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। টাকার জন্য কোনো শিক্ষার্থী যাতে নিম্নমাধ্যমিক থেকে ঝরে না পড়ে, সেই প্রয়াস থাকবে আমাদের।’

এসব বক্তব্য যাচাই করে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিলের ব্যাপারে তাঁর কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। এ ছাড়া অন্য কোনো মাধ্যমেও শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল নিয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

পরে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এটি সঠিক নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত