ফ্যাক্টচেক ডেস্ক
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। ছোট থেকে শুরু করে বড়দের কাছে ঈদুল ফিতরের আনন্দ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ সালামি। এই সালামি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় জাতীয় দৈনিক প্রথম আলোর ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে!’ শিরোনাম ও লোগোযুক্ত একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
‘NUB Short Stories’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্ক্রিনশটটি বেশি ভাইরাল হতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা ৪৯ মিনিটে পেজটি থেকে স্ক্রিনশটটি পোস্ট করা হয়। পোস্টটি একই দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১০০ এর কাছাকাছি শেয়ার হয়েছে এবং রিয়েকশন পড়েছে ১ হাজারের কাছাকাছি।
প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। স্ক্রিনশটে কথিত প্রতিবেদনটি প্রকাশের তারিখ রয়েছে ১০ এপ্রিল, রাত ১০টা ০৫ মিনিট। পরে কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটিতে থাকা শিরোনামটি দিয়ে অনুসন্ধান করে প্রথম আলোয় গতকাল বুধবার (১০ এপ্রিল) এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
স্ক্রিনশটটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ব্যবহৃত ফন্টের পার্থক্যও দেখা যায়। পাশাপাশি শিরোনামে ‘অতঃপর’ বানানে বিসর্গের পরিবর্তে সেমিকোলন দিয়ে ‘অত:পর’ লিখতে দেখা গেছে।
এসব অসামঞ্জস্যতা প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে। পরে এর উৎস অনুসন্ধানে ফেসবুকে খুঁজে গতকাল বুধবার (১০ এপ্রিল) ‘Toji Islam’ নামের একটি ফেসবুক পেজে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটে ‘তোজিস্লাম’ নামে এক ব্যক্তির লেখা বলে দাবি করা হয়েছে। বাংলায় লেখা এই নামের সঙ্গে পেজটির ইংরেজি নামের মিল পাওয়া যায়।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, প্রথম আলো ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে’ শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ‘Toji Islam’ অ্যাকাউন্ট থেকেই প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটি তৈরি করা হয়ে থাকতে পারে, যা পরে ফেসবুকে ভাইরাল হয়।
তবে পরে একই গল্প এক যুগলের ছবি ব্যবহার করেও ফেসবুকে প্রচার হতে দেখা গেছে। ওই যুগলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০২৩ সালের ২ নভেম্বর ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায়। ওই দিন ‘Mominadaily’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটি থেকে জানা যায়, ছবিটি তোলা হয়েছে পাকিস্তানের লাহোরে এবং ক্যাপশনে উর্দুতে লেখা হয়েছে ‘আপনি এমন মানুষের সঙ্গে জীবনে সাক্ষাৎ করতে চান।’
এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল গল্পটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে দেশজুড়ে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। ছোট থেকে শুরু করে বড়দের কাছে ঈদুল ফিতরের আনন্দ উদ্যাপনের অন্যতম অনুষঙ্গ সালামি। এই সালামি ঘিরেই সোশ্যাল মিডিয়ায় জাতীয় দৈনিক প্রথম আলোর ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে!’ শিরোনাম ও লোগোযুক্ত একটি স্ক্রিনশট ভাইরাল হয়েছে।
‘NUB Short Stories’ নামের একটি ফেসবুক পেজ থেকে স্ক্রিনশটটি বেশি ভাইরাল হতে দেখা গেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টা ৪৯ মিনিটে পেজটি থেকে স্ক্রিনশটটি পোস্ট করা হয়। পোস্টটি একই দিন রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ১০০ এর কাছাকাছি শেয়ার হয়েছে এবং রিয়েকশন পড়েছে ১ হাজারের কাছাকাছি।
প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতা যাচাই করে দেখেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। স্ক্রিনশটে কথিত প্রতিবেদনটি প্রকাশের তারিখ রয়েছে ১০ এপ্রিল, রাত ১০টা ০৫ মিনিট। পরে কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটিতে থাকা শিরোনামটি দিয়ে অনুসন্ধান করে প্রথম আলোয় গতকাল বুধবার (১০ এপ্রিল) এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
স্ক্রিনশটটির শিরোনামে ব্যবহৃত ফন্টের সঙ্গে প্রথম আলোর ব্যবহৃত ফন্টের পার্থক্যও দেখা যায়। পাশাপাশি শিরোনামে ‘অতঃপর’ বানানে বিসর্গের পরিবর্তে সেমিকোলন দিয়ে ‘অত:পর’ লিখতে দেখা গেছে।
এসব অসামঞ্জস্যতা প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটির সত্যতাকে প্রশ্নবিদ্ধ করে। পরে এর উৎস অনুসন্ধানে ফেসবুকে খুঁজে গতকাল বুধবার (১০ এপ্রিল) ‘Toji Islam’ নামের একটি ফেসবুক পেজে সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটে ‘তোজিস্লাম’ নামে এক ব্যক্তির লেখা বলে দাবি করা হয়েছে। বাংলায় লেখা এই নামের সঙ্গে পেজটির ইংরেজি নামের মিল পাওয়া যায়।
উপরিউক্ত তথ্যের ভিত্তিতে এটি স্পষ্ট, প্রথম আলো ‘ঈদের সালামি চাইতে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে’ শিরোনামে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। ‘Toji Islam’ অ্যাকাউন্ট থেকেই প্রথম আলোর কথিত ভাইরাল প্রতিবেদনের স্ক্রিনশটটি তৈরি করা হয়ে থাকতে পারে, যা পরে ফেসবুকে ভাইরাল হয়।
তবে পরে একই গল্প এক যুগলের ছবি ব্যবহার করেও ফেসবুকে প্রচার হতে দেখা গেছে। ওই যুগলের ছবিটি রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০২৩ সালের ২ নভেম্বর ইনস্টাগ্রামে খুঁজে পাওয়া যায়। ওই দিন ‘Mominadaily’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটি থেকে জানা যায়, ছবিটি তোলা হয়েছে পাকিস্তানের লাহোরে এবং ক্যাপশনে উর্দুতে লেখা হয়েছে ‘আপনি এমন মানুষের সঙ্গে জীবনে সাক্ষাৎ করতে চান।’
এই ছবির সঙ্গে ফেসবুকে ভাইরাল গল্পটির কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
ভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
৪৩ মিনিট আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
১০ ঘণ্টা আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
২ দিন আগেসামরিক পোশাক পরা এবং সাধারণ পোশাক পরা লোকজনের মধ্যে হাতাহাতি চলছে। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, গ্রুপ ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ভিডিওটি ছড়ানো হয়েছে।
৩ দিন আগে