Ajker Patrika

নির্বাচনের দিন অস্ত্র হাতে মহড়ার পুরোনো ভিডিও ভাইরাল

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ১৮: ৪৫
নির্বাচনের দিন অস্ত্র হাতে মহড়ার পুরোনো ভিডিও ভাইরাল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল রোববার (৭ জানুয়ারি)। এ নির্বাচনের দিন কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অস্ত্র হাতে মহড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিওটি কালকের ভোটের দিনের বলে দাবি করা হচ্ছে। ১ মিনিট ৫ সেকেন্ডের ভিডিওটি আজ সোমবার (৮ জানুয়ারি) বেলা ১টা পর্যন্ত প্রায় ১৮ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটি শেয়ার হয়েছে ২৫ হাজার বারের বেশি। 

এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানেএখানে। 

অনুসন্ধানে দেখা যায়, কুমিল্লার বরুড়ায় নির্বাচনের দিনের অস্ত্র হাতে মহড়া দেওয়ার দাবি করে প্রচারিত ভিডিওটির সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কোনো সম্পর্ক নেই। 

দাবিটি নিয়ে কি-ওয়ার্ড অনুসন্ধানে ফেসবুকে ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর জুনায়েদ আহমেদ নামের এক ব্যক্তির ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, অস্ত্র হাতে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে সোনার ছেলেরা। পোস্টটি থেকে ঘটনাটি কোন প্রসঙ্গের, সে সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

পরে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর সম্প্রতি ভাইরাল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে ওই বছরের ১২ আগস্ট এই অস্ত্রের মহড়া হয়। সেখানে টাঙানো শোক দিবসের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের এ ঘটনা ঘটে। 

পরে বেসরকারি টিভি চ্যানেল যমুনা টিভির ইউটিউব চ্যানেলে একই মাসের ৭ তারিখে ভাইরাল ভিডিওটি নিয়ে প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ থেকে জানা যায়, কুমিল্লার বরুড়ায় প্রকাশ্যে প্রতিপক্ষের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার চেষ্টাকারী দুই যুবককে তখনো ধরতে পারেনি পুলিশ। অস্ত্র হাতে ভিডিওটিতে যাঁদের দেখা গিয়েছিল, তাঁদের নাম রিয়াজ হোসেন ও ফরহাদ হোসেন। তাঁরা ওই ইউনিয়নেরই বাসিন্দা। খোশবাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবসের ব্যানার টানানো নিয়ে ১২ আগস্ট সংঘর্ষে জড়ান স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা। এই সময় অস্ত্র হাতে মারমুখী অবস্থানে দেখা যায় রিয়াজ ও ফরহাদ হোসেনকে। 

অর্থাৎ নির্বাচনের দিন অস্ত্র হাতে কুমিল্লার বরুড়া উপজেলার খোশবাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহড়া দেওয়ার দাবিটি সঠিক নয়। মূলত ভিডিওটি গত বছরের ১২ আগস্ট শোক দিবসের ব্যানার টানানোকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষের। 

প্রসঙ্গত, গতকাল নির্বাচনের ভোট গ্রহণের সময় দেশের বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শনী ও গোলাগুলির ঘটনা ঘটে। এসব ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকা। প্রতিবেদনগুলো দেখুন 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত