ফ্যাক্টচেক ডেস্ক
হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল গত ২৮ মার্চ। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে নেন অন্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিম শিক্ষার্থীরাও। এ নিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সাক্ষাৎকার ছিল, যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়। এই উৎসবের ভিডিও দাবি করে ‘ঝরা পাতা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ওপরে লেখা হয়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’।
ভিডিওটিতে একজন তরুণীর সঙ্গে এক তরুণকে হোলি উৎসবে আনন্দ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি আজ শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ৩ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ভাইরাল ভিডিওটিতে থাকা তরুণীকে ‘ছাত্রলীগ নেত্রী’ দাবি করেছেন। অনেক ব্যবহারকারীকেই ভিডিওটি বাংলাদেশের ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘gana_kantu’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ মার্চ ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রাম সেলিব্রিটি টুয়িংকল কাপুর ডলের (twinklekapoordoll) সঙ্গে ২০২৪ সালের হোলি উদ্যাপন।
অ্যাকাউন্টটিতে হোলি উৎসব উদযাপনের আরও ভিডিও পাওয়া যায়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারীর বিস্তারিত পরিচয় জানতে প্রোফাইলটি ঘুরে দেখা যায়, তাঁর পুরো নাম গনপতি নাইড়ু কানতু (Ganapathi naidu kantu)। তিনি নিজেকে একজন ‘আর্টিস্ট’ পরিচয় দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সূত্রে তাঁর ফেসবুক প্রোফাইলের লিংকও পাওয়া যায়। এ সূত্রে জানা যায়, গনপতি নাইড়ু কানতু ভারতের অন্ধ্র প্রদেশের বিজায়ওয়াড়া শহরে বসবাস করেন।
‘Twinklekapoordoll’ নামের ইনস্টাগ্রাম সেলিব্রিটির পরিচয় নিয়ে অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজেকে অভিনেত্রী দাবি করেছেন এবং পরিচয়ে লিখেছেন ‘MarathiMulgi’। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভাষা মারাঠি। মারাঠি ভাষায় ‘Mulgi’ শব্দের অর্থ মেয়ে, তরুণী। এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওতে থাকা তরুণীটিও বাংলাদেশি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও হোলি উৎসব উদ্যাপনের একইদিনের আরেকটি ভিডিও এবং ছবি পাওয়া যায়। এমন একটি ভিডিওতে মঞ্চে থাকা ব্যানারে ‘Hyderabad Models’ শব্দগুচ্ছ দেখা যায়।
এই শব্দগুচ্ছের সূত্রে অনুসন্ধানে ফেসবুকে ‘Hyderabad Models’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজে গত ১৮ মার্চ হোলি উৎসব উদ্যাপন নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি সূত্রে জানা যায়, এই হোলি উৎসবটি আয়োজন করা হয় ভারতের হায়দরাবাদে কুকাতপল্লী এইচএমডিএ প্লে গ্রাউন্ডে, মেট্রো হোলসেল সুপার মার্কেটের পাশে। এই উদ্যাপনে টুয়িংকল কাপুর ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হোলি উৎসবটি আয়োজন করা হয় গত ২৪ ও ২৫ মার্চ।
এসব তথ্যের ভিত্তিতে স্পষ্ট যে, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের।
হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব ছিল গত ২৮ মার্চ। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবে নেন অন্য ধর্মাবলম্বী বিশেষ করে মুসলিম শিক্ষার্থীরাও। এ নিয়ে জাতীয় দৈনিক যায়যায়দিন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনে বেশ কয়েকজন মুসলিম শিক্ষার্থীর সাক্ষাৎকার ছিল, যা নিয়ে পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়। এই উৎসবের ভিডিও দাবি করে ‘ঝরা পাতা’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩০ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির ওপরে লেখা হয়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’।
ভিডিওটিতে একজন তরুণীর সঙ্গে এক তরুণকে হোলি উৎসবে আনন্দ করতে দেখা যাচ্ছে। ভিডিওটি আজ শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টা পর্যন্ত ৩ লাখ বার দেখা হয়েছে, রিয়েকশন পড়েছে সাড়ে ৪ হাজারের বেশি। পোস্টটির কমেন্টবক্সে ফেসবুক ব্যবহারকারীদের কেউ কেউ ভাইরাল ভিডিওটিতে থাকা তরুণীকে ‘ছাত্রলীগ নেত্রী’ দাবি করেছেন। অনেক ব্যবহারকারীকেই ভিডিওটি বাংলাদেশের ভেবে মন্তব্য করতে দেখা গেছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘gana_kantu’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ২৯ মার্চ ভাইরাল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, ৫ লাখ ২০ হাজার ফলোয়ারের ইনস্টাগ্রাম সেলিব্রিটি টুয়িংকল কাপুর ডলের (twinklekapoordoll) সঙ্গে ২০২৪ সালের হোলি উদ্যাপন।
অ্যাকাউন্টটিতে হোলি উৎসব উদযাপনের আরও ভিডিও পাওয়া যায়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টধারীর বিস্তারিত পরিচয় জানতে প্রোফাইলটি ঘুরে দেখা যায়, তাঁর পুরো নাম গনপতি নাইড়ু কানতু (Ganapathi naidu kantu)। তিনি নিজেকে একজন ‘আর্টিস্ট’ পরিচয় দিয়েছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সূত্রে তাঁর ফেসবুক প্রোফাইলের লিংকও পাওয়া যায়। এ সূত্রে জানা যায়, গনপতি নাইড়ু কানতু ভারতের অন্ধ্র প্রদেশের বিজায়ওয়াড়া শহরে বসবাস করেন।
‘Twinklekapoordoll’ নামের ইনস্টাগ্রাম সেলিব্রিটির পরিচয় নিয়ে অনুসন্ধানে দেখা যায়, তিনি নিজেকে অভিনেত্রী দাবি করেছেন এবং পরিচয়ে লিখেছেন ‘MarathiMulgi’। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের ভাষা মারাঠি। মারাঠি ভাষায় ‘Mulgi’ শব্দের অর্থ মেয়ে, তরুণী। এ থেকে ধারণা করা যায়, ভাইরাল ভিডিওতে থাকা তরুণীটিও বাংলাদেশি নন। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও হোলি উৎসব উদ্যাপনের একইদিনের আরেকটি ভিডিও এবং ছবি পাওয়া যায়। এমন একটি ভিডিওতে মঞ্চে থাকা ব্যানারে ‘Hyderabad Models’ শব্দগুচ্ছ দেখা যায়।
এই শব্দগুচ্ছের সূত্রে অনুসন্ধানে ফেসবুকে ‘Hyderabad Models’ নামে একটি ফেসবুক পেজ খুঁজে পাওয়া যায়। এই পেজে গত ১৮ মার্চ হোলি উৎসব উদ্যাপন নিয়ে একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটি সূত্রে জানা যায়, এই হোলি উৎসবটি আয়োজন করা হয় ভারতের হায়দরাবাদে কুকাতপল্লী এইচএমডিএ প্লে গ্রাউন্ডে, মেট্রো হোলসেল সুপার মার্কেটের পাশে। এই উদ্যাপনে টুয়িংকল কাপুর ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। হোলি উৎসবটি আয়োজন করা হয় গত ২৪ ও ২৫ মার্চ।
এসব তথ্যের ভিত্তিতে স্পষ্ট যে, ‘রমজানে রং উৎসবে ঢাবি শিক্ষার্থী’ দাবিতে ভাইরাল ভিডিওটি ভারতের।
সারজিস আলমের বিয়ে উপলক্ষে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ আরও অনেকেই বিয়ের ছবি প্রকাশ করে তাঁকে শুভেচ্ছা জানান। এরই মধ্যে, সারজিস আলমের বিয়ের দৃশ্য—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৯ ঘণ্টা আগেভারতীয় গণমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) একই তথ্যে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে গণমাধ্যমটি একটি ছবি যুক্ত করেছে এবং জি ২৪ ঘণ্টার (Zee 24 Ghanta) ফেসবুক পেজেও ছবিটি প্রকাশ করা হয়। অর্থাৎ, ছবিটি দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
১ দিন আগেএটি বিশ্ব ইজতেমার ৫৮ তম আয়োজন। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে, ২০২৫
১ দিন আগেভারতে তিনি প্রথমবার প্রকাশ্যে আসার দাবিতে এর আগে একাধিক ভিডিও ছড়ালে সেগুলো শনাক্ত করে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। এরই মধ্যে ভারত থেকে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন—এমন দাবিতে আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে