ফ্যাক্টচেক ডেস্ক
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অসুস্থ এবং তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন তথ্যসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকেই। পোস্টটি শেয়ার দিয়ে অনেকেই স্পিকারের সুস্থতা কামনা করছেন। ফেসবুকে এ সংক্রান্ত তিন শতাধিক পোস্ট খুঁজে পাওয়া গেছে।
ফ্যাক্টচেক
কি-ওয়ার্ড সার্চ করে স্পিকারের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত সর্বশেষ খবর পাওয়া যায় ২০১৬ সালের ৩১ মে। বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়- ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার রাতে অসুস্থ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। আজ সোমবার রাতে সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্পিকারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি উপস্থিত চিকিৎসকদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং স্পিকারের দ্রুত রোগ মুক্তি কামনা করেন’।
বর্তমানে স্পিকারের অসুস্থতাজনিত পোস্টে যে ছবিটি ব্যবহার করা হচ্ছে, তা ওই দিন একাধিক গণমাধ্যমে বাসস-এর বরাতে প্রকাশিত হয়।
এদিকে গতকাল বুধবার বিকেল ৫টায় শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অধিবেশনে দেখা যায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবারের অধিবেশন শুরু হয়েছে। জানা যায়, কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।
গতকাল অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মাজহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ, রুমানা আলী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
আজ অধিবেশনের দ্বিতীয় দিনেও সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সিদ্ধান্ত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুস্থ আছেন এবং চলমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। তাঁর অসুস্থতার খবর দিয়ে ফেসবুক পোস্টগুলো সঠিক নয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অসুস্থ এবং তাঁকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা- এমন তথ্যসহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন অনেকেই। পোস্টটি শেয়ার দিয়ে অনেকেই স্পিকারের সুস্থতা কামনা করছেন। ফেসবুকে এ সংক্রান্ত তিন শতাধিক পোস্ট খুঁজে পাওয়া গেছে।
ফ্যাক্টচেক
কি-ওয়ার্ড সার্চ করে স্পিকারের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া সংক্রান্ত সর্বশেষ খবর পাওয়া যায় ২০১৬ সালের ৩১ মে। বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে লেখা হয়- ‘জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত শনিবার রাতে অসুস্থ হয়ে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। আজ সোমবার রাতে সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী স্পিকারের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। তিনি উপস্থিত চিকিৎসকদের কাছে স্পিকারের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং স্পিকারের দ্রুত রোগ মুক্তি কামনা করেন’।
বর্তমানে স্পিকারের অসুস্থতাজনিত পোস্টে যে ছবিটি ব্যবহার করা হচ্ছে, তা ওই দিন একাধিক গণমাধ্যমে বাসস-এর বরাতে প্রকাশিত হয়।
এদিকে গতকাল বুধবার বিকেল ৫টায় শুরু হওয়া সংসদের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন। সংসদ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অধিবেশনে দেখা যায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে এবারের অধিবেশন শুরু হয়েছে। জানা যায়, কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। প্রতিদিন ১০০-১২০ জন সংসদ সদস্যের উপস্থিতিতে বসবে সংসদের বৈঠক।
গতকাল অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন স্পিকার। এবার অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- শহীদুজ্জামান সরকার, এবি তাজুল ইসলাম, মাজহারুল হক প্রধান, আনিসুল ইসলাম মাহমুদ, রুমানা আলী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে এদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন।
আজ অধিবেশনের দ্বিতীয় দিনেও সভাপতিত্ব করছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সিদ্ধান্ত
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সুস্থ আছেন এবং চলমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছেন। তাঁর অসুস্থতার খবর দিয়ে ফেসবুক পোস্টগুলো সঠিক নয়।
পুলিশের সামনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে—এই দাবিতে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়ানো হয়েছে। একই ক্যাপশনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে ছড়ানো হয়েছে। ভিডিওটিতে একজন অর্ধনগ্ন ব্যক্তিকে আহত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি আঘাত
১০ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশংসা করছেন—এই দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এটি একই ক্যাপশনে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুলও একই ভিডিও
১ দিন আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতরে মারা গেছেন—এই দাবিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছবিটি একই ক্যাপশনে বিভিন্ন এক্স ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। কথিত ওই বিজ্ঞপ্তির ছবিতে পাকিস্তান সরকারের লোগো রয়েছে এবং প্রকাশের তারিখ ১০
২ দিন আগে‘আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তোলা প্রত্যেকটা দল একাত্তরবিরোধী শক্তি’, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মির্জা ফখরুলের ছবি ও ওই বক্তব্যসংবলিত একটি ফটোকার্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে একটি বেসরকারি টেলিভিশন ও একটি জাতীয়
৩ দিন আগে