ফ্যাক্টচেক ডেস্ক
গত সপ্তাহে নতুন ডিজাইন ও ছবিসংবলিত কয়েকটি নোট বাজারে আসার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ২০ টাকার নোটে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি থাকার তথ্যও সংবাদ মাধ্যমে এসেছে। এরই মধ্যে, নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে—এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
‘Ashraf Ali Nizampuri’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (২৬ মে) বিকাল ৪টা ১১ মিনিটে পোস্ট করা ছবিটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘ছবি ব্যবহার আর মন্দির ব্যবহার এক নয়! নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে এই কান্তজিউ মন্দিরটি অবস্থিত এবং কান্তজিউ মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের বড় প্রতীক হিসেবে স্বীকৃত। কান্ত অর্থ: কৃষ্ণ, জিউ অর্থ: বেঁচে থাকো, চিরজীবী হও, কান্তজিউ অর্থ হে কৃষ্ণ, চিরজীবী হও। কেউ যদি বিশ টাকার নোট মসজিদের দান বাক্সে অনুদান হিসেবে দিয়ে থাকে তাহলে মন্দিরকে কৌশলে মসজিদে ঢুকানো হলো। এসব কারা করছে! আমি মনে করি যারা এসব করছে তারা নিঃসন্দেহে সুপরিকল্পিতভাবে মুসলমানদের উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই নোট বাজারে আসার পূর্বে পরিবর্তন করা জরুরি, পরিবর্তন করতে হবে।।’ (বানান অপরিবর্তিত)
আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ছবিটিতে ১ হাজার ৫০০টি রিঅ্যাকশন পড়েছে। এতে ২৩০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯৩৮ বার। এসব কমেন্টে অনেকে ২০ টাকার এই নোটটি ভুয়া উল্লেখ করেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছে। Abu Muhammad Azizi নামে ফেসবুক অ্যাকাউন্ট লিখেছে, ‘এই নোট বয়কট এর জোর দাবি জানাচ্ছি...সবাই ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলুন।’ (বানান অপরিবর্তিত) Mohammad Ariful Islam লিখেছে, ‘আমরা সবাই দাবি জানায় যেন এই নোট অতি শীঘ্রই পরিবর্তন করে।’ (বানান অপরিবর্তিত)
Taher Ahmed, RX Razin নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং Alhamdulillah নামে পেজ থেকে একই ক্যাপশনে ২০ টাকার নোটের এই ছবিটি পোস্ট করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এমন ২০ টাকার নোট বাজারে ছেড়েছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকটির ওয়েবসাইটে খোঁজ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ওয়েবসাইটে বর্তমান ব্যাংক নোটের তালিকায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ২০ টাকার নোটটি পাওয়া যায়নি।
এ ছাড়া, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ২০ টাকার নোটটি লক্ষ্য করলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। যেমন: বাংলাদেশ ব্যাংকের বর্তমান ব্যাংক নোটের তালিকায় থাকা ২০ টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের নিচে প্রকাশ সাল উল্লেখ আছে। কিন্তু ছড়িয়ে পড়া ২০ টাকার নোটে ওই স্থানে সাল উল্লেখ নেই।
পাশাপাশি ছড়িয়ে পড়া নোটে লেখা ‘কান্তাজিউ মন্দির’। অথচ বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে ‘কান্তজীউ মন্দির’ লেখা হয়েছে। গণমাধ্যমেও সাধারণত ‘কান্তজিউ মন্দির’ লেখা হয়। কোথাও ‘কান্তাজিউ মন্দির’ লেখা পাওয়া যায়নি।
২০ টাকার নতুন নোটের নকশা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে কিনা জানতে কেন্দ্রীয় ব্যাংকটির মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কে. এম. ইব্রাহিমের সঙ্গে সেলফোনে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ছবিটি সম্পর্কে জানালে তিনি বলেন, ‘২০ টাকার এই নোটটি ভুয়া।’
সুতরাং, নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ২০ টাকার নোটের ছবিবিটি বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশ করা হয়নি। ছবিটি এডিটেড অথবা বানানো।
গত সপ্তাহে নতুন ডিজাইন ও ছবিসংবলিত কয়েকটি নোট বাজারে আসার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ২০ টাকার নোটে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি থাকার তথ্যও সংবাদ মাধ্যমে এসেছে। এরই মধ্যে, নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে—এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
‘Ashraf Ali Nizampuri’ নামের ফেসবুক পেজ থেকে গতকাল সোমবার (২৬ মে) বিকাল ৪টা ১১ মিনিটে পোস্ট করা ছবিটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘ছবি ব্যবহার আর মন্দির ব্যবহার এক নয়! নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে এই কান্তজিউ মন্দিরটি অবস্থিত এবং কান্তজিউ মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের বড় প্রতীক হিসেবে স্বীকৃত। কান্ত অর্থ: কৃষ্ণ, জিউ অর্থ: বেঁচে থাকো, চিরজীবী হও, কান্তজিউ অর্থ হে কৃষ্ণ, চিরজীবী হও। কেউ যদি বিশ টাকার নোট মসজিদের দান বাক্সে অনুদান হিসেবে দিয়ে থাকে তাহলে মন্দিরকে কৌশলে মসজিদে ঢুকানো হলো। এসব কারা করছে! আমি মনে করি যারা এসব করছে তারা নিঃসন্দেহে সুপরিকল্পিতভাবে মুসলমানদের উস্কানি দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই নোট বাজারে আসার পূর্বে পরিবর্তন করা জরুরি, পরিবর্তন করতে হবে।।’ (বানান অপরিবর্তিত)
আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ছবিটিতে ১ হাজার ৫০০টি রিঅ্যাকশন পড়েছে। এতে ২৩০টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৯৩৮ বার। এসব কমেন্টে অনেকে ২০ টাকার এই নোটটি ভুয়া উল্লেখ করেন। আবার অনেকে সত্য মনে করেও কমেন্ট করেছে। Abu Muhammad Azizi নামে ফেসবুক অ্যাকাউন্ট লিখেছে, ‘এই নোট বয়কট এর জোর দাবি জানাচ্ছি...সবাই ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলুন।’ (বানান অপরিবর্তিত) Mohammad Ariful Islam লিখেছে, ‘আমরা সবাই দাবি জানায় যেন এই নোট অতি শীঘ্রই পরিবর্তন করে।’ (বানান অপরিবর্তিত)
Taher Ahmed, RX Razin নামে ফেসবুক অ্যাকাউন্ট এবং Alhamdulillah নামে পেজ থেকে একই ক্যাপশনে ২০ টাকার নোটের এই ছবিটি পোস্ট করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এমন ২০ টাকার নোট বাজারে ছেড়েছে কিনা তা জানতে কেন্দ্রীয় ব্যাংকটির ওয়েবসাইটে খোঁজ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। ওয়েবসাইটে বর্তমান ব্যাংক নোটের তালিকায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ২০ টাকার নোটটি পাওয়া যায়নি।
এ ছাড়া, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ২০ টাকার নোটটি লক্ষ্য করলে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। যেমন: বাংলাদেশ ব্যাংকের বর্তমান ব্যাংক নোটের তালিকায় থাকা ২০ টাকার নোটে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রামের নিচে প্রকাশ সাল উল্লেখ আছে। কিন্তু ছড়িয়ে পড়া ২০ টাকার নোটে ওই স্থানে সাল উল্লেখ নেই।
পাশাপাশি ছড়িয়ে পড়া নোটে লেখা ‘কান্তাজিউ মন্দির’। অথচ বাংলাদেশ পর্যটন করপোরেশনের ওয়েবসাইটে ‘কান্তজীউ মন্দির’ লেখা হয়েছে। গণমাধ্যমেও সাধারণত ‘কান্তজিউ মন্দির’ লেখা হয়। কোথাও ‘কান্তাজিউ মন্দির’ লেখা পাওয়া যায়নি।
২০ টাকার নতুন নোটের নকশা বাংলাদেশ ব্যাংক প্রকাশ করেছে কিনা জানতে কেন্দ্রীয় ব্যাংকটির মুদ্রা ব্যবস্থাপনা বিভাগের পরিচালক কে. এম. ইব্রাহিমের সঙ্গে সেলফোনে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার ছবিটি সম্পর্কে জানালে তিনি বলেন, ‘২০ টাকার এই নোটটি ভুয়া।’
সুতরাং, নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহারের দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ২০ টাকার নোটের ছবিবিটি বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশ করা হয়নি। ছবিটি এডিটেড অথবা বানানো।
একটি মেরিন পার্কে এক নারী প্রশিক্ষককে চুবিয়ে হত্যা করেছে অরকা বা কিলার তিমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। মর্মান্তিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাসিফিক ব্লু মেরিন পার্কে ‘জেসিকা র্যাডক্লিফ’ নামে একজন প্রশিক্ষককে একটি অরকা আ
১৩ আগস্ট ২০২৫গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৭ জুলাই ২০২৫রাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৪ জুলাই ২০২৫বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫