Ajker Patrika

এই লাশের সারি কি দেশে করোনায় মৃতদের?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১২: ৩৮
এই লাশের সারি কি দেশে করোনায় মৃতদের?

দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।

 ‘করোনায় লাশের বন্যা’-এ রকম লেখা দিয়ে নেটিজেনদের মনে ভীতির সৃষ্টি করা হচ্ছেফ্যাক্টচেক
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।

 ঘটনার সত্যতা নিয়ে মন্তব্য লেখেন রাজশাহী মেডিকেলের শিক্ষার্থী সাব্বির আহমেদমন্তব্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় রাজশাহী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি রাজশাহী মেডিকেলের হোস্টেলেই থাকেন। ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তাঁর নিয়মিত যাতায়াত। অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানে গিয়ে একটি ছবি তুলে পাঠান তিনি।

অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানের ছবি তুলে পাঠান সাব্বির আহমেদক্রস চেকের অংশ হিসেবে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ মার্চ রাজশাহী-নাটোর মহাসড়কে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হন। পরে নিহতদের লাশ রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয়। ওই দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তাঁর চোখের সামনেই ঘটেছে।

সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত