ফ্যাক্টচেক ডেস্ক
দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।
মন্তব্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় রাজশাহী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি রাজশাহী মেডিকেলের হোস্টেলেই থাকেন। ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তাঁর নিয়মিত যাতায়াত। অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানে গিয়ে একটি ছবি তুলে পাঠান তিনি।
ক্রস চেকের অংশ হিসেবে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ মার্চ রাজশাহী-নাটোর মহাসড়কে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হন। পরে নিহতদের লাশ রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয়। ওই দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তাঁর চোখের সামনেই ঘটেছে।
সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।
দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।
মন্তব্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় রাজশাহী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি রাজশাহী মেডিকেলের হোস্টেলেই থাকেন। ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তাঁর নিয়মিত যাতায়াত। অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানে গিয়ে একটি ছবি তুলে পাঠান তিনি।
ক্রস চেকের অংশ হিসেবে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ মার্চ রাজশাহী-নাটোর মহাসড়কে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হন। পরে নিহতদের লাশ রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয়। ওই দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তাঁর চোখের সামনেই ঘটেছে।
সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১০ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫