ফ্যাক্টচেক ডেস্ক
পলিথিনে মোড়ানো সারিবদ্ধ কয়েকটি লাশের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ শনিবার সকাল থেকে ছবিটি পোস্ট করে এটিকে দেশে করোনার ভয়াবহতার চিত্র বলে দাবি করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। এরই মধ্যে কয়েক হাজার আইডি, গ্রুপ ও পেজে ছবিটি বাংলাদেশের বলে প্রচার করতে দেখা যাচ্ছে।
বেশির ভাগ পোস্টে দাবি করা হচ্ছে, লাশের এই ছবি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তোলা। কেউ কেউ রাজশাহী মেডিকেলের বলেও দাবি করছেন।
জারা সুমাইয়া সুলতানা নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘আল্লাহ মাফ করো। চিন্তা করুন, যেই চাদরে শুয়ে ছিলেন তাতেই মুড়িয়ে পলিথিনে পেঁচিয়ে রেখেছে আপনাকে। ছবিটি খুলনা মেডিকেল কলেজের।’
তানজিলা আক্তার নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘যে হারে গরুর হাটে যাচ্ছেন, মার্কেটে, রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনারা ১৪ দিন পর এই ছবির চেয়ে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবেন। বিস্ফোরণের অপেক্ষা করুন। ছবিটা খুলনা মেডিকেলের আর খুলনা বাংলাদেশেই জানেন তো, না?????’
হোসেন ফিরোজ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘এটা বিদেশি কোনো ছবি নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। এই মৃত মানুষগুলো দুদিন আগেও আমাদের মতো রাস্তায়, বাজারে, শপিং মলে ঘুরে বেড়াতো। কিন্তু করোনার ছোবলে আজ তারা প্রাণহীন।’
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, গত ১৫ জুলাই মিয়ানমারের ‘খিত থিত মিডিয়া’ নামের একটি সংবাদভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজে লাশের সারির দুটি ছবি পোস্ট করা হয়। বাংলাদেশে ভাইরাল হওয়া ছবিটিও সেখানে রয়েছে। বর্মি ভাষায় লেখা ক্যাপশনটি গুগল ট্রান্সলেট দিয়ে ইংরেজিতে অনুবাদ করলে জানা যায়, ছবিটি মিয়ানমারের থাই সীমান্তে কায়িন রাজ্যের মায়াবতী জেলার মায়াবতী হাসপাতালের মর্গে তোলা। ওই দিন সেখানে ২২ জন কোভিড আক্রান্ত রোগী মারা যান।
একই দিন মিয়ানমার থেকে পরিচালিত অন্তত ২০টি টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম বেশ কিছু ছবি পোস্ট করে তথ্যটি শেয়ার করতে দেখা যায়।
আজকের পত্রিকার রাজশাহী ও খুলনা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন।
মিয়ানমারের মূলধারার সংবাদমাধ্যমে ছবিটি খুঁজে পাওয়া যায়নি। অবশ্য গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর দেশটির গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে জান্তা সরকার। ফেসবুক পেজ নির্ভরযোগ্য সূত্র না হলেও যেহেতু রিভার্স সার্চে ১৫ জুলাইয়ের আগে ওই ছবি অন্য কোথাও পোস্ট হতে দেখা যায়নি, সেহেতু ওই ছবিটি যে বাংলাদেশের নয়, সেটি নিশ্চিত করে বলা যায়।
সিদ্ধান্ত
পলিথিনে মোড়ানো লাশের সারির ছবিটি খুলনা বা রাজশাহী মেডিকেলে কোভিডে মৃতদের নয়।
পলিথিনে মোড়ানো সারিবদ্ধ কয়েকটি লাশের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। আজ শনিবার সকাল থেকে ছবিটি পোস্ট করে এটিকে দেশে করোনার ভয়াবহতার চিত্র বলে দাবি করছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। এরই মধ্যে কয়েক হাজার আইডি, গ্রুপ ও পেজে ছবিটি বাংলাদেশের বলে প্রচার করতে দেখা যাচ্ছে।
বেশির ভাগ পোস্টে দাবি করা হচ্ছে, লাশের এই ছবি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তোলা। কেউ কেউ রাজশাহী মেডিকেলের বলেও দাবি করছেন।
জারা সুমাইয়া সুলতানা নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘আল্লাহ মাফ করো। চিন্তা করুন, যেই চাদরে শুয়ে ছিলেন তাতেই মুড়িয়ে পলিথিনে পেঁচিয়ে রেখেছে আপনাকে। ছবিটি খুলনা মেডিকেল কলেজের।’
তানজিলা আক্তার নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘যে হারে গরুর হাটে যাচ্ছেন, মার্কেটে, রেস্টুরেন্টে যাচ্ছেন, আপনারা ১৪ দিন পর এই ছবির চেয়ে ভয়াবহ রূপ নিয়ে দাঁড়াবেন। বিস্ফোরণের অপেক্ষা করুন। ছবিটা খুলনা মেডিকেলের আর খুলনা বাংলাদেশেই জানেন তো, না?????’
হোসেন ফিরোজ নামে একটি আইডি থেকে লেখা হয়েছে, ‘এটা বিদেশি কোনো ছবি নয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ছবি। এই মৃত মানুষগুলো দুদিন আগেও আমাদের মতো রাস্তায়, বাজারে, শপিং মলে ঘুরে বেড়াতো। কিন্তু করোনার ছোবলে আজ তারা প্রাণহীন।’
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে দেখা যায়, গত ১৫ জুলাই মিয়ানমারের ‘খিত থিত মিডিয়া’ নামের একটি সংবাদভিত্তিক ভেরিফায়েড ফেসবুক পেজে লাশের সারির দুটি ছবি পোস্ট করা হয়। বাংলাদেশে ভাইরাল হওয়া ছবিটিও সেখানে রয়েছে। বর্মি ভাষায় লেখা ক্যাপশনটি গুগল ট্রান্সলেট দিয়ে ইংরেজিতে অনুবাদ করলে জানা যায়, ছবিটি মিয়ানমারের থাই সীমান্তে কায়িন রাজ্যের মায়াবতী জেলার মায়াবতী হাসপাতালের মর্গে তোলা। ওই দিন সেখানে ২২ জন কোভিড আক্রান্ত রোগী মারা যান।
একই দিন মিয়ানমার থেকে পরিচালিত অন্তত ২০টি টুইটার অ্যাকাউন্ট থেকে একই রকম বেশ কিছু ছবি পোস্ট করে তথ্যটি শেয়ার করতে দেখা যায়।
আজকের পত্রিকার রাজশাহী ও খুলনা প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে তাঁরা সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন।
মিয়ানমারের মূলধারার সংবাদমাধ্যমে ছবিটি খুঁজে পাওয়া যায়নি। অবশ্য গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর দেশটির গণমাধ্যমের কণ্ঠরোধ করেছে জান্তা সরকার। ফেসবুক পেজ নির্ভরযোগ্য সূত্র না হলেও যেহেতু রিভার্স সার্চে ১৫ জুলাইয়ের আগে ওই ছবি অন্য কোথাও পোস্ট হতে দেখা যায়নি, সেহেতু ওই ছবিটি যে বাংলাদেশের নয়, সেটি নিশ্চিত করে বলা যায়।
সিদ্ধান্ত
পলিথিনে মোড়ানো লাশের সারির ছবিটি খুলনা বা রাজশাহী মেডিকেলে কোভিডে মৃতদের নয়।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১০ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫