ফ্যাক্টচেক ডেস্ক
মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। এতে দেখা যায়, একজন যুবক একটি কাঠের টেবিলে দাঁড়িয়ে আছেন। এমন সময় তাঁকে লক্ষ্য করে একজন বেশ কয়েক রাউন্ড গুলি করছেন। একপর্যায়ে যুবকটি মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার পরেও তাঁকে গুলি করা হচ্ছিল। তবে যিনি গুলি করছেন, তাঁকে দেখা যায়নি। শুধু তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে।
‘Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে আজ সোমবার (২৬ মে) বেলা ১২টা ৪৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘মালোশিয়াই বাংলাদেশি রং মিস্ত্রির কাজ করছিলো হটাৎ ঐ বাসার একটা মেয়ের দিকে ছেলেটির চোখ পড়ে, তখন বাসার মালিক ছেলেটিকে কি ভাবে গুলি করে হত্যা করে। হায়রে প্রবাস।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিডিওটি ৩২ হাজারবার দেখা হয়েছে এবং ৯৪৪টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৪৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩৪৭ বার।
এসব কমেন্টে অনেকে এটিকে ভিন্ন দেশের ঘটনা বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করেও মন্তব্য করেছে। Omar Faruk নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘হৃদয় বিদারক দৃশ্য টি।। মালয়েশিয়ার মতো উন্নত দেশের আইনশৃঙ্খলা এমন।।। আশ্চর্য।’
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘Portal Tucuma’-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২৪ সালের ২৮ জুন প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তির দেহ কাঠামো, তাঁর পোশাক, গুলি করার দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনটি পর্তুগিজ ভাষায় লেখা। এ থেকে জানা যায়, ২০২৪ সালের ২৮ জুন বিকেলে ব্রাজিলের অ্যামাজনাস অঙ্গরাজ্যের রাজধানী মানাউসের উত্তর অঞ্চলের নোভো আলেক্সোর পেনেট্রাকাও ২ স্ট্রিটের একটি বাণিজ্যিক এলাকায় লুকাস পেরেরা (২১) নামের এক যুবক কাজ করছিলেন। তখন স্থানীয় পিসিসি বন্দুকধারীরা তাঁকে গুলি করে হত্যা করেন। লুকাস পেরেরা স্থানীয়ভাবে ‘ওলহাও’ ডাকনামে বেশি পরিচিত। (পর্তুগিজ থেকে বাংলায় ভাষান্তরিত)
প্রতিবেদন থেকে আরও জানা যায়, লুকাস পেরেরার একজন সহকর্মী এই হত্যাকাণ্ডের ঘটনাটি সরাসরি দেখেছিলেন। তবে বন্দুকধারীরা তাঁর কোনো ক্ষতি করেননি। লুকাস পেরেরা সেই অঞ্চলে মাদক কারবারির সঙ্গে যুক্ত ছিলেন। তাই ধারণা করা হচ্ছে, এমন কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। (পর্তুগিজ থেকে বাংলায় ভাষান্তরিত)
ব্রাজিলের ডিপিটিসি নামের পুলিশের একটি বিশেষায়িত শাখার কর্মকর্তারা আলামত সংগ্রহের পর লিগ্যাল মেডিকেল ইনস্টিটিউটে (আইএমএল) লুকাস পেরেরা মরদেহ সরিয়ে নেয়। এই ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীদের গ্রেপ্তার করার লক্ষ্যে ডিইএইচস নামে ব্রাজিলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষায়িত দল তদন্ত করছে। (পর্তুগিজ থেকে বাংলায় ভাষান্তরিত)
ব্রাজিলভিত্তিক Portal Marcos নামের একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৮ জুন প্রতিবেদনটি পর্তুগিজ ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্যে উক্ত ঘটনার স্থিরচিত্র পাওয়া যায়।
এ ছাড়া মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দাবিসংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাম্প্রতিক সময়ে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সুতরাং, মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটিও পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২৮ জুন ব্রাজিলের অ্যামাজনাস অঙ্গরাজ্যের রাজধানী মানাউসের একটি বাণিজ্যিক এলাকায় লুকাস পেরেরা নামের এক যুবককে স্থানীয় পিসিসি বন্দুকধারীরা গুলি করে হত্যা করেন। সেই ঘটনারই দৃশ্য এটি।
মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দৃশ্য—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। এতে দেখা যায়, একজন যুবক একটি কাঠের টেবিলে দাঁড়িয়ে আছেন। এমন সময় তাঁকে লক্ষ্য করে একজন বেশ কয়েক রাউন্ড গুলি করছেন। একপর্যায়ে যুবকটি মাটিতে পড়ে যান। পড়ে যাওয়ার পরেও তাঁকে গুলি করা হচ্ছিল। তবে যিনি গুলি করছেন, তাঁকে দেখা যায়নি। শুধু তাঁর হাতে থাকা আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছে।
‘Dr-Rabbi Alam’ নামের ফেসবুক পেজ থেকে আজ সোমবার (২৬ মে) বেলা ১২টা ৪৭ মিনিটে পোস্ট করা ভিডিওটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। এর ক্যাপশনে লেখা, ‘মালোশিয়াই বাংলাদেশি রং মিস্ত্রির কাজ করছিলো হটাৎ ঐ বাসার একটা মেয়ের দিকে ছেলেটির চোখ পড়ে, তখন বাসার মালিক ছেলেটিকে কি ভাবে গুলি করে হত্যা করে। হায়রে প্রবাস।’ (বানান অপরিবর্তিত)
আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভিডিওটি ৩২ হাজারবার দেখা হয়েছে এবং ৯৪৪টি রিঅ্যাকশন পড়েছে। এতে ৪৭টি কমেন্ট পড়েছে এবং শেয়ার হয়েছে ৩৪৭ বার।
এসব কমেন্টে অনেকে এটিকে ভিন্ন দেশের ঘটনা বলে উল্লেখ করেছেন। আবার অনেকে সত্য মনে করেও মন্তব্য করেছে। Omar Faruk নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘হৃদয় বিদারক দৃশ্য টি।। মালয়েশিয়ার মতো উন্নত দেশের আইনশৃঙ্খলা এমন।।। আশ্চর্য।’
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘Portal Tucuma’-এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর মিল পাওয়া যায়। প্রতিবেদনটি ২০২৪ সালের ২৮ জুন প্রকাশিত। এর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তির দেহ কাঠামো, তাঁর পোশাক, গুলি করার দৃশ্যের মিল রয়েছে।
প্রতিবেদনটি পর্তুগিজ ভাষায় লেখা। এ থেকে জানা যায়, ২০২৪ সালের ২৮ জুন বিকেলে ব্রাজিলের অ্যামাজনাস অঙ্গরাজ্যের রাজধানী মানাউসের উত্তর অঞ্চলের নোভো আলেক্সোর পেনেট্রাকাও ২ স্ট্রিটের একটি বাণিজ্যিক এলাকায় লুকাস পেরেরা (২১) নামের এক যুবক কাজ করছিলেন। তখন স্থানীয় পিসিসি বন্দুকধারীরা তাঁকে গুলি করে হত্যা করেন। লুকাস পেরেরা স্থানীয়ভাবে ‘ওলহাও’ ডাকনামে বেশি পরিচিত। (পর্তুগিজ থেকে বাংলায় ভাষান্তরিত)
প্রতিবেদন থেকে আরও জানা যায়, লুকাস পেরেরার একজন সহকর্মী এই হত্যাকাণ্ডের ঘটনাটি সরাসরি দেখেছিলেন। তবে বন্দুকধারীরা তাঁর কোনো ক্ষতি করেননি। লুকাস পেরেরা সেই অঞ্চলে মাদক কারবারির সঙ্গে যুক্ত ছিলেন। তাই ধারণা করা হচ্ছে, এমন কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। (পর্তুগিজ থেকে বাংলায় ভাষান্তরিত)
ব্রাজিলের ডিপিটিসি নামের পুলিশের একটি বিশেষায়িত শাখার কর্মকর্তারা আলামত সংগ্রহের পর লিগ্যাল মেডিকেল ইনস্টিটিউটে (আইএমএল) লুকাস পেরেরা মরদেহ সরিয়ে নেয়। এই ঘটনায় অভিযুক্ত বন্দুকধারীদের গ্রেপ্তার করার লক্ষ্যে ডিইএইচস নামে ব্রাজিলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষায়িত দল তদন্ত করছে। (পর্তুগিজ থেকে বাংলায় ভাষান্তরিত)
ব্রাজিলভিত্তিক Portal Marcos নামের একটি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে ২০২৪ সালের ২৮ জুন প্রতিবেদনটি পর্তুগিজ ভাষায় প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্যে উক্ত ঘটনার স্থিরচিত্র পাওয়া যায়।
এ ছাড়া মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দাবিসংশ্লিষ্ট কি-ওয়ার্ড সার্চ করে দেশীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাম্প্রতিক সময়ে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
সুতরাং, মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার দৃশ্য দাবিতে ছড়ানো ভিডিওটিও পুরোনো ও ভিন্ন ঘটনার। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের ২৮ জুন ব্রাজিলের অ্যামাজনাস অঙ্গরাজ্যের রাজধানী মানাউসের একটি বাণিজ্যিক এলাকায় লুকাস পেরেরা নামের এক যুবককে স্থানীয় পিসিসি বন্দুকধারীরা গুলি করে হত্যা করেন। সেই ঘটনারই দৃশ্য এটি।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন—এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে তথ্যটি ছড়ানো হচ্ছে।
১ দিন আগেবুলডোজারে উল্টো করে ঝুলিয়ে একজনকে মারধর করা হচ্ছে— এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা বুলডোজারে এক ব্যক্তিকে উল্টো করে ঝুলিয়ে আরেকজন বেল্ট সদৃশ বস্তু দিয়ে পেটাচ্ছেন।
১ দিন আগেগত সপ্তাহে নতুন ডিজাইন ও ছবিসংবলিত কয়েকটি নোট বাজারে আসার কথা জানায় বাংলাদেশ ব্যাংক। ২০ টাকার নোটে কান্তজিউ মন্দির ও বৌদ্ধমন্দিরের ছবি থাকার তথ্যও সংবাদ মাধ্যমে এসেছে। এরই মধ্যে, নতুন বিশ টাকার নোটে কান্তজিউ মন্দিরের ছবি ব্যবহার করা হয়েছে—এমন দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
২ দিন আগেমানুষের প্রতিদিনের খাদ্যতালিকায় অন্যতম খাদ্য উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় খাবার। শরীরে প্রয়োজনীয় শক্তি সরবরাহ এবং শারীরবৃত্তীয় কাজ পরিচালনায় এই উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শর্করা জাতীয় কিছু খাদ্য হচ্ছে চাল, আটা, আলু ইত্যাদি। অনেকের ধারণা, শর্করা খেলে মানুষের শরীর স্থূল হয়ে যায়
৪ দিন আগে