ফ্যাক্টচেক ডেস্ক
জনতার উল্লাসের এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ইমরান খান আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত’ হয়েছেন। এমন বাংলা ক্যাপশনসহ এক ভিডিও টিকটকে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে প্রায় ৬৪ হাজার; এটি দেখা হয়েছে ৯০০ বারের বেশি।
ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের পাকিস্তানের আবারও প্রেসিডেন্ট হওয়ার দাবিটি সঠিক নয়। ২০২২ সালের পাকিস্তানের সংসদীয় উপনির্বাচনে ইমরান খানের জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে জি-নিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ ভিডিও প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।
পরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিই জয়লাভ করেন ইমরান খান।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও না।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।
সিদ্ধান্ত
২০২২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেন ইমরান খান। তখনকার সমর্থকদের আনন্দ উদ্যাপনের ভিডিওকে ইমরান খানের আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার দাবি করে প্রচার করা যাচ্ছে, যা আসলে মিথ্যা।
জনতার উল্লাসের এক ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রচার করে দাবি করা হচ্ছে, ‘ইমরান খান আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত’ হয়েছেন। এমন বাংলা ক্যাপশনসহ এক ভিডিও টিকটকে শনিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত প্রায় ৬ লাখ ৩৪ হাজার বার দেখা হয়েছে। এতে রিয়েক্ট পড়েছে প্রায় ৬৪ হাজার; এটি দেখা হয়েছে ৯০০ বারের বেশি।
ভিডিওটি দেখুন এখানে।
অনুসন্ধানে দেখা যায়, ইমরান খানের পাকিস্তানের আবারও প্রেসিডেন্ট হওয়ার দাবিটি সঠিক নয়। ২০২২ সালের পাকিস্তানের সংসদীয় উপনির্বাচনে ইমরান খানের জয়ে সমর্থকদের উল্লাসের ভিডিও ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটির সূত্রে কি-ওয়ার্ড অনুসন্ধানে জি-নিউজ টিভি নামের ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১৬ অক্টোবর প্রচারিত এক ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এ ভিডিও প্রতিবেদনের সঙ্গে সাম্প্রতিক সময়ে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, পাকিস্তানে ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশিত সংসদীয় আসনের ভোটের ফলাফলে ইমরান খান বিপুল ভোটে জয়লাভ করেছেন।
পরে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি মূলত ২০২২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত উপনির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জয়ের পর তাঁর সমর্থকদের উদ্যাপনের। ২০২২ সালের ১৬ অক্টোবর অনুষ্ঠিত এই উপনির্বাচনে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনের ছয়টিই জয়লাভ করেন ইমরান খান।
অর্থাৎ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং ইমরান খানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ারও না।
প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী আছেন।
সিদ্ধান্ত
২০২২ সালে পাকিস্তানের জাতীয় পরিষদের আটটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছয়টি আসনে জয়লাভ করেন ইমরান খান। তখনকার সমর্থকদের আনন্দ উদ্যাপনের ভিডিওকে ইমরান খানের আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট হওয়ার দাবি করে প্রচার করা যাচ্ছে, যা আসলে মিথ্যা।
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১৬ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৯ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫