ফ্যাক্টচেক ডেস্ক
একটি গাড়ির সামনে দেখা যাচ্ছে ব্রাজিল ফুটবল তারকা নেইমারকে। ছবি দেখেই ধারণা করা যাচ্ছে, তিনি হেঁটে যাচ্ছেন, অনেকটা ফ্যাশান শোর র্যাম্পে হাঁটার মতো করে। এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, মেসিকে নেইমার গাড়ি উপহার দিয়েছেন।
পোস্টগুলোয় লেখা হচ্ছে, ‘সম্প্রতি মেসির খুশির জন্য নিজের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার ঘোষণা দিলো নেইমার। নেইমার জানিয়েছে তারা হেরেছে বলে তাদের মন এতটাও শক্ত নয় যে আর্জেন্টাইনদের এই জিত তারা সেলিব্রেশন করবে না। নিজের সখের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার মাধ্যমেই মেসির খুশিতে নিজের খুশি খুঁজে পেয়েছেন নেইমার।’
গতকাল কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের হারের পর থেকেই ফেসবুকে এই ছবি ঘুরে বেড়াচ্ছে।
ফ্যাক্টচেক
নেইমারের পেছনে যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটি মরক্কোর লারাকি এপিটোম কোম্পানির। রিভার্স সার্চ টুলসে অনুসন্ধান করে ৫৮টি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়, যার কোনোটিতেই গাড়িটির সঙ্গে নেইমারের ওই ছবি নেই। সার্চ কমান্ডে ওল্ডেস্ট ক্যাটাগরি নির্ধারণ করলে জানা যায়, ২০১৩ সালে ম্যাড ফর হুইলস নামের ওয়েবসাইটে ছবিটি প্রথম প্রকাশিত হয়। ২০১৪ সালেও অনেকগুলো ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।
গাড়ির সঙ্গে নেইমারের ছবিটি আলাদা করে রিভার্স সার্চ করলে দেখা যায়, ছবিটি ২০১৮ সালে প্যারিসে অনুষ্ঠিত একটি ফ্যাশান শোতে তোলা।
২০১৯ সালে হক্সন নামের একটি ইউটিউব চ্যানেলে নেইমার কার কালেকশন শিরোনামের একটি ভিডিও প্রকাশ করা হয়, যার থাম্বনেইলের ছবিটি তৈরি করা হয় ওই গাড়ির ছবির সঙ্গে নেইমারের ছবি জুড়ে।
অর্থাৎ, নেইমারের ছবির সঙ্গে গাড়ির ছবি সম্পাদনা করে ছবিটি বানানো হয়েছে।
গতকাল খেলার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেসিকে নেইমারের গাড়ি উপহার দেওয়ার তথ্য কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
মেসিকে নেইমার ছবির ওই গাড়িটি উপহার দিয়েছেন, তথ্যটি বিভ্রান্তিকর। ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা।
একটি গাড়ির সামনে দেখা যাচ্ছে ব্রাজিল ফুটবল তারকা নেইমারকে। ছবি দেখেই ধারণা করা যাচ্ছে, তিনি হেঁটে যাচ্ছেন, অনেকটা ফ্যাশান শোর র্যাম্পে হাঁটার মতো করে। এমন একটি ছবি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হচ্ছে, মেসিকে নেইমার গাড়ি উপহার দিয়েছেন।
পোস্টগুলোয় লেখা হচ্ছে, ‘সম্প্রতি মেসির খুশির জন্য নিজের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার ঘোষণা দিলো নেইমার। নেইমার জানিয়েছে তারা হেরেছে বলে তাদের মন এতটাও শক্ত নয় যে আর্জেন্টাইনদের এই জিত তারা সেলিব্রেশন করবে না। নিজের সখের গাড়ি মেসিকে দিয়ে দেওয়ার মাধ্যমেই মেসির খুশিতে নিজের খুশি খুঁজে পেয়েছেন নেইমার।’
গতকাল কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের হারের পর থেকেই ফেসবুকে এই ছবি ঘুরে বেড়াচ্ছে।
ফ্যাক্টচেক
নেইমারের পেছনে যে গাড়িটি দেখা যাচ্ছে, সেটি মরক্কোর লারাকি এপিটোম কোম্পানির। রিভার্স সার্চ টুলসে অনুসন্ধান করে ৫৮টি ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়, যার কোনোটিতেই গাড়িটির সঙ্গে নেইমারের ওই ছবি নেই। সার্চ কমান্ডে ওল্ডেস্ট ক্যাটাগরি নির্ধারণ করলে জানা যায়, ২০১৩ সালে ম্যাড ফর হুইলস নামের ওয়েবসাইটে ছবিটি প্রথম প্রকাশিত হয়। ২০১৪ সালেও অনেকগুলো ওয়েবসাইটে ছবিটি খুঁজে পাওয়া যায়।
গাড়ির সঙ্গে নেইমারের ছবিটি আলাদা করে রিভার্স সার্চ করলে দেখা যায়, ছবিটি ২০১৮ সালে প্যারিসে অনুষ্ঠিত একটি ফ্যাশান শোতে তোলা।
২০১৯ সালে হক্সন নামের একটি ইউটিউব চ্যানেলে নেইমার কার কালেকশন শিরোনামের একটি ভিডিও প্রকাশ করা হয়, যার থাম্বনেইলের ছবিটি তৈরি করা হয় ওই গাড়ির ছবির সঙ্গে নেইমারের ছবি জুড়ে।
অর্থাৎ, নেইমারের ছবির সঙ্গে গাড়ির ছবি সম্পাদনা করে ছবিটি বানানো হয়েছে।
গতকাল খেলার পর এ প্রতিবেদন লেখা পর্যন্ত মেসিকে নেইমারের গাড়ি উপহার দেওয়ার তথ্য কোনো সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
মেসিকে নেইমার ছবির ওই গাড়িটি উপহার দিয়েছেন, তথ্যটি বিভ্রান্তিকর। ছবিটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা।
যুবলীগ নেতাকে গুলি চালানোর সময় এক নারী এসে সন্ত্রাসীদের তাড়া করেছেন—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশে এক হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় ও জিযিয়া কর দিতে অস্বীকার করায় মুসলমানেরা পুরো হরিজন কলোনি আগুনে পুড়িয়ে দিয়েছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন এক্স অ্যাকাউন্ট থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হয়েছে।
১৯ ঘণ্টা আগেদুর্বৃত্তরা হাসপাতালের ভেতরে ঢুকে নির্মমভাবে যুবলীগ নেতা-কর্মীদের মারধর করছে— এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে আলাদা ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩ দিন আগেচাঁদা না দেওয়ায় দোকানিকে কয়েকজন মিলে মারধর—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ থেকে প্রায় একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে। ভিডিওতে দোকানে এক ব্যক্তিকে তিন–চার মিলে লাঠি দিয়ে বেধড়ক মারতে দেখা যায়।
৪ দিন আগে