Ajker Patrika

সৌদি-তুরস্ক এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে?

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ০৩
সৌদি-তুরস্ক এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে?

‘আলহামদুলিল্লাহ, সৌদি তুরুস্ক এক হয়ে আজ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। সূত্র: আলজাজিরা, আমাদের সরকার কি এখনো বসে থাকবে?’ এমন বর্ণনা সম্বলিত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ছয়টি ফেসবুক গ্রুপ ও আইডিতে এই তথ্য পোস্ট করা হয়েছে। পোস্টটি শেয়ার করেছেন অনেকেই। 

ফ্যাক্টচেক
আল জাজিরা লেখা সম্বলিত যে ছবিটিকে কেন্দ্র করে দাবিটি ছড়িয়ে পড়েছে সেটি একটি ভিডিও থেকে নেওয়া। ২০১৭ সালের ২৩ জুলাই ‘Turkey’s Erdogan urges Saudi to play main role in solving Gulf crisis’ শিরোনামে আল জাজিরার ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশিত হয়েছিল।

সেসময় গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত সংবাদ খুঁজে যে তথ্য পাওয়া যায় তা হলো- উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে কাতারের কূটনৈতিক সংকটে মধ্যস্থতার অংশ হিসেবে সৌদি বাদশা সালমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বৈঠক করেছিলেন। এ বৈঠক অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায়। 

মধ্যস্থতার অংশ হিসেবে ২০১৭ সালে সৌদি বাদশা সালমানের সঙ্গে বৈঠক করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি: সংগৃহীতউল্লেখ্য, আন্তর্জাতিক বা বাংলাদেশি কোনো গণমাধ্যমেও সৌদি-তুরস্ক জোট হয়ে যুদ্ধ ঘোষণা শীর্ষক কোনো সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি।

অর্থাৎ, ‘সৌদি-তুরুস্ক এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা’ শিরোনামে প্রকাশিত তথ্যটি সত্য নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত