Ajker Patrika

ফ্যাক্টচেক /কাশ্মীরের সড়কে শরীরে পাকিস্তানের পতাকা আঁকা গরুর ভাইরাল ছবি সন্ত্রাসী হামলার আগের

ফ্যাক্টচেক ডেস্ক  
সম্প্রতি কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট
সম্প্রতি কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম পর্যটন এলাকায় গত মঙ্গলবার (২২ এপ্রিল) বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এই হামলায় জড়িত সন্দেহে তিন ব্যক্তির স্কেচ ও নাম প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তাদের দাবি, এই তিনজনের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক এবং সবাই পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার সঙ্গে জড়িত।

সেদিনই পাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় বিএসএফের এক সদস্যকে আটক করে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। হামলার জের ধরে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপের পর উত্তেজনা বাড়ছে। গত দুই রাতে দুবার জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলির তথ্য সংবাদমাধ্যমে এসেছে।

এমন প্রেক্ষাপটে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের পতাকাসহ কাউকে দেখলে গুলি করে হত্যার নির্দেশ দেওয়ায় কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দিয়েছেন— এই দাবিতে দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। দুটি ছবিতেই হালকা হলুদ রঙের গরুকে পাকা রাস্তায় হাঁটার ভঙ্গিমায় দেখা যায়। দুটি ছবির গরুর চেহারার মধ্যে মিল থাকলেও দৃশ্যত দুটি ভিন্ন জায়গার বলে মনে হচ্ছে। প্রথম ছবিতে রাস্তার একপাশে দাঁড়ানো গরুটির পেছনে সড়ক বিভাজক ও তার ওপাশে বাড়িঘর দেখা যাচ্ছে। পরের ছবিতে সড়কের বিভাজকহীন অংশের এপাশে দাঁড়ানো গরুটির পেছনে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে। তার পেছনে বাড়িঘরে ছবিও ভিন্ন।

নিস্পাপ-Nishpapツ নামে একটি ফেসবুক পেজ থেকে গতকাল শনিবার (২৬ এপ্রিল) বেল ১২টা ২৮ মিনিটে পোস্ট করা ছবিটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ছবির ক্যাপশনে লেখা, ‘কাশ্মীরে, ভারতীয় সেনাবাহিনী ঘোষণা করেছে যে পাকিস্তানি পতাকা সহ যে কাউকে দেখা গেলে তাকে গুলি করে হত্যা করা হবে। একজন কাশ্মীরি একটি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেন, যা ভারতে তাদের গো মাতা হিসাবে বিবেচিত হয়।’ (বানান অপরিবর্তিত)

বিকাল ৫টা পর্যন্ত পোস্টটিতে ২ হাজার রিঅ্যাকশন ও ৬৪টি কমেন্ট পড়েছে এবং এটি শেয়ার হয়েছে ৪৪ বার। পোস্টে কেউ কেউ ডিওটিকে ‘অন্য দেশের’ উল্লেখ করে কমেন্ট করেছেন। ‘ছবিটি পুরোনো’ উল্লেখ করে একজন কমেন্ট করেছেন। আবার অনেকে সত্য মনে করেও মন্তব্য করেছেন। MD Nezamul Haque নামে একজন কমেন্টে বলেন, ‘এতো বুদ্ধি নিয়ে এরা ঘুমায় কেমনে? গরু কিন্তু ব্যক্তি নয়, এটাও মাথায় রাখা উচিত ছিল।’

Abdul Haque Amini নামে ফেসবুক অ্যাকাউন্ট, অর্ধাঙ্গিনী, বঙ্গমিত্র নামে পেজ ও Zahid Hasan নামে এক অ্যাকাউন্ট থেকে ‘উন্নত জাতের গরু পালন এবং খামার ম্যানেজমেন্ট’ নামের গ্রুপে প্রায় একই ক্যাপশনে ছবি দুটি পোস্ট করা হয়।

ছবি যাচাই: ০১

রিভার্স ইমেজ সার্চ করে বিবিসি নিউজের উর্দু সংস্করণের ওয়েবসাইটে ২০১৬ সালের ১৯ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া প্রথম ছবির মিল পাওয়া যায়। ছবির রাস্তা, গরুর রঙ ও রাস্তার আশেপাশের গাছপালার সাদৃশ্য দেখা যায়।

সম্প্রতি কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবির সঙ্গে বিবিসি নিউজের প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
সম্প্রতি কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবির সঙ্গে বিবিসি নিউজের প্রতিবেদনে ব্যবহৃত ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

প্রতিবেদনটি ইংরেজিতে ভাষান্তর করে জানা যায়, এই ছবিটি সেই সময়ে ‘এই সপ্তাহের ছবিসমূহ’ ক্যাটাগরিতে জায়গা পায়। ছবির ক্যাপশনে লেখা, ২০১৬ সালের ১৪ আগস্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাস্তায় এই গরুটিকে দেখা গিয়েছিল।

ছবি যাচাই: ০২

রিভার্স ইমেজ সার্চ করা হলে Asfandyar Bhittani নামে এক্স অ্যাকাউন্টে ২০১৬ সালের ১৭ আগস্ট প্রকাশিত একটি পোস্টের ছবির সঙ্গে ছড়িয়ে পড়া দ্বিতীয় ছবির মিল পাওয়া যায়। দুটি ছবির রাস্তা, গরুর রঙ ও রাস্তার আশেপাশের গাছপালার সাদৃশ্য রয়েছে।

সম্প্রতি কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবির সঙ্গে Asfandyar Bhittani-এর এক্স পোস্টের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
সম্প্রতি কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবির সঙ্গে Asfandyar Bhittani-এর এক্স পোস্টের ছবির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

ছবিটির ক্যাপশনে ইংরেজিতে লেখা, অধিকৃত কাশ্মীরের একটি গরুর গায়ে পাকিস্তানের পতাকা আঁকা। এমনকি কাশ্মীরের গরুরাও আরএসএস এবং ভারত থেকে স্বাধীনতা চায়।

রিভার্স ইমেজ সার্চ করে প্রথম ছবিটি বিবিসি নিউজের ওয়েবসাইটে ২০১৬ সালের ১৯ আগস্ট এবং দ্বিতীয় ছবিটি Asfandyar Bhittani নামের এক্স অ্যাকাউন্টে একই বছরের ১৭ আগস্ট প্রকাশিত বলে তথ্য পাওয়া যায়।

বিবিসির প্রতিবেদনের তথ্যমতে, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের রাস্তা থেকে ২০১৬ সালের ১৪ আগস্ট প্রথম ছবিটি তোলা হয়। দ্বিতীয় ছবিটির কবে তোলা হয়েছে বা প্রকাশিত হয়েছে সেবিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে দুটি ছবির গরুর কাঠামো, এর রঙ, রাস্তাসহ আশপাশের পরিবেশ দেখে কাছাকাছি এলাকার ও কাছাকাছি সময়ের ছবি হিসেবে ধারণা করা যায়।

কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবিদুতির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবিদুতির সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

সুতরাং, কাশ্মীরের এক ব্যক্তি গরুর ওপর পাকিস্তানি পতাকা এঁকে ছেড়ে দেওয়ার দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ছবিগুলো কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পরের ঘটনার নয়। ছবিগুলো ২০১৬ সালের আগস্টে প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত