নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর একটি গুজব ফেসবুকে ছড়িয়েছে। সেখানে বলা হচ্ছে, ‘আগামী ১০-১৫ দিনের মধ্যে বৃষ্টি আসলে কেউ যাতে না ভিজে। কারণ হিসেবে সীতাকুণ্ডে কন্টেইনারে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরিত হয়েছে, যেটি দূষিত বাতাসের সঙ্গে মিশে গেছে। এই জন্য অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে’ বলে দাবি করা হচ্ছে। সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘ডিএমপি’ পরিচালকের।
এই বিষয়ে বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকা’কে খবরটি ‘গুজব’ বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অ্যাসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হাইড্রোজেন পার অক্সাইড দাহ্য পদার্থ নয়। বিস্ফোরক জাতীয় পদার্থও নয়। এই পদার্থে ৬০ ভাগ পানি, বাকিটা অক্সিজেন।’
বিস্ফোরক পরিদপ্তর কর্মকর্তা বলেন, ‘এটি সিরিয়ালে থাকা ৫ নম্বর পদার্থ। এটি যদি বিপজ্জনক হতো তাহলে ঘটনার পর থেকে হাজার হাজার মানুষ সেখানে কাজ করতে পারতো না। আমি নিজেও তিন দিন গিয়েছি, কাজ করেছি। কই আমারতো কিছু হলো না, ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কাজ করছেন তাদেরও কিছু হলো না।’
এদিকে খবরটি পোস্ট করতে দেখা গেছে, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর নামে থাকা ফেসবুক ওয়ালেও।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে এখানে ক্লিক করুন
প্রায় সব পোস্টের ক্যাপশনে যে গুজবটি লেখা হচ্ছে—রেড অ্যালার্ট: ১০-১৫ দিনের মধ্যে কোনো বৃষ্টি আসলে কেউ এটাতে ভিজবেন না। চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকার মানুষজন আগামী কয়েক দিন অন্তত বৃষ্টিতে ভিজবেন না। ঘর থেকে বের হলে সারাক্ষণ সঙ্গে ছাতা রাখুন। হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সঙ্গে বৃষ্টির পানি মিশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে। তাই যত দূর সম্ভব বৃষ্টি এড়িয়ে চলুন। বিশেষ করে বৃদ্ধদের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দেবেন না। যতটুকু খারাপ ঘটে গিয়েছে এর চেয়ে বেশি কিছু যাতে না ঘটে, সবাই সচেতন থাকুন নিজের অবস্থান থেকে। সকলকে সতর্ক বার্তাটি প্রধান করুন, নিজে বাঁচুন, অন্য কে ও সাহায্য করুন ৷ ডিএমপি পরিচালক, নিউজটি ছড়িয়ে দিন।
এই সম্পর্কিত সর্বশেষ:
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের পর একটি গুজব ফেসবুকে ছড়িয়েছে। সেখানে বলা হচ্ছে, ‘আগামী ১০-১৫ দিনের মধ্যে বৃষ্টি আসলে কেউ যাতে না ভিজে। কারণ হিসেবে সীতাকুণ্ডে কন্টেইনারে হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরিত হয়েছে, যেটি দূষিত বাতাসের সঙ্গে মিশে গেছে। এই জন্য অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে’ বলে দাবি করা হচ্ছে। সূত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘ডিএমপি’ পরিচালকের।
এই বিষয়ে বিস্ফোরক পরিদপ্তর চট্টগ্রামের পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আজকের পত্রিকা’কে খবরটি ‘গুজব’ বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অ্যাসিড বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ হাইড্রোজেন পার অক্সাইড দাহ্য পদার্থ নয়। বিস্ফোরক জাতীয় পদার্থও নয়। এই পদার্থে ৬০ ভাগ পানি, বাকিটা অক্সিজেন।’
বিস্ফোরক পরিদপ্তর কর্মকর্তা বলেন, ‘এটি সিরিয়ালে থাকা ৫ নম্বর পদার্থ। এটি যদি বিপজ্জনক হতো তাহলে ঘটনার পর থেকে হাজার হাজার মানুষ সেখানে কাজ করতে পারতো না। আমি নিজেও তিন দিন গিয়েছি, কাজ করেছি। কই আমারতো কিছু হলো না, ফায়ার সার্ভিসের যারা উদ্ধার কাজ করছেন তাদেরও কিছু হলো না।’
এদিকে খবরটি পোস্ট করতে দেখা গেছে, সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর স্ত্রী রিজিয়া রেজা চৌধুরীর নামে থাকা ফেসবুক ওয়ালেও।
সীতাকুণ্ডে বিস্ফোরণ সম্পর্কিত সবশেষ খবর পেতে এখানে ক্লিক করুন
প্রায় সব পোস্টের ক্যাপশনে যে গুজবটি লেখা হচ্ছে—রেড অ্যালার্ট: ১০-১৫ দিনের মধ্যে কোনো বৃষ্টি আসলে কেউ এটাতে ভিজবেন না। চট্টগ্রাম শহর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকার মানুষজন আগামী কয়েক দিন অন্তত বৃষ্টিতে ভিজবেন না। ঘর থেকে বের হলে সারাক্ষণ সঙ্গে ছাতা রাখুন। হাইড্রোজেন পার অক্সাইড একটি অম্লধর্মী অক্সাইড বিধায় দূষিত বাতাসের সঙ্গে বৃষ্টির পানি মিশে অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা আছে। তাই যত দূর সম্ভব বৃষ্টি এড়িয়ে চলুন। বিশেষ করে বৃদ্ধদের বৃষ্টির সময় ঘর থেকে বের হতে দেবেন না। যতটুকু খারাপ ঘটে গিয়েছে এর চেয়ে বেশি কিছু যাতে না ঘটে, সবাই সচেতন থাকুন নিজের অবস্থান থেকে। সকলকে সতর্ক বার্তাটি প্রধান করুন, নিজে বাঁচুন, অন্য কে ও সাহায্য করুন ৷ ডিএমপি পরিচালক, নিউজটি ছড়িয়ে দিন।
এই সম্পর্কিত সর্বশেষ:
গোপালগঞ্জের সংঘর্ষকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পুরোনো ও ঘটনার সঙ্গে সম্পর্কহীন ছবি পোস্ট করে মিথ্যা তথ্য ছড়িয়েছে বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
১০ দিন আগেরাজধানী ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল তথা মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার সোহাগকে হিন্দু বলে প্রচার করেছে ভারতীয় একাধিক গণমাধ্যম। এই বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, হত্যাকাণ্ডের শিকার ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হিন্দু হিসেবে চিহ্নিত করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো...
১৩ দিন আগেবিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা একটি মেয়েকে ধর্ষণের পর হত্যা করে রেখে গেছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। এটি বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে একই ক্যাপশনে ছড়ানো হচ্ছে।
৩০ জুন ২০২৫পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নে এক তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ফেসবুক, ইনস্টাগ্রামসহ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও ছড়িয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলা একজন তরুণীকে তিন থেকে চারজন পুরুষ মিলে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। ওই তরুণী...
২৯ জুন ২০২৫