Ajker Patrika

৩০০ বোতল মাদকসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ১৮
৩০০ বোতল মাদকসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫০ বোতল এসকাফসহ ৪ জনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল রোববার বিকেলে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন মো. রোমান মিয়া (২৫), মো. মামুন মিয়া (২৮), মো. মাসুম মিয়া (২৪) ও শাহারা খাতুন (৩২)। তাঁদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এই সময় ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫০ বোতল এসকাফসহ ৪ জনকে আটক করা হয়।

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আটক ৪ জন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত