Ajker Patrika

৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১২: ৩৫
Thumbnail image

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ৪ ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে ভান্ডারিয়া পৌর শহরে নকল কসমেটিকস ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির কারণে এ জরিমানা করা হয়।

আর্মড পুলিশ সদস্যদের সহযোগিতায় পিরোজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া ও বরিশালের সহকারী পরিচালক সুমী রানী মিত্র এসব জরিমানা করেন। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে ওয়ালিদ কসমেটিকসকের মালিককে ২ হাজার ৫০০, রায়হান কসমেটিকসকের মালিককে ৪ হাজার, ভাই ভাই ফার্মেসির মালিককে ৭ হাজার এবং অর্ণব ফার্মেসির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া জানান, ‘ভোক্তা স্বার্থ সুরক্ষায় নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সব সময়ই স্বাগত জানায়। অনৈতিক যে কোনো কাজের ক্ষেত্রে ভোক্তা স্বার্থ সংরক্ষণে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত