Ajker Patrika

র‍্যাবে দু-চারজন খারাপ থাকতে পারে

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৬: ৪২
র‍্যাবে দু-চারজন খারাপ থাকতে পারে

র‍্যাবে দু-চারজন খারাপ সদস্য থাকতে পারে, তবে পুরো বাহিনীকে দোষারোপ করা ঠিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শনিবার গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে (বিডিইউ) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা দিতে ১২টি মানবাধিকার সংগঠনের চিঠির বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘যাঁরা এ ধরনের চিঠি দিয়েছেন, তাঁরা অসত্য তথ্য দিয়ে চিঠি দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘যেকোনো মানুষের সফলতা-ব্যর্থতা থাকে। র‍্যাব একটি বিরাট বাহিনী। এখানে দু-চারজন খারাপ থাকতে পারে। তার অর্থ এই না একজন দুজনের খারাপ কর্মের জন্য একটি সম্প্রদায়কে খারাপ বলে বলা যাবে।’

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘র‍্যাবের ৫-১০ কর্মী বা সদস্য খারাপ নেই, তা আমি মনে করি না। খারাপ থাকতে পারে। তাদের আইনানুগভাবে বিচার হবে, শাস্তি হবে। কিন্তু সামগ্রিকভাবে একটা বাহিনীকে দোষারোপ করা সম্ভব না।’

গাজীপুর-১ আসনের সাংসদ বলেন, ‘বাংলাদেশকে চতুর্থ শিল্পবিপ্লবে নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি স্থাপন করেছেন। ডিজিটাল বাংলাদেশকে টেকসই করার অন্যতম উদ্দেশ্য হলো এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। গাজীপুরের কালিয়াকৈরে আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয় স্থাপন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতার, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সানজিনা আফরিন, কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত