নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অবৈধ দোকানের কারণে সংকুচিত হয়ে পড়েছে নগরীর মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন। এ সব উচ্ছেদে একাধিকবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নগরীর চকবাজার এলাকার পুরাতন কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারের মাঝামাঝি জায়গায় সড়কটির অবস্থান। সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে মাছ, মুরগি, মাংস, সবজির দোকান। ওপরে ত্রিপলের ছাউনি। নিচে হচ্ছে বেচাকেনা। যে কারণে কোনো গাড়ি ওই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না। ওই অংশটুকু হেঁটে পার হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।
এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন ব্যবহার করে অন্তত ৭০০ থেকে ৮০০ পরিবার। বিকল্প পথ না থাকায় অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
আব্দুল হামিদ নামের এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন সড়ক ছাড়া আমাদের চলাচলের আর কোনো পথ নেই। এখান দিয়েই অফিস-আদালতসহ কর্মস্থলে যেতে হয়। ছেলে-মেয়েরাও কষ্ট করে স্কুলে যায়। কিন্তু সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে দেওয়ায় কেউ ওই সড়ক দিয়ে রিকশায়, সিএনজি অটোরিকশা নিয়ে চলাচল করতে পারে না।’ বিশেষ করে বয়স্কদের হাসপাতালে নেওয়া-আসার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান তিনি।
আব্দুল হামিদ আরও বলেন, ‘বিষয়টি আমরা চসিক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছি। কিন্তু তাঁরা এখনো এর কোনো সমাধান করেননি। বছরের পর বছর আমরা এভাবে কষ্ট করে যাচ্ছি।’
এ বিষয়ে গত বছরের ১৮ অক্টোবর চসিক মেয়র বরাবর লিখিত অভিযোগ দেন ওই এলাকার বাসিন্দারা। এক বছর পার হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১১ নভেম্বর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর কাছেও লিখিত অভিযোগ করা হয়।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু বলেন, ‘এলাকাবাসী অভিযোগ দেওয়ার পর যাঁরা দোকান বসিয়েছেন, তাঁদের ব্যক্তিগতভাবে দোকান তুলে নিতে বলেছি। তাঁরা এখনো সরাননি। এলাকাবাসীর অভিযোগ আমি মেয়র দপ্তরে পাঠিয়েছি।’ ১৬ ডিসেম্বরের পর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেখানে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
নুর মোস্তফা টিনু আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি। সড়কে দোকান বসানোর কারণে মানুষের চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। শিগগিরই যাতে এ সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করছি।’
অবৈধ দোকানের কারণে সংকুচিত হয়ে পড়েছে নগরীর মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন। এ সব উচ্ছেদে একাধিকবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের কাছে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
নগরীর চকবাজার এলাকার পুরাতন কাঁচাবাজার ও নতুন কাঁচাবাজারের মাঝামাঝি জায়গায় সড়কটির অবস্থান। সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে মাছ, মুরগি, মাংস, সবজির দোকান। ওপরে ত্রিপলের ছাউনি। নিচে হচ্ছে বেচাকেনা। যে কারণে কোনো গাড়ি ওই সড়ক দিয়ে যাতায়াত করতে পারছে না। ওই অংশটুকু হেঁটে পার হতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।
এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন ব্যবহার করে অন্তত ৭০০ থেকে ৮০০ পরিবার। বিকল্প পথ না থাকায় অনেক কষ্টে যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
আব্দুল হামিদ নামের এক বাসিন্দা আজকের পত্রিকাকে বলেন, ‘মুহাম্মদ আলী শাহ দরগাহ লেন সড়ক ছাড়া আমাদের চলাচলের আর কোনো পথ নেই। এখান দিয়েই অফিস-আদালতসহ কর্মস্থলে যেতে হয়। ছেলে-মেয়েরাও কষ্ট করে স্কুলে যায়। কিন্তু সড়কে অবৈধভাবে দোকান বসিয়ে দেওয়ায় কেউ ওই সড়ক দিয়ে রিকশায়, সিএনজি অটোরিকশা নিয়ে চলাচল করতে পারে না।’ বিশেষ করে বয়স্কদের হাসপাতালে নেওয়া-আসার সময় বেশি ভোগান্তিতে পড়তে হয় বলেও জানান তিনি।
আব্দুল হামিদ আরও বলেন, ‘বিষয়টি আমরা চসিক মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরকে জানিয়েছি। কিন্তু তাঁরা এখনো এর কোনো সমাধান করেননি। বছরের পর বছর আমরা এভাবে কষ্ট করে যাচ্ছি।’
এ বিষয়ে গত বছরের ১৮ অক্টোবর চসিক মেয়র বরাবর লিখিত অভিযোগ দেন ওই এলাকার বাসিন্দারা। এক বছর পার হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১১ নভেম্বর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনুর কাছেও লিখিত অভিযোগ করা হয়।
জানতে চাইলে ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু বলেন, ‘এলাকাবাসী অভিযোগ দেওয়ার পর যাঁরা দোকান বসিয়েছেন, তাঁদের ব্যক্তিগতভাবে দোকান তুলে নিতে বলেছি। তাঁরা এখনো সরাননি। এলাকাবাসীর অভিযোগ আমি মেয়র দপ্তরে পাঠিয়েছি।’ ১৬ ডিসেম্বরের পর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সেখানে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
নুর মোস্তফা টিনু আরও বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমি ঘটনাস্থলে গিয়ে দেখেছি। সড়কে দোকান বসানোর কারণে মানুষের চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। শিগগিরই যাতে এ সমস্যার সমাধান করা যায়, সে চেষ্টা করছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫