ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্য বাজারের সাদিয়া ক্লিনিকে ভুল চিকিৎসায় নাসিমা খাতুন (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেন। এদিকে, ঘটনার পর সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ও অস্ত্রোপচারকারী চিকিৎসক পালিয়ে গেছেন। নিহত নাসিমা দৌলতপুর উপজেলার পিয়ারপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নাসিমার প্রসব বেদনা ওঠে। পরে তাঁকে সাদিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে অস্ত্রোপচারে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে সাদিয়া ক্লিনিকের সামনে নাসিমার আত্মীয়-স্বজনদের জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
অস্ত্রোপচারকারী চিকিৎসক ও সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আব্দুল হান্নান বলেন, ‘মূলত আলট্রাসনোগ্রাফির রিপোর্ট ভুল থাকার কারণে অপারেশনে প্রসূতির স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত শুরু হয়। এ সময় আমি নিজ দায়িত্বে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যেখানে ফুল থাকার কথা, তার অনেক নিচে থাকায় দুঃখজনক এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
নিহতের চাচাতো ভাই নাজমুল বলেন, ‘আমার বোনের শরীর ও সব রিপোর্ট দেখে চিকিৎসক হান্নান সব ঠিক আছে বলে জানান। অপারেশনের পর তিনি নাসিমাকে জোর করে রাজশাহী হাসপাতালে পাঠান। রক্তপাতের বিষয়টি তিনি আমাদের জানাননি। রাস্তায় রোগীর মৃত্যু খবর পেয়ে চিকিৎসক হান্নান ক্লিনিকে তালা মেরে পালিয়ে যান।’ ভুল চিকিৎসায় নাসিমার মৃত্যু হয়েছে দাবি করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান নাজমুল।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, চিকিৎসক বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে সবাইকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কুষ্টিয়ার ভেড়ামারা শহরের মধ্য বাজারের সাদিয়া ক্লিনিকে ভুল চিকিৎসায় নাসিমা খাতুন (২৬) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর স্বজন ও এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করে বিক্ষোভ করেন। এদিকে, ঘটনার পর সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ও অস্ত্রোপচারকারী চিকিৎসক পালিয়ে গেছেন। নিহত নাসিমা দৌলতপুর উপজেলার পিয়ারপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে নাসিমার প্রসব বেদনা ওঠে। পরে তাঁকে সাদিয়া ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল ৫টার দিকে অস্ত্রোপচারে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন। পরে ব্যাপক রক্তক্ষরণ শুরু হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে সাদিয়া ক্লিনিকের সামনে নাসিমার আত্মীয়-স্বজনদের জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
অস্ত্রোপচারকারী চিকিৎসক ও সাদিয়া ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. আব্দুল হান্নান বলেন, ‘মূলত আলট্রাসনোগ্রাফির রিপোর্ট ভুল থাকার কারণে অপারেশনে প্রসূতির স্বাভাবিকের চেয়ে বেশি রক্তপাত শুরু হয়। এ সময় আমি নিজ দায়িত্বে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। আলট্রাসনোগ্রাফি রিপোর্টে যেখানে ফুল থাকার কথা, তার অনেক নিচে থাকায় দুঃখজনক এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
নিহতের চাচাতো ভাই নাজমুল বলেন, ‘আমার বোনের শরীর ও সব রিপোর্ট দেখে চিকিৎসক হান্নান সব ঠিক আছে বলে জানান। অপারেশনের পর তিনি নাসিমাকে জোর করে রাজশাহী হাসপাতালে পাঠান। রক্তপাতের বিষয়টি তিনি আমাদের জানাননি। রাস্তায় রোগীর মৃত্যু খবর পেয়ে চিকিৎসক হান্নান ক্লিনিকে তালা মেরে পালিয়ে যান।’ ভুল চিকিৎসায় নাসিমার মৃত্যু হয়েছে দাবি করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান নাজমুল।
এ বিষয়ে ভেড়ামারা থানার ওসি মজিবুর রহমান বলেন, চিকিৎসক বিষয়টি জানালে ঘটনাস্থলে গিয়ে সবাইকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৯ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪