ধোবাউড়া ও হালুয়াঘাট প্রতিনিধি
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলার ধোবাউড়া, হালুয়াঘাটের ১৭ ইউপিতে। এসব স্থানে নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে প্রচারণা চালাতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচনী প্রচারের পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার ও গ্রামগঞ্জ। গত ২৭ অক্টোবর প্রতীক পাওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। সন্ধ্যার পর করছেন পথসভা ও মিছিল বের করছেন।
প্রার্থীদের কর্মীরাও মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ধোবাউড়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৩৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ নম্বর গামারীতলা ইউনিয়নে।
উপজেলার মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নে নির্বাচনী প্রচার জমে উঠেছে। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বাজার।’ সদর ইউনিয়নের রমজান আলী বলেন, ‘প্রার্থীরা একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে আশা করছি।’
এ বিষয়ে ধোবাউড়ার নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান বলেন, ‘সব ইউনিয়নে নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য করা হচ্ছে। কেউ নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে হালুয়াঘাটে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়নে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
গ্রামের বাজার ও মোড়ে মোড়ে তৈরি হচ্ছে সমর্থকদের নির্বাচনী প্রচার ক্লাব। বাজার ও রাস্তার মোড় ছেয়ে গেছে পোস্টারে। নির্বাচন ঘিরে উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ নভেম্বর ১০টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৫২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১০ জন, ওয়ার্কার্স পার্টির একজন, জাকের পার্টির একজন, ইসলামী আন্দোলনের তিনজন এবং আওয়ামী লীগের বিদ্রোহীসহ স্বতন্ত্র প্রার্থী ৪২ জন রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫০ জন প্রতীক পেয়েছেন।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সমর্থকেরা নিজ প্রার্থীর পক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছে। কেউ কেউ মোটরসাইকেল শোডাউন চালাচ্ছেন। আবার অনেক প্রার্থী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে ভোট চাচ্ছেন। খাওয়ানো হচ্ছে পান, সুপারি আর চা। এ ছাড়া ক্লাবগুলোতে বাজানো হচ্ছে নির্বাচনী গান।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং বিগত ইউপি নির্বাচনে এ রকম আমেজ ছিল না। এ বছর ইউপি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় জমে উঠছে নির্বাচন। যতই দিন যাচ্ছে, ততই জমজমাট হচ্ছে প্রচার।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক শিক্ষক বলেন, ‘এ বছর প্রতিটি ইউনিয়নে শুরু থেকে নির্বাচন জমে উঠেছে। নির্বাচনী প্রচারে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। একজন প্রার্থী ১০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় বের হলে প্রতিপক্ষ আরও বেশি নিয়ে বের হচ্ছেন।’
বিলডোরা ইউনিয়নের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী বলেন, ‘বিগত বছরগুলো চেয়ে এ বছর নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা যাচ্ছে। এ বছর ইউনিয়নে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
এ বিষয়ে রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল বলেন, ‘১০টি ইউনিয়নে এ বছর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫২৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে কোনো ধরনের সহিংসতা যাতে না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে। এ ছাড়া নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলার ধোবাউড়া, হালুয়াঘাটের ১৭ ইউপিতে। এসব স্থানে নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার। পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। তবে প্রচারণা চালাতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচনী প্রচারের পোস্টারে ছেয়ে গেছে হাট-বাজার ও গ্রামগঞ্জ। গত ২৭ অক্টোবর প্রতীক পাওয়ার পর থেকেই ব্যস্ত সময় পার করছেন ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। সন্ধ্যার পর করছেন পথসভা ও মিছিল বের করছেন।
প্রার্থীদের কর্মীরাও মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। ধোবাউড়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ৩৯ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ নম্বর গামারীতলা ইউনিয়নে।
উপজেলার মুন্সিরহাট বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ইউনিয়নে নির্বাচনী প্রচার জমে উঠেছে। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে বাজার।’ সদর ইউনিয়নের রমজান আলী বলেন, ‘প্রার্থীরা একে অপরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে আশা করছি।’
এ বিষয়ে ধোবাউড়ার নির্বাচন কর্মকর্তা তাজুল রায়হান বলেন, ‘সব ইউনিয়নে নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লক্ষ্য করা হচ্ছে। কেউ নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে হালুয়াঘাটে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়নে তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি।
গ্রামের বাজার ও মোড়ে মোড়ে তৈরি হচ্ছে সমর্থকদের নির্বাচনী প্রচার ক্লাব। বাজার ও রাস্তার মোড় ছেয়ে গেছে পোস্টারে। নির্বাচন ঘিরে উপজেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ১২টি ইউনিয়নের মধ্যে আগামী ১১ নভেম্বর ১০টি ইউপির নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৫২ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ১০ জন, ওয়ার্কার্স পার্টির একজন, জাকের পার্টির একজন, ইসলামী আন্দোলনের তিনজন এবং আওয়ামী লীগের বিদ্রোহীসহ স্বতন্ত্র প্রার্থী ৪২ জন রয়েছেন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬ জন এবং সাধারণ সদস্য পদে ৩৫০ জন প্রতীক পেয়েছেন।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সমর্থকেরা নিজ প্রার্থীর পক্ষে প্রচারে ব্যস্ত সময় পার করছে। কেউ কেউ মোটরসাইকেল শোডাউন চালাচ্ছেন। আবার অনেক প্রার্থী সমর্থকদের নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে ভোট চাচ্ছেন। খাওয়ানো হচ্ছে পান, সুপারি আর চা। এ ছাড়া ক্লাবগুলোতে বাজানো হচ্ছে নির্বাচনী গান।
স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন এবং বিগত ইউপি নির্বাচনে এ রকম আমেজ ছিল না। এ বছর ইউপি নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী থাকায় জমে উঠছে নির্বাচন। যতই দিন যাচ্ছে, ততই জমজমাট হচ্ছে প্রচার।
নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক শিক্ষক বলেন, ‘এ বছর প্রতিটি ইউনিয়নে শুরু থেকে নির্বাচন জমে উঠেছে। নির্বাচনী প্রচারে প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা দেখা যাচ্ছে। একজন প্রার্থী ১০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রায় বের হলে প্রতিপক্ষ আরও বেশি নিয়ে বের হচ্ছেন।’
বিলডোরা ইউনিয়নের এক স্বতন্ত্র প্রার্থীর কর্মী বলেন, ‘বিগত বছরগুলো চেয়ে এ বছর নির্বাচন প্রতিযোগিতামূলক হবে বলে আশা করা যাচ্ছে। এ বছর ইউনিয়নে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।’
এ বিষয়ে রিটার্নিং ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনেথ রিছিল বলেন, ‘১০টি ইউনিয়নে এ বছর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে ৫২৮ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচন চলাকালে কোনো ধরনের সহিংসতা যাতে না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট থাকবে। এ ছাড়া নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪