Ajker Patrika

দিন বদলেছে আমিরুলের

মো. আতাউর রহমান, জয়পুরহাট
দিন বদলেছে আমিরুলের

বয়স যখন ১৯ বছর, তখন তাঁর বাবা মারা যান। বাড়ির সাড়ে তিন শতক জমি আর মাটির তৈরি একটি ঘর এবং একটি বকনা গরু ভাগে পান। এটি পালনের পাশাপাশি অন্যের কিছু জমি বর্গা নিয়ে চাষ করতেন। তা দিয়েই দিনবদলের সংগ্রামে সফল হন তিনি।

এখন তাঁর গোয়াল ভরা গরু। আছে পাকা বাড়ি। কিনেছেন সাড়ে আট বিঘা ধানি জমি। আছে দুটি পাওয়ার টিলার। একটি মোটরসাইকেল। একসময় অন্যের বাড়িতে কাজ করে স্বাবলম্বী হয়ে ওঠা ব্যক্তিটির নাম আমিরুল ইসলাম মৃধা। তাঁর বাড়ি জয়পুরহাটের কালাই পৌরসভার থুপসারা মহল্লায়।

আমিরুল ইসলাম জানান, অভাবের কারণে লেখাপড়া করতে পারেননি। শুধু সাক্ষরজ্ঞান আর টাকার হিসাবটা শিখেছেন। তিনি যখন ছোট তখন তাঁর বাবা হাজের আলী মৃধা অসুস্থ ছিলেন। মা আইমা বেগম তখন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন। সেই রোজগারে বাবা, দুই ভাই আর এক বোনের মুখের আহার জোটাতে হতো।

আমিরুল বিয়ে করেন ২৩ বছর বয়সে। তাঁর স্ত্রী জরিনার সম্মিলিত চেষ্টায় সংসারে উন্নতি বেগবান হয়। গরুর দুধ বিক্রি আর বর্গা নেওয়া জমির আয় থেকে কিছু টাকা সঞ্চয় করতে থাকেন তাঁরা। এখন তাঁদের চাষযোগ্য নিজস্ব জমির পরিমাণ সাড়ে ৮ বিঘা। পাশাপাশি অন্যের জমি বর্গা নিয়েছেন ৩০ বিঘা। অর্থাৎ তিনি এখন মোট সাড়ে ৩৮ বিঘা ধানি জমি চাষ করছেন।

এদিকে গাভি পালনের জন্য আমিরুল স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। ঋণের টাকায় বাড়িতে করেছেন ছোট ডেইরি ফার্ম। সেই টাকাও প্রতি মাসে কিস্তিতে দিচ্ছেন। তাঁর ফার্মে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু আছে ছয়টি। এর মধ্যে চারটি গাভি দুটি বাছুর।  গাভি দুটি প্রতিদিন দুধ দেয় ৮ কেজি।

আমিরুল জানান, জমি চাষ, গাভি পালন এবং পাওয়ার টিলার থেকে তাঁর ভালো রোজগার হয়। এখন তিন ছেলে আর এক মেয়ে সন্তানকে সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত করাটাই তাঁর লক্ষ্য।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মাহফুজার রহমান বলেন, আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের গরু পালনের জন্য প্রাণিসম্পদ বিভাগ কাজ করে যাচ্ছে। এ জন্য ক্ষুদ্র ও বড় খামারি এবং সাধারণ গরু পালনকারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হচ্ছে। প্রশিক্ষণ শেষে তাঁদের সনদ ও সেবা কার্ড দেওয়া হয়। জেলার অনেকেই এখন গরু পালন করে স্বাবলম্বী হয়েছেন। আমিরুল ইসলাম তাঁদেরই একজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত