রাজশাহী প্রতিনিধি
মাথার ওপর ঝুলছিল টাকা আত্মসাতের মামলার গ্রেপ্তারি পরোয়ানা। তৈরি হয়েছিল জেলে যাওয়ার শঙ্কা। তাই অফিসে আবেদন করেন অর্জিত ছুটির (ইএল)। সেদিনই হাজির হন আদালতে। আদালত তাঁকে কারাগারে পাঠান। ছুটি শেষে জামিন নিয়ে তিনি এখন অফিস করছেন।
এই ব্যক্তি হলেন আব্দুল মোত্তালিব। তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। তিনি আইসিবির রাজশাহীর শাখা প্রধান হিসেবে কাজ করছেন।
ডিজিএম আব্দুল মোত্তালিবের ছুটি নিয়ে জেলে যাওয়ার ঘটনাটি টেরই পায়নি বলে দাবি করেছে সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি আইসিবি।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মোত্তালিব বলেন, ‘এটি ব্যক্তিগত বিষয়। কোনো অসুবিধা দেখলে পরিচালনা পর্ষদ ব্যবস্থা নেবে। এ নিয়ে গণমাধ্যমে কথা বলার কিছু নেই।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার কানোপাড়া সাজুরিয়া গ্রামের মৎস্যচাষি আব্দুল বারিক মণ্ডলের নামে ২০১১ সালে আইসিবি থেকে ৯৩ লাখ ২০ হাজার টাকার ঋণ মঞ্জুর করা হয়েছিল। তবে নথিপত্র জাল করে প্রথম কিস্তির ২৭ লাখ টাকা তুলে নেন পুঠিয়ার মঙ্গলপাড়া গোবিন্দপাড়া গ্রামের গোলাম মোর্শেদ হক। এ কাজে সহায়তার অভিযোগ ওঠে রাজশাহী শাখা প্রধান আব্দুল মোত্তালিব ও প্রধান কার্যালয়ের এজিএম আহম্মদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে তিনজনের নামে মামলা করেন বারিক।
মামলাটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম। তিনি ২০১৯ সালের ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু দীর্ঘদিন পলাতক থাকেন মোত্তালিব। মামলার নির্ধারিত দিন গত ১৬ সেপ্টেম্বর তিনি রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২৮ সেপ্টেম্বর উচ্চ আদালত তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৩০ সেপ্টেম্বর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।
অনুসন্ধানে জানা গেছে, যেদিন আব্দুল মোত্তালিব কারাগারে যান, সেদিনও তিনি হাজিরা খাতায় সই করেছেন। দিনটি ছিল ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। পরের দুই দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি। আব্দুল মোত্তালিব রোববার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে ১২ দিনের অর্জিত ছুটির আবেদন দেন। ১৪ সেপ্টেম্বর এ আবেদন দিয়েছেন তিনি। ছুটির সময় সহকারী মহাব্যবস্থাপক আকরাম হোসেন দায়িত্ব পালন করবেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেন তিনি।
হাজিরা খাতায় দেখা গেছে, ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আব্দুল মোত্তালিবের স্বাক্ষরের ঘরে লাল কালিতে ‘ইএল’ লেখা আছে। তাঁর ছুটির আবেদনের কপিও পাওয়া গেছে। এতে পৈতৃক জমিজমা ভাগ-বাঁটোয়ারা, খাজনা পরিশোধ এবং সীমানাপ্রাচীর নির্মাণসহ পারিবারিক কাজে গ্রামের বাড়ি যাওয়ার কথা উল্লেখ আছে। গ্রামে না গিয়ে তিনি আদালতের মাধ্যমে গিয়েছিলেন কারাগারে।
আব্দুল মোত্তালিবের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর গ্রামে। পরিবার নিয়ে তিনি রাজশাহী নগরীর উপশহরে থাকেন। ১৯৮৪ সালে তিনি ক্যাজুয়াল সুপারভাইজার হিসেবে আইসিবিতে চাকরি পান। ২০১৭ সালে তিনি ডিজিএম হন। তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আছে। দুদকের তদন্তে গ্রাহকের ২৭ লাখ টাকা আত্মসাতের পাশাপাশি আইসিবিরও ৬০ লাখ টাকা আর্থিক ক্ষতির বিষয়টি উঠে এসেছে।
আব্দুল মোত্তালিবের এমন চালাকির বিষয়ে জানতে চাইলে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক কিসমাতুল আহসান বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। এমন ঘটনা ঘটে থাকলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
মাথার ওপর ঝুলছিল টাকা আত্মসাতের মামলার গ্রেপ্তারি পরোয়ানা। তৈরি হয়েছিল জেলে যাওয়ার শঙ্কা। তাই অফিসে আবেদন করেন অর্জিত ছুটির (ইএল)। সেদিনই হাজির হন আদালতে। আদালত তাঁকে কারাগারে পাঠান। ছুটি শেষে জামিন নিয়ে তিনি এখন অফিস করছেন।
এই ব্যক্তি হলেন আব্দুল মোত্তালিব। তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম)। তিনি আইসিবির রাজশাহীর শাখা প্রধান হিসেবে কাজ করছেন।
ডিজিএম আব্দুল মোত্তালিবের ছুটি নিয়ে জেলে যাওয়ার ঘটনাটি টেরই পায়নি বলে দাবি করেছে সরকারি মালিকানাধীন বিনিয়োগ কোম্পানি আইসিবি।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল মোত্তালিব বলেন, ‘এটি ব্যক্তিগত বিষয়। কোনো অসুবিধা দেখলে পরিচালনা পর্ষদ ব্যবস্থা নেবে। এ নিয়ে গণমাধ্যমে কথা বলার কিছু নেই।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলার কানোপাড়া সাজুরিয়া গ্রামের মৎস্যচাষি আব্দুল বারিক মণ্ডলের নামে ২০১১ সালে আইসিবি থেকে ৯৩ লাখ ২০ হাজার টাকার ঋণ মঞ্জুর করা হয়েছিল। তবে নথিপত্র জাল করে প্রথম কিস্তির ২৭ লাখ টাকা তুলে নেন পুঠিয়ার মঙ্গলপাড়া গোবিন্দপাড়া গ্রামের গোলাম মোর্শেদ হক। এ কাজে সহায়তার অভিযোগ ওঠে রাজশাহী শাখা প্রধান আব্দুল মোত্তালিব ও প্রধান কার্যালয়ের এজিএম আহম্মদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে তিনজনের নামে মামলা করেন বারিক।
মামলাটি তদন্ত করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রাশেদুল ইসলাম। তিনি ২০১৯ সালের ২৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু দীর্ঘদিন পলাতক থাকেন মোত্তালিব। মামলার নির্ধারিত দিন গত ১৬ সেপ্টেম্বর তিনি রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ২৮ সেপ্টেম্বর উচ্চ আদালত তাঁকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। ৩০ সেপ্টেম্বর তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে বের হন।
অনুসন্ধানে জানা গেছে, যেদিন আব্দুল মোত্তালিব কারাগারে যান, সেদিনও তিনি হাজিরা খাতায় সই করেছেন। দিনটি ছিল ১৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। পরের দুই দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি। আব্দুল মোত্তালিব রোববার অর্থাৎ ১৯ সেপ্টেম্বর থেকে ১২ দিনের অর্জিত ছুটির আবেদন দেন। ১৪ সেপ্টেম্বর এ আবেদন দিয়েছেন তিনি। ছুটির সময় সহকারী মহাব্যবস্থাপক আকরাম হোসেন দায়িত্ব পালন করবেন বলেও আবেদনপত্রে উল্লেখ করেন তিনি।
হাজিরা খাতায় দেখা গেছে, ১৯ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আব্দুল মোত্তালিবের স্বাক্ষরের ঘরে লাল কালিতে ‘ইএল’ লেখা আছে। তাঁর ছুটির আবেদনের কপিও পাওয়া গেছে। এতে পৈতৃক জমিজমা ভাগ-বাঁটোয়ারা, খাজনা পরিশোধ এবং সীমানাপ্রাচীর নির্মাণসহ পারিবারিক কাজে গ্রামের বাড়ি যাওয়ার কথা উল্লেখ আছে। গ্রামে না গিয়ে তিনি আদালতের মাধ্যমে গিয়েছিলেন কারাগারে।
আব্দুল মোত্তালিবের গ্রামের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলার ইয়ারপুর গ্রামে। পরিবার নিয়ে তিনি রাজশাহী নগরীর উপশহরে থাকেন। ১৯৮৪ সালে তিনি ক্যাজুয়াল সুপারভাইজার হিসেবে আইসিবিতে চাকরি পান। ২০১৭ সালে তিনি ডিজিএম হন। তাঁর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ আছে। দুদকের তদন্তে গ্রাহকের ২৭ লাখ টাকা আত্মসাতের পাশাপাশি আইসিবিরও ৬০ লাখ টাকা আর্থিক ক্ষতির বিষয়টি উঠে এসেছে।
আব্দুল মোত্তালিবের এমন চালাকির বিষয়ে জানতে চাইলে আইসিবির চেয়ারম্যান অধ্যাপক কিসমাতুল আহসান বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাঁর জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে। এমন ঘটনা ঘটে থাকলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫