Ajker Patrika

কলোনিতে মাদকের আখড়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৮: ০৭
কলোনিতে মাদকের আখড়া

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের পৈরতলার কলোনিটি এখন জঙ্গলে পরিণত হয়েছে। মাদকসেবী ও চোরদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে কলোনি ছেড়ে চলে গেছে অনেক পরিবার।

কলোনির ৩টি কোয়ার্টারে ২৬টি পরিবারের মধ্যে ১৯টি পরিবার কলোনি ছেড়েছে। রাত-দিন কলোনির পরিত্যক্ত ভবনগুলোতে মাদকের আসর বসাতে বাকি পরিবারগুলোও কলোনি ছাড়তে চাচ্ছে। অথচ একটা সময়ে এই কলোনিতে বাসা বরাদ্দ পেতে সরকারি চাকরিজীবী পরিবারগুলো সংশ্লিষ্ট অফিসে দৌড়ঝাঁপ করত।

গতকাল শুক্রবার জেলা শহরের দক্ষিণ পৈরতলার কলোনিতে গিয়ে দেখা যায়, গণপূর্ত অফিসের এই কলোনির নিরাপত্তা দেয়ালের ভেতরে পুরো এলাকায় ভুতুড়ে পরিবেশ। রাতে তো দূরের কথা ভয়ে দিনের বেলায়ও কেউ আসবে না। গাছপালার ঝোপঝাড়ে একপ্রকার জঙ্গলে পরিণত হয়েছে কলোনি।

এসব ঝোপঝাড়ের ভেতরেই রয়েছে দোতলা ও একতলা মিলিয়ে আটটি ভবন। একটি ভবন ছাড়া বাকি সাতটিই এখন পরিত্যক্ত। এই সাতটি ভবনের কোনোটিতে দরজা-জানালা নেই। পরিত্যক্ত এসব ভবনের প্রতিটি কক্ষেই মাদক –সেবনের বিভিন্ন উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

পারভেজ নামের এক তরুণের সঙ্গে কলোনির ভেতরে কথা হয়। তিনি বলেন, ‘আমার বাবা সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে গত পাঁচ বছর আগেও এই কলোনিতে বসবাস করেছি। এখন পাশের একটি ভবনে বাসাভাড়া নিয়ে বসবাস করছি। এই কলোনি ছেড়ে সবাই চলে যাওয়ার কারণ হচ্ছে, সরকার বেতন থেকে বাসাভাড়া কেটে রাখে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা গণপূর্ত অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীরা দক্ষিণ পৈরতলার এই কলোনিতে বসবাস করতেন। এখন মাত্র পাঁচটি পরিবার এই কলোনির একটি ভবনে বসবাস করে।

অথচ ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার দুই শতাধিক স্টাফের পরিবার নিয়ে বসবাস করতে কোয়ার্টারের বাসার চাহিদা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সচিব মো. শামসুদ্দিন বলেন, ‘আমাদের দুই শতাধিক স্টাফের জন্য কোয়ার্টারের বাসার প্রয়োজন। এত বিপুলসংখ্যক পরিবারের জন্য আবাসিক কোয়ার্টার নির্মাণ শুধু পৌরসভার রাজস্ব দিয়ে করা সম্ভব না।’

মাদকসেবী, চোরদের দৌরাত্ম্যে ২৬টি পরিবারের মধ্যে কলোনি ছেড়েছে ১৯টি পরিবার ৮টি ভবনের মধ্যে ৭টিই পরিত্যক্তব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ ভৌমিক বলেন, ‘তিনটি কোয়ার্টারে ২৬টির মধ্যে ১৯টি পরিবার বসবাস করছে না। কোয়ার্টারগুলো সংস্কার প্রয়োজন মতো করা হয়। এগুলো আরও ব্যাপকভাবে সংস্কার করতে আমরা মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’

এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও করা সম্ভব হয়নি। তবে এই অফিসের কোয়ার্টারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা শহরের অধিকাংশ সরকারি কোয়ার্টার আমরা রক্ষণাবেক্ষণ করে থাকি।

এর মধ্যে পৈরতলা কলোনিটি পরিত্যক্ত হয়ে গেছে। কারণ, এই কলোনিতে যাঁরা বসবাস করতেন তাঁদের অভিযোগ, সেখানে চোরের উপদ্রব বেশি ছিল। চোরেরা বিভিন্ন সময় স্যানিটারি পাইপ, জানালার গ্রিল খুলে নিয়ে যেত। এ ছাড়া ভবনগুলোর ছাদে তখন মাদকসেবীদের আড্ডা বসত। এসব বিষয় জানার পর একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানিয়েও কোনো লাভ হয়নি। সরকারি যদি কোনো আবাসন প্রকল্পের উদ্যোগ নেন, তাহলে আমরা পৈরতলা কলোনির জায়গাটি প্রস্তাব করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত