Ajker Patrika

কর্মস্থলে যাওয়া হলো না নজরুল, হাবিবের

বগুড়া প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১২: ৩৯
কর্মস্থলে যাওয়া হলো না নজরুল, হাবিবের

বগুড়ার তিন উপজেলায় পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

গতকাল সোমবার বেলা পৌনে ১১টার দিকে সদর উপজেলার বাসের ধাক্কায় নজরুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। সদরের বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল উপজেলার কুন্ডগ্রাম ভূমি কার্যালয়ের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহিম জানান, নজরুল তাঁর সহকর্মী আইনুর রহমানের সঙ্গে মোটরসাইকেলে নিজ অফিসে যাচ্ছিলেন। তাঁরা এরুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে নজরুল মহাসড়কে ছিটকে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কাহালু উপজেলায় ট্রাকচাপায় আব্দুল্লাহ আল হাবিব নামের এক এনজিও কর্মকর্তা নিহত হন। উপজেলার নওগাঁ-বগুড়া মহাসড়কের ডেপুইল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব সদরের মালগ্রাম এলাকার বাসিন্দা। তিনি দুঁপচাচিয়া উপজেলায় রেইনবো এনজিওতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, হাবিব মোটরসাইকেলে তাঁর কর্মস্থল দুপচাঁচিয়া উপজেলায় যাচ্ছিলেন। পথে ডেপুইল বাজারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পড়ে যান তিনি। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহারা বেওয়া নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল দুপুরে শজিমেক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে এ দিন দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের কলেজ রোড এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের ধাক্কায় আহত হন তিনি।

এ ছাড়া শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজীপুরে বাস-ট্রাক ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই ঘটনা ঘটে। এতে নিহতের কোনো ঘটনা না ঘটলেও আহত হন অন্তত ১৫ জন।

বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম জানান, দুর্ঘটনা কবলিত যানগুলো মহাসড়কে উল্টে পড়ে থাকায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে সেগুলো মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত