Ajker Patrika

সভাপতি আনিসুল, সম্পাদক রাশেদুল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২২, ১৪: ৫৬
Thumbnail image

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার কসবা টি. আলী ডিগ্রি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আইনমন্ত্রী আনিসুল হক। সম্মেলন উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধূরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিশেষ অতিথি ছিলেন, নবীনগরের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, বাঞ্ছারামপুরের সংসদ সদস্য ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব.), নাসিরনগরের সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম, বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পদক শ্রী সুজিত রায় নন্দি, সংরক্ষিত মহিলা সদস্য (আসন-১২) উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ)। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আইনমন্ত্রী আনিসুল হককে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত