Ajker Patrika

আবাসিক ভবন বেহাল

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩৭
আবাসিক ভবন বেহাল

বেহাল হয়ে পড়েছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলো। জরাজীর্ণ ভবনে দুর্ঘটনার শঙ্কায় বসবাস করেন না চিকিৎসকেরা। বসবাসে বাড়ি ভাড়া বাবদ গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বসবাসের ভবনে তালা ঝোলানো। সেখানে বসবাস করেন না কোনো কর্মকর্তা। তালা খুলে দিলে ভেতরে গিয়ে দেখা যায়, কক্ষের মেঝে, সিলিং, জানালা নষ্ট হয়ে গেছে। খসে পড়ছে পলেস্তারা। বাথরুম ও রান্না ঘর ব্যবহার অনুপযোগী। দেয়ালগুলো স্যাঁতসেঁতে, শেওলা পড়েছে। বাসা বেঁধেছে পোকা-মাকড়। সব মিলিয়ে এক ভুতুড়ে পরিস্থিতর সৃষ্টি হয়েছে।

পাশের প্রথম শ্রেণির চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া চারতলা ভবনে গিয়ে দেখা যায়, সেখানের অবস্থা আরও জরাজীর্ণ। প্রতিটি ইউনিট বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। আট ইউনিটের চারতলা বাসভবনে কোনো চিকিৎসক বসবাস করেন না। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তবে নিজস্ব টাকা খরচ করে মেরামত করে ওই ভবনের এক ইউনিটে কোনো রকমে চারজন স্টাফ নার্স ঝুঁকি নিয়ে বসবাস করেন।

এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্স রাখার গ্যারেজের অবস্থাও নাজুক। সাটার গেটের সমস্যা হওয়ায় দুইটি অ্যাম্বুলেন্সের একটি বের করা সম্ভব হয় না বলে জানান গাড়ি চালক নুরু মিয়া। মূল ভবনের পিলারেও দেখা দিয়েছে ফাটল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত কর্মচারী ও চিকিৎসকদের বসবাসের জন্য আবাসিক ভবন রয়েছে সাতটি। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার জন্য একটি, প্রথম শ্রেণির চিকিৎসকদের জন্য দুটি, দ্বিতীয় শ্রেণির চিকিৎসকদের জন্য একটি, তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য একটি ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য দুটি আবাসিক ভবন রয়েছে।

আবাসিক ভবনে বসবাসকারী সিএসসিপি মামুনুর রশিদের স্ত্রী সুমাইয়া বলেন, ‘বাথরুম ও রান্না ঘরে পুরো বর্ষায় ছাদ চুঁয়ে পানি পড়তে থাকে। এক রকম বাধ্য হয়েই খুব কষ্ট করে এখানে থাকতে হয়।’

অপর একটি ভবনে বসবাসকারী নৈশ প্রহরী প্রদীপ মুর্মূ আজকের পত্রিকাকে বলেন, ‘সব সময় ছাদ থেকে পানি পড়ে, বালু ঝরে। তবুও কষ্ট করে বাস করতে হয় এই জরাজীর্ণ ভবনে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘চিকিৎসক, নার্স ও কর্মচারীদের জন্য বরাদ্দ দেওয়া আবাসিক ভবনগুলো খুবই ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়েছে। পানি ও বিদ্যুৎ লাইন ঠিক না থাকায় নানা সমস্যা নিয়ে কিছু চিকিৎসক ও কর্মচারীদের বসবাস করতে হচ্ছে। বাসভবনগুলো সংস্কারের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত