Ajker Patrika

আসছে সৌরবিমান

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ০৭ মে ২০২২, ১৩: ৩৯
Thumbnail image

দেখতে সাধারণ উড়োজাহাজের মতো হলেও ‘সোলার ইমপালস টু’ নামক এ উড়োজাহাজের ভেতরে সাধারণ কোনো জ্বালানি নেই। রয়েছে ১৭ হাজার সোলার প্যানেল। আকাশে উড়লে বোয়িং ৭৩৭-এর সমান জায়গা দখল করে। ২০১৬ সালে এটি বানানো শেষ হওয়ার পর ভবিষ্যতের আকাশযান নিয়ে নতুন করে ভাবতে শুরু করে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। ২০২০ সালের নভেম্বরের পর থেকে এ পর্যন্ত ১২টি পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করেছে সুইস এক্সপ্লোরার বার্ট্রান্ড পিকার্ড এবং ইঞ্জিনিয়ার বার্ট্রান্ড বোর্শবার্গের বানানো এ আকাশযান। কিনে নিয়েছে মার্কিন-স্প্যানিশ স্টার্টআপ কোম্পানি স্কাইডুয়েলার অ্যারো।

এ আকাশযানের সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য হচ্ছে, এটি টানা কয়েক মাস আকাশে থাকতে পারে। এ সুবিধা কাজে লাগিয়ে একে স্যাটেলাইটের বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে, যার নাম ‘ছদ্মবেশী স্যাটেলাইট’। পরিবেশবান্ধব জ্বালানির কারণে কমবে জলবায়ু-সংকট। ২০২৩ সালে বাণিজ্যিকভাবে শুরু হবে এ বিমানের ফ্লাইট।

সিএনএন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত