Ajker Patrika

তিনবারের চেয়ারম্যান পেলেন ৪৩ ভোট

বাগমারা প্রতিনিধি
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ১৪: ২৯
Thumbnail image

বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) তিনবার নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুন-অর-রশিদ। গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন তিনি। এতে তিনি ভোট পেয়েছেন মাত্র ৪৩টি। এদিকে, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তাঁকে উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। দলীয় প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হলেও শেষ রক্ষা হয়নি। হেরে গেছেন নৌকার প্রার্থী এস. এম. এনামুল হক।

গনিপুর ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৭৫৮ টি। ভোট পড়েছে ২৪ হাজার ৪৭৩ টি। এর মধ্যে নষ্ট ভোটের সংখ্যা ২৬১ টি। নির্বাচনে অংশগ্রহণ করেন চারজন প্রার্থী। বিএনপির স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান রঞ্জু চশমা প্রতীকে ১২ হাজার ৪৬৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী এস. এম. এনামুল হক পেয়েছেন ১১ হাজার ৮১৪ ভোট। অন্যদিকে জাতীয় পাটির প্রার্থী আফসার সরদার লাঙল প্রতীকে পেয়েছেন ১৫৩ ভোট।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনের শুরু থেকে তিনি (হারুন-অর-রশিদ) বিএনপির স্বতন্ত্র প্রার্থীর হয়ে কাজ করে গেছেন। তাঁর সমর্থিত লোকজন বিএনপির স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন।’

নৌকার পরাজিত প্রার্থী এস. এম. এনামুল হক বলেন, ‘নির্বাচনের আগেই নৌকার গণজোয়ার উঠেছিল। কোনো ভাবেই আমার পরাজয় হওয়ার কথা না। পরিকল্পিত ভাবে আমাকে হারানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত