Ajker Patrika

শেষ হলো নির্বাচনের প্রচার

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩: ১৫
শেষ হলো নির্বাচনের প্রচার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শেষ হলো ইউপি নির্বাচনের প্রচার। গতকাল শুক্রবার রাত ৮টা থেকে শেষ হয়েছে মাইকিং, মিছিল, পথসভাসহ প্রার্থীর সব ধরনের প্রচার।

প্রচার শেষ দিনে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে ভোটারের মাঝে। অপর দিকে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীরা সারা দিন গণসংযোগ শেষে সন্ধ্যায় যোগ দেন শেষ পথসভায়। শেষ মুহূর্তের প্রচার চালিয়েছেন সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরাও।

সরগরম ছিল প্রত্যেক পাড়া মহল্লায় স্থাপিত প্রত্যেক তাঁরা নির্বাচনী কার্যালয়। পাড়া মহল্লা ও অলিগলির ছোট ছোট চায়ের দোকানগুলোরও ছিল একই অবস্থা। নির্বাচনী কার্যালয় ও চায়ের দোকানে মানুষের ভিড় লেগে ছিল গভীর রাত পর্যন্ত। আলোচনা চলছে কে হাসবে বিজয়ের হাসি তা নিয়ে।

আগামীকাল রোববার অনুষ্ঠিত হচ্ছে উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন। এতে ১৩ আওয়ামী লীগ, ১৩ জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী আন্দোলনের ১৩ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সমর্থন নিয়ে বিএনপির ১৩ জন, আওয়ামী লীগ বিদ্রোহী ৫ জন, স্বতন্ত্র ৩৪ জনসহ ৯১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত