ঘর অন্ধকার করে হরর মুভি দেখছেন। দেখার সময় উত্তেজনা তুঙ্গে থাকলেও মুভি শেষ করে ওঠার পর আর ঘুমাতে পারছেন না। বাথরুমে যেতেও অস্বস্তি হচ্ছে। একা বাড়িতে থাকার সময় আড়ষ্টবোধ হচ্ছে। এমন তো হয়-ই, তাই না? কিন্তু এই ভয়ের উৎস কোথায়? একটু সহজ করে বললে, ভয় বলতে পৃথিবীতে যা কিছু আছে পুরোটাই ব্যক্তির নিজের মধ্যে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মনের গণ্ডির বাইরে ভয়ের কোনো অস্তিত্ব নেই। তাহলে প্রশ্ন হতে পারে, মনের গভীরে এই ভয় জন্মায় কী করে?
চোখটা বন্ধ করে একবার মনে করার চেষ্টা করুন তো, জীবনে প্রথম কবে ভয় পেয়েছিলেন? খাওয়ার সময়? যখন কেউ বলেছিল, ‘তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে রাক্ষস আসবে।’ নাকি ঘরময় ছোটাছুটি করার সময়, যখন শুনেছিলেন, ‘দুষ্টুমি করলে কিন্তু মা দূরে কোথাও চলে যাবে’, ‘অন্ধকারে যেয়ো না, ভূত আছে।’
এই সব কথাই কিন্তু শৈশবের বিভিন্ন ধাপে শোনা, পরিণত বয়সে যার প্রভাব আমরা বয়ে বেড়াই। অন্ধকার, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে ভয় পাওয়া, কারও আচরণকে ভয় পাওয়াসহ নানা ধরনের ভয় একটি শিশুর মধ্যে থাকতে পারে। যার শুরুটা হয় পরিবারের বড় কারও বয়ান থেকে। এককথায়, ভয় কখনো নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে। শুনতে একটু শক্ত মনে হলেও কথাটা সত্য বটে। কারণ, শিশু কথা শুনতে না চাইলে তাকে ক্ষান্ত করার সহজ এই উপায়টি প্রায় সব অভিভাবকই অবলম্বন করেন। তবে দীর্ঘমেয়াদি প্রেক্ষাপটে এর ফলাফল কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক হতে পারে।
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডির চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার ডা. সানজিদা শাহ্রিয়া বলেন, শিশুকে ভয় দেখানো আদর্শগত দিক থেকে গ্রহণযোগ্য নয়। কারণ, ছোটবেলায় পাওয়া ছোট ছোট ভয় শিশুর একেক বয়সে একেক রকম মনোদৈহিক প্রভাব ফেলতে পারে।
ভয়ের মনোদৈহিক প্রভাব
মনোদৈহিক ক্ষতি:
প্রতিনিয়ত ভয় দেখালে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
শারীরিক ক্ষতি:
ভয় রোগ প্রতিরোধক্ষমতা কমায়। পাশাপাশি এটি আলসার, আইবিএস ও পরিপাকতন্ত্রের ক্ষতির জন্যও দায়ী।
মানসিক ক্ষতি:
কোনো বিষয়ের ওপর ভয় কাজ করলে পরে তা উদ্বিগ্নতায় পরিণত হতে পারে। ফলে স্ট্রেস, বিষণ্নতা, সিদ্ধান্তহীনতায় ভোগার আশঙ্কা থাকে।
সানজিদা শাহ্রিয়া বলেন, ‘অভিভাবককে মনে রাখতে হবে, শিশুকে আমরা যে ভয়গুলো দেখাই, সেগুলো বংশপরম্পরায় প্রবাহিত হয়। মনস্তত্ত্বের ভাষায় এটাকে হট পটেটো বলা হয়। আমরা প্রজন্মের পর প্রজন্ম রাগ, দুঃখ ও ভয় কপি করি।’
ভয় না দেখিয়ে যা করবেন
এতে শিশুর মনে অমূলক ভয় তৈরি হবে না; বরং তার বুদ্ধি বিকাশে সহায়ক হবে অভিভাবকের ইতিবাচক আচরণগুলো।
ঘর অন্ধকার করে হরর মুভি দেখছেন। দেখার সময় উত্তেজনা তুঙ্গে থাকলেও মুভি শেষ করে ওঠার পর আর ঘুমাতে পারছেন না। বাথরুমে যেতেও অস্বস্তি হচ্ছে। একা বাড়িতে থাকার সময় আড়ষ্টবোধ হচ্ছে। এমন তো হয়-ই, তাই না? কিন্তু এই ভয়ের উৎস কোথায়? একটু সহজ করে বললে, ভয় বলতে পৃথিবীতে যা কিছু আছে পুরোটাই ব্যক্তির নিজের মধ্যে। মনোরোগ বিশেষজ্ঞদের মতে, মনের গণ্ডির বাইরে ভয়ের কোনো অস্তিত্ব নেই। তাহলে প্রশ্ন হতে পারে, মনের গভীরে এই ভয় জন্মায় কী করে?
চোখটা বন্ধ করে একবার মনে করার চেষ্টা করুন তো, জীবনে প্রথম কবে ভয় পেয়েছিলেন? খাওয়ার সময়? যখন কেউ বলেছিল, ‘তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে রাক্ষস আসবে।’ নাকি ঘরময় ছোটাছুটি করার সময়, যখন শুনেছিলেন, ‘দুষ্টুমি করলে কিন্তু মা দূরে কোথাও চলে যাবে’, ‘অন্ধকারে যেয়ো না, ভূত আছে।’
এই সব কথাই কিন্তু শৈশবের বিভিন্ন ধাপে শোনা, পরিণত বয়সে যার প্রভাব আমরা বয়ে বেড়াই। অন্ধকার, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীকে ভয় পাওয়া, কারও আচরণকে ভয় পাওয়াসহ নানা ধরনের ভয় একটি শিশুর মধ্যে থাকতে পারে। যার শুরুটা হয় পরিবারের বড় কারও বয়ান থেকে। এককথায়, ভয় কখনো নিয়ন্ত্রণের হাতিয়ার হয়ে ওঠে। শুনতে একটু শক্ত মনে হলেও কথাটা সত্য বটে। কারণ, শিশু কথা শুনতে না চাইলে তাকে ক্ষান্ত করার সহজ এই উপায়টি প্রায় সব অভিভাবকই অবলম্বন করেন। তবে দীর্ঘমেয়াদি প্রেক্ষাপটে এর ফলাফল কোনো কোনো ক্ষেত্রে নেতিবাচক হতে পারে।
ফিনিক্স ওয়েলনেস সেন্টার বিডির চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার ডা. সানজিদা শাহ্রিয়া বলেন, শিশুকে ভয় দেখানো আদর্শগত দিক থেকে গ্রহণযোগ্য নয়। কারণ, ছোটবেলায় পাওয়া ছোট ছোট ভয় শিশুর একেক বয়সে একেক রকম মনোদৈহিক প্রভাব ফেলতে পারে।
ভয়ের মনোদৈহিক প্রভাব
মনোদৈহিক ক্ষতি:
প্রতিনিয়ত ভয় দেখালে শিশুর শারীরিক ও মানসিক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
শারীরিক ক্ষতি:
ভয় রোগ প্রতিরোধক্ষমতা কমায়। পাশাপাশি এটি আলসার, আইবিএস ও পরিপাকতন্ত্রের ক্ষতির জন্যও দায়ী।
মানসিক ক্ষতি:
কোনো বিষয়ের ওপর ভয় কাজ করলে পরে তা উদ্বিগ্নতায় পরিণত হতে পারে। ফলে স্ট্রেস, বিষণ্নতা, সিদ্ধান্তহীনতায় ভোগার আশঙ্কা থাকে।
সানজিদা শাহ্রিয়া বলেন, ‘অভিভাবককে মনে রাখতে হবে, শিশুকে আমরা যে ভয়গুলো দেখাই, সেগুলো বংশপরম্পরায় প্রবাহিত হয়। মনস্তত্ত্বের ভাষায় এটাকে হট পটেটো বলা হয়। আমরা প্রজন্মের পর প্রজন্ম রাগ, দুঃখ ও ভয় কপি করি।’
ভয় না দেখিয়ে যা করবেন
এতে শিশুর মনে অমূলক ভয় তৈরি হবে না; বরং তার বুদ্ধি বিকাশে সহায়ক হবে অভিভাবকের ইতিবাচক আচরণগুলো।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪