Ajker Patrika

মুক্তিযুদ্ধ বানানেও ভুল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১১: ৫৯
মুক্তিযুদ্ধ বানানেও ভুল

‘বুদ্ধিজীবী’ শব্দটির বানান ভুল করার রেশ না কাটতেই এবার বিজয় দিবসের পুষ্পস্তবকেও দুটি বানান ভুল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা বঙ্গবন্ধু পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মৃতি ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করার সময় বিষয়টি সবার নজরে আসে।

এতে ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি’ লিখতে গিয়ে ‘মুক্তিযুদ্ধে’ শব্দের বানানে ‘মুক্তিযোদ্ধে’ ও ‘অংশগ্রহণকারী’ বানানটি ‘অংশগ্রহনকারী’ লেখা হয়েছে। এ ছাড়া পুষ্পস্তবক অর্পণ করার সময় দাপট দেখিয়ে ক্রম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোরও অভিযোগ উঠেছে সংগঠনটির বিরুদ্ধে।

এর আগে গত মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী দিবসের পুষ্পস্তবকে ‘বুদ্ধিজীবী’ শব্দের বানানে ‘বুদ্ধিজীবি’ লেখে পরিষদটি। এ নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

জানতে চাইলে চবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ উন নবী আজকের পত্রিকাকে বলেন, ‘এটা টাইপিং মিসটেক। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সকালে আমরা যখন এটা দেখেছি, তখন পরিবর্তন করার সময় ছিল না।’

পরপর দুই দিন এ ধরনের ভুল কীভাবে হয়? জানতে চাইলে ড. রাশেদ উন নবী এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। তবে ক্রম বা নিয়ম ভেঙে আগে শ্রদ্ধাঞ্জলি জানানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ক্রম ভাঙার কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘এটি গর্হিত অপরাধ বলে মনে করি। এটা আমরা অবশ্যই দেখব।’

জোর করে আগে ফুল দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। সবার উচিত নিয়মানুযায়ী ক্রম মেনে শ্রদ্ধাঞ্জলি জানানো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়লেন আনন্দ মোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত